ঈশ্বরকে প্রথম স্থান দিননমুনা

“ঈশ্বরের স্থান, আমার পুরস্কার!”
প্রথম স্থান- যারা সম্পূর্ণ করে তাদের এটি হল ধ্যান কেন্দ্রিত উদ্দেশ্য৷ হয় একক ব্যক্তির বা দলমূলক প্রতিযোগিতা, সবচাইতে ভালো নম্বর বা সময়টি বিজেতা হয়, এবং প্রথম স্থানটি সর্বদা তাকে শীর্ষ স্থানটি এনে দেয় যে অর্জন করে সেই সৌভাগ্যময় ভিন্নতাটিকে৷ সর্বদা, এমনটি একটি ব্যাতিকর্মের সাথে হয়৷
আমাদের উদ্ধারের পূর্বে, সাধারণত আমরা আমাদের নিজ জীবনে প্রথম স্থানটিকে ধারণ করতাম- আমাদের নিজেদের জন্য বেঁচে, আমাদের নিজ স্বার্থময় উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে, আমাদের নিজ হেতুগুলোকে উন্নত করে৷ কিন্তু যখন আমরা একজন খ্রিস্টান হয়ে পড়ি, তখন প্রথম স্থানটি আর আমাদের ধারণ করার বিষয় থাকে না; এটি ঈশ্বরের হয়ে যায়৷
ঈশ্বরকে প্রথম স্থানটিকে দেওয়াটা আমাদের উদ্ধারের প্রথম দিনটি থেকে আরম্ভ হয়েছিল, কিন্তু আমাদের জীবনের সকল ক্ষেত্রে ঈশ্বরকে প্রথম স্থানে থাকতে দেওয়াটা হল একটি অবিরত প্রক্রিয়া৷ যখন আমরা এমনটি করি, তখন আমরা প্রভু খ্রীষ্টে এই পৃথিবীর উপর একটি পরিপূর্ণ এবং আশির্বাদ প্রাপ্ত জীবন যাপন করি, এবং চিরকালের জন্য স্বর্গে ঈশ্বরের সাথে অকথ্য আশীর্বাদের একটি অনন্ত জীবনকে উত্তরাধিকার করি৷
আর যে কেহ মল্লযুদ্ধ করে, সে সর্ব্ববিষয়ে ইন্দ্রিয়দমন করে। তাহারা ক্ষয়ণীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। ১ করিন্থীয় ৯:২৫
ধর্মগ্রন্থ
About this Plan

আমাদের জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়াটা একটি একবার ঘটা বিষয় নয়... এটি হল প্রত্যেক খ্রিস্টানের জন্য আজীবন চলা প্রক্রিয়া৷ হয় আপনি বিশ্বাসে নতুন হন বা প্রভু খ্রীষ্টের একজন “অভিজ্ঞ” অনুগামী হন, তবুও আপনি এই পরিকল্পনাটিকে উপলব্ধি ও প্রয়োগের ক্ষেত্রে, এবং বিজয়ী খ্রিস্টান জীবনযাপনের জন্য একটি উচ্চমানের প্রভাবী কৌশল রূপে সহজ পাবেন৷ ডেভিড সয়্যান্ডট দ্বারা লিখিত পুস্তক “আউট অফ দিজ ওয়ার্ল্ড: এ ক্রিস্টিয়ান’স গাইড টু গ্রোথ এবং পারপাস” থেকে নেওয়া হয়েছে৷
More
এই পরিকল্পনা প্রদান করার জন্য আমরা Twenty20 Faith, Inc. কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://twenty20faith.org/devotion1?lang=bn
সম্পর্কিত পরিকল্পনাসমূহ

Awakening Faith: Hope From the Global Church

Protocols, Postures and Power of Thanksgiving

Sharing Your Faith in the Workplace

God's Book: An Honest Look at the Bible's Toughest Topics

24 Days to Reflect on God's Heart for Redemption

Legacy Lessons W/Vance K. Jackson

30 Powerful Prayers for Your Child Every Day This School Year

Rebuilt Faith

You Say You Believe, but Do You Obey?
