ঈশ্বরকে প্রথম স্থান দিননমুনা

ঈশ্বরকে প্রথম স্থান দিন

DAY 4 OF 5

“ঈশ্বরের সহায়তায় জীবনের যুদ্ধগুলোকে জয় করা”

একটি আজীবন যুদ্ধ রয়েছে যা আমাদের জীবনের উপর চলছে৷ একদিকে রয়েছে পুরনো পাপময় প্রকৃতির প্রভাব- সেই পুরনো দীর্ঘস্থায়ী প্রবণতাসমূহ, প্রলোভন এবং পাপ যেগুলোকে অতিক্রম করাটা আমাদের জন্য কঠিন৷ সময়ের সাথে সাথে যখন আমরা ঈশ্বরের সাথে আমাদের গমনে পরিপক্ক হই, তখন পাপময় প্রকৃতির প্রভাবটি দুর্বল হয়েপড়ে৷ অন্যদিকে রয়েছে আমাদের জীবনে পবিত্র আত্মার উপস্থিতির বৃদ্ধিমান প্রভাব৷ দুটো পরস্পরের বিরোধী শক্তি রয়েছে যেমনটি গালাতীয় পত্রে বর্ণনা করা হয়েছে:

কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। 17কেননা মাংস আত্মার বিরুদ্ধে, এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে; কারণ এই দুইয়ের একটী অন্যটীর বিপরীত, তাই তোমরা যাহা ইচ্ছা কর, তাহা সাধন কর না। কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও৷ গালাতীয় ৫:১৬-১৭

ঈশ্বরের বাক্য আমাদেরকে “আত্মায় বাঁচতে” অনুপ্রাণিত করে৷ অন্য শব্দে, আমাদেরকে নিশ্চয়ই পবিত্র আত্মাকে আমাদের জীবনে পাপময় প্রভাবটির উপরে বিজেতা হতে দিতে হবে৷

অনেক সময়ে, এমনটি করার থেকে বলাটা সহজ হয়৷ আমাদের পাপময় প্রকৃতিটি আমাদেরকে স্ব-কেন্দ্রীয় উদ্দেশ্য ও আবেগগুলোকে সন্তুষ্ট করতে নির্ণয় নিতে উস্কানি দেয়৷ এটিকে প্রলোভন বলে, এবং যাকোব এটিকে এইরূপে বর্ণনা দেন:

পরীক্ষার সময়ে কেহ না বলুক, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে; কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না; 14কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। জেমস ১:১৩-১৪

যতক্ষণ একটি প্রলোভনে আমাদের নেওয়া একটি নির্ণয়কে যোগদান দেওয়া না হয়, ততক্ষণ এটি পাপে পরিণত হয় না৷

পরে কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে, এবং পাপ পরিপক্ব হইয়া মৃত্যুকে জন্ম দেয়। জেমস ১:১৫

যাইহোক বিস্ময়করভাবে, ঈশ্বরের আন্তরিক প্রেম ও অনুগ্রহের একটি অংশ রূপে এটিকে সমস্ত খ্রিস্টানদের কাছে বিস্তারিত করা হয়েছে, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের পাপের সমষ্টি থেকে আদেরকে পরিশুদ্ধ করেন৷ আমাদেরকে একেবারে ১০০% ক্ষমা করা হয়েছে৷

9যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্ম্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্ম্মিকতা হইতে শুচি করিবেন। ১ জন ১:৯

কিন্তু পাপকে যাচাই না করার একটি বিপদ এখনও রয়েছে৷ যদিও ঈশর আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদেরকে পরিশুদ্ধ করেন, তথাপি তিনি পাপের পিছনে ছেড়ে যাওয়া পরিণাম ও ঘটনাগুলোর বিদ্ধংসী পথটিকে অগত্যা ভ্যানিশ করে দেন না৷ যদিও ঈশ্বর আমাদেরকে কঠিন সময়গুলোতে সর্বদা সাহায্য করেন, এমনকি যা আমাদের নিজ নির্ণয়ের কারণে হয়, তথাপি আমাদের কার্যের সবচাইতে গতিধারাটি হল সেই সকল কিছু করা যা আমরা প্রথম স্থানে সেই নির্ণয়গুলোকে এড়িয়ে যাওয়া৷

১ করিন্থীয় প্রলোভন ও পাপের সাথে প্রভাবী রূপে মোকাবেলা করতে দুটো গুরুত্বপূর্ণ দিকগুলোর বর্ণনা দেয়:

মনুষ্য যাহা সহ্য করিতে পারে, ১০:১৩ (বা) মনুষ্যের প্রতি যাহা ঘটিয়া থাকে। তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই; আর ঈশ্বর বিশ্বাস্য; তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পার। ১ করিন্থীয় ১০:১৩

প্রথমটি হল এই যে আমরা আমাদের সমস্যায় একাকী নই৷ আপনি জেনে নিন যে অন্য খ্রিস্টানগণও রয়েছে, হয় তারা ঈশ্বরের সাথে তাদের গমনে ৩০ দিন বা ৩০ বছর চলছে, তারাও আপনারই ন্যায় সাধারণ পাপ ও প্রলোভনগুলোর সাথে সমস্যায় ভুগছে৷

দ্বিতীয়টি হল এই যে, ঈশ্বর আমাদেরকে প্রলোভিত হতে অনুমতি দেন সেই ক্ষণ পর্যন্ত যেখানে আমরা পাপ এড়াতে একটি নির্ণয় নিতে অক্ষম হই৷ তিনি সর্বদা পালাবার একটি পথ প্রদান করেন৷ আমাদের কাজটি হল, যেটি এরই ন্যায় কঠিন হতে পারে, আমাদের প্রলোভনটির মধ্যে সেই পথটিকে খুঁজে পাওয়া৷

পাপ ও প্রলোভনের সাথে প্রভাবী রূপে মোকাবেলা করতে নিম্নোক্ত বিভাগ একটি বাইবেল-আধারিত কৌশল প্রদান করে৷ এই পরিকল্পনাটিকে কার্যে আনাটা হল আপনার জীবনে ঈশ্বরকে প্রথম স্থানটি দেওয়ার আরো একটি উপায়৷

About this Plan

ঈশ্বরকে প্রথম স্থান দিন

আমাদের জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়াটা একটি একবার ঘটা বিষয় নয়... এটি হল প্রত্যেক খ্রিস্টানের জন্য আজীবন চলা প্রক্রিয়া৷ হয় আপনি বিশ্বাসে নতুন হন বা প্রভু খ্রীষ্টের একজন “অভিজ্ঞ” অনুগামী হন, তবুও আপনি এই পরিকল্পনাটিকে উপলব্ধি ও প্রয়োগের ক্ষেত্রে, এবং বিজয়ী খ্রিস্টান জীবনযাপনের জন্য একটি উচ্চমানের প্রভাবী কৌশল রূপে সহজ পাবেন৷ ডেভিড সয়্যান্ডট দ্বারা লিখিত পুস্তক “আউট অফ দিজ ওয়ার্ল্ড: এ ক্রিস্টিয়ান’স গাইড টু গ্রোথ এবং পারপাস” থেকে নেওয়া হয়েছে৷

More

এই পরিকল্পনা প্রদান করার জন্য আমরা Twenty20 Faith, Inc. কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://twenty20faith.org/devotion1?lang=bn