1
১ শমুয়েলে 1:11
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
তিনি মানত করে বললেন, হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, দেখ তোমার এই দাসীর দুর্দশা, ভুলো না আমায়, তোমার এই দাসীকে একটি পুত্র সন্তান দাও। যদি দাও, তবে চিরদিনের জন্য তাকে আমি তোমার উদ্দেশে নিবেদন করে দেব। তার মাথায় কখনও ক্ষুর স্পর্শ করা হবে না।
Vergleichen
Studiere ১ শমুয়েলে 1:11
2
১ শমুয়েলে 1:10
তীব্র মনোবেদনায় ব্যাকুল হয়ে হান্না কাঁদতে কাঁদতে প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন।
Studiere ১ শমুয়েলে 1:10
3
১ শমুয়েলে 1:15
হান্না বললেন, না গুরুদেব, তা নয়। আমি অতি দুঃখিনী নারী, সুরা কিম্বা উত্তেজক কোন পানীয় আমি গ্রহণ করিনি। আমি প্রভু পরমেশ্বরের কাছে আমার হৃদয়ের দুঃখ উজাড় করে দিচ্ছিলাম।
Studiere ১ শমুয়েলে 1:15
4
১ শমুয়েলে 1:27
এই শিশুটিকে কামনা করে আমি বিনতি করেছিলাম, প্রভু আমার প্রার্থিত ধন আমাকে দিয়েছেন।
Studiere ১ শমুয়েলে 1:27
5
১ শমুয়েলে 1:17
এলি তখন তাঁকে বললেন, তুমি শান্তিতে ফিরে যাও, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের কাছে তুমি যা প্রার্থনা করলে, তিনি তা পূর্ণ করুন।
Studiere ১ শমুয়েলে 1:17
Hauptbildschirm
Bibel
Lesepläne
Videos