লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়ননমুনা


ধন্য যারা দয়াশীল
তারাই দয়াশীল যারা অন্যদের প্রতি সঙ্গতিপূর্ণভাবে সমবেদনাপূর্ণ হয়। তারা কখনও ভুলে যায় না যে তারাও ক্ষমা পেয়েছে এবং স্বর্গীয় করুণা গ্রহণ করেছে, সুতরাং তারাও তিরস্কার না করে অন্যদের প্রতি দয়ার হাত বাড়িয়ে দেয়। পরিবর্তে তারাও ঈশ্বরের এবং লোকদের কাছ থেকে দয়া পায়। আমাদের যে বিষয়টি জগতের নিয়ম থেকে পৃথক করে সেটি হচ্ছে লোকদের বিচার না করে আমরা তাদের প্রকৃতরূপে তত্ত্বাবধান করতে সক্ষম। নির্দয় দাসের নীতি গল্পটির মধ্যে দিয়ে, যীশু সেই দাসের অস্বাভাবিক আচরণের বিষয়টি দৃষ্টিগোচর করেছেন যার মহাঋণ তার প্রভু ক্ষমা করেছিলেন, যখন সে নিতান্ত তুচ্ছ ঋণের জন্য এক জন সহদাসের গলা টিপে দিয়েছিল। এই গল্পটি আমাদের সব সময় নিজেদের পরিক্ষা করার বিষয়ে সচেতন করে যখনই আমাদের অন্য কোনও লোক বা স্ত্রীলোকের প্রতি দয়া দেখানোর সুযোগ আসে। দয়া দেখানোর জন্য আমাদের কোনও মূল্য দিতে হয় না কিন্তু এটি গ্রহীতার কাছে একটি পৃথক জগৎ তৈরী করে।
আপনি কি এমন কারও কথা চিন্তা করতে পারেন যাকে আপনি দয়া করতে অস্বীকার করেছেন অথবা আপনি কারও অতীত অথবা বর্তমান পরিস্থিতির বিষয় কিছু না জেনেই কারও তত্ত্বাবধান করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা গ্রহণ করেছিলেন?
ধর্মগ্রন্থ
About this Plan

খ্রীষ্টিয় যাত্রা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার যাত্রা।জীবনের যে কোনও সময় আমরা আমাদের চারিদিকে যারা বাস করছেন তাদের উপর একটি চিহ্ন রাখতে সক্ষম হবো যাতে তারা যীশুর বিষয় অভিজ্ঞতা লাভ করতে পারে অথবা আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা দেখে তারা অন্ততঃ কৌতুহলী হয়। আমাদের প্রার্থনা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি উপযুক্ত সময়ে আপনি যেন ঈশ্বরের সৌরভ এবং রং আনেন।
More
আমরা এই পরিকল্পনাটি প্রদানের জন্য আমরা আর জিয়নকে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: http://www.wearezion.in
সম্পর্কিত পরিকল্পনাসমূহ

Prayer: From Natural to Supernatural

Essentials for the New Year

The Holy Spirit

A Thrill of Hope

Kingdom Marriages: A 5-Day Plan to Build a Christ-Centered Relationship

The God of Times and Seasons

And He Shall Be Called: Advent Devotionals, Week 4

Waiting for (Christ)mas

In Every Season: Trusting God in Life’s Transitions
