ইউভার্শন লোগো
সার্চ আইকন

Plan Info

Bible IconGet the app

কঠিন পথগুলিতে উপচিয়ে পড়ুন নমুনা

কঠিন পথগুলিতে উপচিয়ে পড়ুন

DAY 2 OF 7

পাতালে উপচয়

যোষেফ কুলপতি যাকোবের একাদশতম পুত্র ছিলেন এবং তিনি তাঁর পিতা কর্তৃক বিশেষ ভালোবাসা এবং সম্মানযুক্ত ব্যবহার লাভ করেছিলেন, যা তাঁর দাদাদের তাচ্ছিল্যের থেকে অনেক বেশী ছিল। তাঁর প্রতি এই পক্ষপাতিত্বের সঙ্গে যুক্ত হয়েছিল তাঁর আত্মিক প্রতিভা, যা যোষেফ এবং তাঁর দশজন দাদাদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরী করেছিল। যোষেফ অবিবেচকের মতো তাঁর স্বপ্নগুলি নিয়ে অন্তত দুবার তাঁর দাদাদের মুখের উপর বড়াই করেছিলেন যা আদিপুস্তক ৩৭ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে এবং এর ফলে তাঁকে দাদাদের ঘৃণা এবং ঈর্ষার কবলে তাঁকে পড়তে হয়েছিল। যোষেফকে তাদের দ্বারা আক্রান্ত হতে হয়েছিল এবং তাঁকে মিশরগামী ক্রীতদাস বণিকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। এটি কল্পনা করা খুবই আগ্রহের বিষয় যে যোষেফ যদি তাঁর পিতার প্রিয় পুত্র না হতেন এবং তিনি যদি বিশেষ আনুকুল্যপ্রাপ্ত না হতেন, তাহলে কল্পনা করুন যোষেফের প্রতি কী ঘটতো, তিনি হয়তো তাঁর দাদাদের ভালোবাসা পেতেন, তাহলে হয়তো তাঁকে এই ভাবে অপহরণ করা হতো না এবং তাঁকে দূরে পাঠিয়ে দেওয়া হতো না। এর পশ্চাতে “কী বা কেন” প্রশ্নের উত্তরগুলা আমরা কখনও জানতে পারতাম না, বাস্তব বিষয়টি হচ্ছে যে যাকোবের উত্তরাধিকার সম্পূর্ণ হওয়ার ছিল, ঈশ্বরের মনোনীত জাতি ইস্রায়েল প্রতিষ্ঠিত হওয়ার ছিল, যার জন্য যোষেফকে মিশরে যেতে হয়েছিল। এটি ইস্রায়েলের জন্য ঈশ্বরের পরিকল্পনার জন্য অপরিহার্য এবং অখণ্ড বিষয় ছিল। ঈশ্বর যোষেফকে ব্যক্তিগতভাবে যে স্বপ্নগুলি দিয়েছিলেন  তা যোষেফ তাঁর বালকোচিত ধৃষ্টতার কারণে তাঁর শত্রুতাপূর্ণ পরিবারের কাছে  পুনরাবৃত্তি করেছিলেন, যা তাঁকে তাঁর পূর্বনির্ধারিত অবস্থা থেকে কম মনোরম যাত্রাপথে ঠেলে দিয়েছিল। আজ আমরা সকলেই আমাদের জীবনে সম্ভবতঃ  বেশ কিছু বুদ্ধি বিবেচনাহীন সিদ্ধান্ত নিয়ে থাকি। আমরা অতীতে আমাদের এই বিবেচনাহীন অথবা মূর্খ সিদ্ধান্তগুলির কারণে পাতালে থাকার বিষয় অনুভব করতে পারি। আমাদের ঐ সিদ্ধান্তগুলি নিয়ে বাঁচতে হতে পারে অথবা আমাদের ঐ সিদ্ধান্তগুলির বিষয়ে অনুশোচনা করতে হতে পারে।যাইহোক না কেন, আমরা যখন ঈশ্বরকে আমাদের জীবনের কেন্দ্রে রাখার বিষয় স্থির করি, তখন আমরা তাঁর দ্বারা আমাদের অনুশোচনা এবং বিপর্যয়গুলি ঘুরপথে সরিয়ে দিতে দেখতে শুরু করি এবং আমাদের জন্য এমন অবস্থা প্রতিষ্ঠিত করা হয় যাতে আমরা তাঁর উপস্থিতি এবং তাঁর শক্তির অভিজ্ঞতা লাভ করতে পারি। ঈশ্বরের সঙ্গে কোনও কিছুই আমাদের নষ্ট হয় না, এমন কি যে সমস্ত দিকগুলিতে আমরা  ব্যর্থ হই সেই দিকগুলিও নষ্ট হয় না। উপচয়ের মধ্যে বাঁচার চিহ্ন হচ্ছে জীবনের চলার পথ নিঃসঙ্গ এবং দীর্ঘ মনে হলেও আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনাগুলি সম্পূর্ণ হওয়ার বিষয়ে আমাদের ঈশ্বরের প্রতি আস্থা রাখা।

ধর্মগ্রন্থ

About this Plan

কঠিন পথগুলিতে উপচিয়ে পড়ুন

আপনি কি আজ এমন একটি জায়গা থেকে চলার, কাজ করার, ভালোবাসার এবং পরিচর্যা করার সিদ্ধান্ত নেবেন যেখান থেকে আপনি উপচিয়ে পড়তে পারবেন? আপনি কি উপচিয়ে পড়ার জন্য পবিত্র আত্মাকে আপনাকে পূর্ণ করতে বলবেন যাতে অন্যরা যখন আপনাকে দেখবে তখন তারা যেন একটি উত্তমরূপে জল সেচিত বাগান অথবা এমন একটি নদী বা জলের উৎস দেখে যার জলধারা কখনও শুকিয়ে যায় না, তা সে যে কোনও ঋতু হোক না কেন?

More

আমরা এই পরিকল্পনাটি প্রদানের জন্য আমরা আর জিয়নকে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: http://www.wearezion.in