ইউভার্শন লোগো
সার্চ আইকন

Plan Info

Bible IconGet the app

কঠিন পথগুলিতে উপচিয়ে পড়ুন নমুনা

কঠিন পথগুলিতে উপচিয়ে পড়ুন

DAY 7 OF 7

উপচয়ের মধ্যে জীবন যাপন করার চূড়ান্ত উদ্দেশ্য

খ্রীষ্টের অনুগামী হিসাবে, উপচয় অবস্থার মধ্যে জীবন যাপন করার বিষয়টি, আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন সেই বিষয়টি চিন্তা করে আপনি অবাক হতে পারেন? আমাদের জীবন যখন আমাদের টেনে নীচে নামানোর ভয়ে আতঙ্কিত করে তখন আমরা ভেসে থাকার প্রচেষ্টায় কেন এত বিব্রত হই? আমাদের বিভিন্ন পরিস্থিতিগুলির কারণে যখন আমাদের পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হয় তখন কেন আমাদের আশায় বুক বেঁধে সোজা হয়ে দাঁড়ান উচিত?

এটা দেখায় যে উপচয়ের মধ্যে জীবন যাপন করার বিষয়টি আমাদের পছন্দের উপর নির্ভর করে এবং আমাদের উপচয়ের মধ্যে জীবন যাপন করার বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ:

১। এটি আমাদের জীবনের প্রতিটি সময়ের মাধ্যমে খ্রীষ্টকে প্রকাশ্যে ঘোষণা করতে সাহায্য করে। যোষেফ অতি শীঘ্রই স্বীকার করেছিলেন যে ঈশ্বরই ছিলেন সেই ব্যক্তি যিনি তাঁর জীবনের সমস্ত বিন্দুগুলিকে সাজিয়েছিলেন এবং যুক্ত করেছিলেন। তাঁর জীবনে যা কিছু ঘটেছিল তার জন্য তিনি নিজে কোনও কৃতিত্ব গ্রহণ করেননি কিন্তু তিনি সর্বদা ঈশ্বরকে গৌরব দিয়েছিলেন। আপনার মধ্যে যে শান্তি আছে, যে আনন্দ আপনি প্রদর্শন করেন, আপনি লোকদের যে ভালোবাসা দেখান এবং আপনি যে দাস নের্তৃত্ব দেন, এমনকী জীবনের কঠিন ঝড়ের মধ্যেও আপনি যে এই বিষয়গুলি করেন, তা উচ্চরবে এবং স্পষ্টভাবে বলবে যে আপনার কাছে যীশু কে। ঠিক যেমন কোনও একজন ব্যক্তি বলেছিলেন, আমাদের জীবন কয়েক সময় কেবলমাত্র একটি বাইবেল যা কোনও একজন পাঠ করতে পারে – সুতরাং ভালোভাবে জীবন যাপন করুন। 

২। এটি আমাদের জী্বনে ঈশ্বরের পরিকল্পনাগুলি এবং উদ্দেশ্যগুলি সম্পূর্ণ করতে আমাদের সাহায্য করে। যদি যোষেফ না থাকতেন এবং তিনি যদি মিশরে নের্তৃত্ব না দিতেন তাহলে যাকোবের পরিবার হয়তো দুভির্ক্ষের সময় টিকে থাকতে পারতো না এবং ঈশ্বরের মনোনীত ব্যক্তিগণ ধুয়ে মুছে শেষ হয়ে যেত। যোষেফের জীবনের জন্য ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনা ছিল তাঁর পিতার পরিবারকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা এবং আদিপুস্তক ১৭ অধ্যায়ে তিনি  অব্রাহামের কাছে তাঁর বংশ সম্পর্কে যে প্রতিজ্ঞা করেছিলেন তা  সম্পূর্ণ করা। কোনও এক সময় আপনি যদি এই চিন্তা করে অবাক হন যে এই পৃথিবীতে আপনার উদ্দেশ্য কী তাহলে আপনি এটি স্মরণ করে উৎসাহিত হতে পারেন যে এই সময় আপনি যে বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছেন তার অপর দিকে আপনার জীবনের উদ্দেশ্যটি প্রকাশিত হবে। কোনও ব্যক্তি কখনও বলতে পারবে না যে একটি উদ্দেশ্যপূর্ণ এবং ফলপ্রসূ জীবন যাপন করা সহজ ছিল। যেমন ৬৫ সংখ্যার গীতে গীত রচয়িতা লিখেছিলেন যে এমনকী কঠিন পথেও আমরা উপচয় খুঁজে পাব। প্রত্যেকটি সময় উদ্দেশ্যের উপচয়,  প্রাণের অন্ধকার রাতগুলির জন্য অনুগ্রহের উপচয় এবং আমাদের জীবনের সমগ্র যাত্রা পথে তাঁর উপস্থিতির উপচয়।

২। এটি আমাদের  মাধ্যমে অন্যদের আরোগ্য এবং পুনরুদ্ধার লাভ করতে সাহায্য করে।

যাকোব এবং তাঁর সমগ্র পরিবার যখন মিশরের গোশন প্রদেশে চলে এসেছিলেন এবং সেখানে বসবাস শুরু করেছিলেন, তখন তারা প্রাণ সংশয় জনিত দুর্ভিক্ষ থেকে উদ্ধার লাভ করেছিলেন। তাঁর দাদাদের প্রতি যোষেফের নিঃশর্ত ক্ষমা এবং দয়া এই পরিবারকে এবং তাদের বংশধর রাজা দায়ূদের বংশকে পুনরুদ্ধার করেছিল এবং চূড়ান্তভাবে এই বংশে যীশুর জন্ম হয়েছিল। আপনি আজ যে বিষয়ে সংগ্রাম করছেন অথবা সহ্য করছেন তা একদিন অন্য কোনও একজনকে তার যাত্রায় সাহায্য করবে। এছাড়াও এটা হতে পারে ঈশ্বর মানুষকে উদ্ধারের তাঁর পরিকল্পনা সম্পাদনের একটি অংশ হিসাবে আপনাকে ব্যবহার করতে পারেন যাদের জীবনে  ভীষণভাবে স্বর্গের স্পর্শ প্রয়োজন। আপনি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হওয়ার বিষয়টি জানার মাধ্যমে নিজেকে শক্তিশালী করতে পারেন যে পরিকল্পনাটির মূল কারিগর হচ্ছেন ঈশ্বর।

About this Plan

কঠিন পথগুলিতে উপচিয়ে পড়ুন

আপনি কি আজ এমন একটি জায়গা থেকে চলার, কাজ করার, ভালোবাসার এবং পরিচর্যা করার সিদ্ধান্ত নেবেন যেখান থেকে আপনি উপচিয়ে পড়তে পারবেন? আপনি কি উপচিয়ে পড়ার জন্য পবিত্র আত্মাকে আপনাকে পূর্ণ করতে বলবেন যাতে অন্যরা যখন আপনাকে দেখবে তখন তারা যেন একটি উত্তমরূপে জল সেচিত বাগান অথবা এমন একটি নদী বা জলের উৎস দেখে যার জলধারা কখনও শুকিয়ে যায় না, তা সে যে কোনও ঋতু হোক না কেন?

More

আমরা এই পরিকল্পনাটি প্রদানের জন্য আমরা আর জিয়নকে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: http://www.wearezion.in