লবণাক্ত এবং উজ্জ্বল – স্বর্গসুখ সম্পর্কে একটি অধ্যয়ননমুনা


লবণাক্ত এবং উজ্জ্বল
লোকদের জগতের লবণ এবং দীপ্তি হওয়ার বিষয় যীশুর এই স্পষ্ট বিবৃতিটির আগে কেন এই স্বর্গসুখের বিষয়গুলির অবতারণা করা হয়েছে? তিনি আমাদের কাছে ঠিক কি চান?
এই সনির্বন্ধ অনুরোধের মাধ্যমে যীশু তাঁর স্বর্গসুখের শিক্ষাটি সমাপ্ত করার কারণ হচ্ছে আমাদের খ্রীষ্টিয় জীবন বিচ্ছিন্ন হয়ে চলার জীবন নয়, এছাড়াও এর প্রতিজ্ঞাত আশীর্ব্বাদযুক্ত জীবনের বিষয়গুলি আমাদের নিজেদের জন্যেও নয়। আমাদের আশীর্ব্বাদ করা হয়েছে যাতে আমরা অন্যদের আশীর্ব্বাদ করি। লবণ এবং দীপ্তি হওয়ার দ্বারা আমরা এটি করতে পারি। আমাদের অস্তিত্বের ক্ষেত্রে লবণ এবং দীপ্তি উভয়ই অপরিহার্য বিষয়, কিন্তু একমাত্র পার্থক্যটি হচ্ছে একটি অদৃশ্য এবং অন্যটি ভীষণভাবে দৃশ্যমান। আপনি এখন যে অভিজ্ঞতা বা পরিপক্ব অবস্থার মধ্যে আছেন তার উপর নির্ভর করে আপনি হয় লবণ বা দীপ্তি। নতুন মায়েদের বিনিদ্র রাত্রিগুলি এবং লন্ড্রির অবিরাম কাজের মধ্যে ঈশ্বরের সেবা করার বিষয়ে দৃশ্যমানতা অথবা মঞ্চ নাও থাকতে পারে। তারা তাদের স্বামী এবং সন্তানদের জীবনকে তাদের স্থির সেবা এবং নির্ভরশীলতাসহ স্পর্শ করার মধ্যে দিয়ে তাদের ঘরগুলিতে অস্পষ্টতার মধ্যে সেবা করে। এটি যদি লবণাক্ত হওয়ার বিষয় না হয়, তাহলে আমি জানি না লবণাক্ত বিষয়টি কি। প্রচারের আলোয় থাকা চীফ্ একজিকিউটিভ অফিসারের অথবা ব্যবসা বাণিজ্যের উদ্যোক্তাদের প্রস্তুত মঞ্চ থাকতে পারে এবং যারা তাদের দিকে তাকিয়ে থাকে অথবা তাদের সঙ্গে কাজ করে তাদের কাছে তাদের দীপ্তির বাতিঘর হওয়ার দৃষ্টিগোচরতা থাকতে পারে। এটাই হচ্ছে সেই দীপ্তি যা সেখানে থাকে। এই উদাহরণগুলির কোনও শেষ নেই, কিন্তু আপনি ধারণাটি বুঝতে পেরেছেন। আপনি লবণ এবং দীপ্তি উভয়ই। আপনার ফেসবুকে হাজার হাজার অনুগামী না থাকতে পারে কিন্তু অল্পসংখ্যক যে কয়জন আপনাকে অনুসরণ করে, তাদের কাছে আপনি ঈশ্বর কতৃক পরিকল্পিত উপায়ে একজন প্রভাব বিস্তারকারী। আপনি সুবক্তা না হতে পারেন, কিন্তু আপনি দয়ালু হতে পারেন এবং আপনার দয়া হাজারটি কথা বলতে পারে। আপনি কি বিস্তর জনতার মধ্যে নিজেকে অদৃশ্য অনুভব করছেন? তাহলে আপনি কেন আপনার সহ-অদৃশ্য লোকদের সঙ্গে কথা বলছেন না এবং তাদেরকে আপনার ভালবাসা বুঝতে দিচ্ছেন না এবং তাদেরকে বুঝতে দিচ্ছেন না যে আপনি তাদের লক্ষ রাখেন? আপনি কি আপনার সামাজিক বলয়ের মধ্যে জনপ্রিয়? তাহলে আপনি কেন আপনার জনপ্রিয়তাকে আরও বৃহত্তর ভালোর জন্যে ব্যবহার করছেন না?
আগ্রহপূর্ণভাবে, জীবন যেহেতু অনির্ভরযোগ্য, আমাদের সময় পরিবর্তনশীল, এবং আমাদের মঞ্চগুলি যখন ক্রমাগত পরিবর্তিত হতে পারে অথবা আমাদের দৃশ্যমানতা আমাদের প্রভাবকে বিবর্ণ করে দিতে পারে তখন খ্রীষ্টের অনুগামীদের প্রভাব কখনও শেষ হয়ে যায় না। আমরা যে জগতে আছি সেই জগতে আমরা অপরিহার্য। ঠিক যেমন লবণ ছাড়া খাবার বিস্বাদ হয় এবং আলো ছাড়া একটি ঘর অন্ধকার হয়ে যায়, আমরাও প্রভাব বিস্তার করার জন্য সৃষ্ট হয়েছিলাম! আপনি অপরিহার্য!
গত ১০ দিন যাবৎ যা কিছু পড়েছেন তার উপর নির্ভর করে আপনি যখন জীবন যাপন করছেন তখন ঈশ্বরকে বলুন তিনি যেন আপনাকে আপনার উদ্দেশ্য দেখিয়ে দেন। তাঁকে জিজ্ঞাসা করুন কেন তিনি আপনাকে সৃষ্টি করেছিলেন এবং আপনি কীভাবে অন্যদের আশীর্ব্বাদ করতে পারেন যা এক দীর্ঘস্থায়ী ছাপ রেখে যেতে পারে?
ধর্মগ্রন্থ
About this Plan

খ্রীষ্টিয় যাত্রা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার যাত্রা।জীবনের যে কোনও সময় আমরা আমাদের চারিদিকে যারা বাস করছেন তাদের উপর একটি চিহ্ন রাখতে সক্ষম হবো যাতে তারা যীশুর বিষয় অভিজ্ঞতা লাভ করতে পারে অথবা আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা দেখে তারা অন্ততঃ কৌতুহলী হয়। আমাদের প্রার্থনা হচ্ছে যে জীবনের প্রত্যেকটি উপযুক্ত সময়ে আপনি যেন ঈশ্বরের সৌরভ এবং রং আনেন।
More
আমরা এই পরিকল্পনাটি প্রদানের জন্য আমরা আর জিয়নকে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: http://www.wearezion.in
সম্পর্কিত পরিকল্পনাসমূহ

Prayer: From Natural to Supernatural

Essentials for the New Year

The Holy Spirit

A Thrill of Hope

Kingdom Marriages: A 5-Day Plan to Build a Christ-Centered Relationship

The God of Times and Seasons

And He Shall Be Called: Advent Devotionals, Week 4

Waiting for (Christ)mas

In Every Season: Trusting God in Life’s Transitions
