ইউভার্শন লোগো
সার্চ আইকন

Plan Info

আপনার প্রতিদিনের জীবনের জন্য প্রতিজ্ঞানমুনা

আপনার প্রতিদিনের জীবনের জন্য প্রতিজ্ঞা

DAY 8 OF 14

আমরা কী করি?


আর আইস, আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই; কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। - গালাতীয় ৬:৯


আমরা যে পৃথিবীতে বাস করি, তাতে আমাদের সব রকম সমস্যা, নৈরাশা এবং অসুবিধা থাকবে। এটিই জীবন। সুতরাং এই কথা জেনে, আমরা কী করি?


আমাদের দৃঢ় এবং অধ্যবসায়ী হতে হবে। অন্য কথায়, উত্তরটি হল কখনও হাল ছাড়বেন না! আমাদের জীবনে যা কিছু হোক না কেন, হাল ছেড়ে দিতে অস্বীকার করলে জয় আসে। 

স্মরণে রাখবেন যে আমাদের সংগ্রামের তপ্ততায়, পবিত্র আত্মা হয়ত আমাদের মধ্যে তাঁর শ্রেষ্ঠ কাজ করছেন। তিনি পরিস্থিতি দ্বারা পরিচালিত হন না। আপনি এবং আমি যদি সত্যিই তাঁকে বিশ্বাস করি, আমরা কোনটিই হব না! তিনি আমাদের জীবনে কেবল ভালো সময়েই থাকেন না, কিন্তু কঠিন সময়েও থাকেন।

তিনি আমাদের যে কোন পরিস্থিতির মধ্যে থেকে পরিচালিত করবেন যদি আমরা সেই সময় তাঁকে ধরে রাখি এবং অনুসরণ করি। এর অর্থ হল প্রার্থনায় অধ্যবসায়শীল, সংকল্পে নিরলস, বিশ্বাসে অটল এবং ঈশ্বরের বাক্যের ও আমাদের জন্য তাঁর প্রতিজ্ঞার উপর সুস্থির থাকতে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।    

অনেক সময় আমরা পথভ্রষ্ট হই যখন সব কিছু ধীর গতিতে চলে। আসলে, শত্রু এটিই ইঙ্গিত করে! কিন্তু স্মরণে রাখবেন, সেই সময় হয়ত ঈশ্বর তাঁর শ্রেষ্ঠ কিছু কাজ করছেন। লক্ষ্য করুন, এটি কেবল আপনার এবং আমার বিষয় নয়। আমাদের মধ্যে ঈশ্বরের কাজ হল তিনি আমাদের মধ্যে দিয়ে যে কাজ করতে চান তার প্রস্তুতি!

আমি জানি কখনও কখনও জীবন কঠিন হতে পারে। কিন্তু আমি এও জানি আমরা যখন স্থির থাকব ঈশ্বর আমাদের সাহায্য করবেন। আসুন আমরা গালাতীয় ৬:৯ পদে স্থির থাকিঃ আর আইস, আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই; কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে আশীর্বাদের শস্য পাইব।  

সেই কারণে আমি আবার সেই প্রশ্ন করছিঃ আমরা কী করি? আমার উত্তর হল, কখনও হাল ছেড়ে দেবেন না! আপনার কী উত্তর? 

প্রাথমিক প্রার্থনা 

ঈশ্বর, আমি বিশ্বাস করি যে তুমি আমার জীবনে কাজ করছ, এমনকি কঠিন সময়েও। আমি আজ মনোনয়ন করছি যে আমি স্থির থাকব এবং তোমার প্রতি বাধ্যতা কখনও ত্যাগ করব না।

Scripture

দিন 7দিন 9

About this Plan

আপনার প্রতিদিনের জীবনের জন্য প্রতিজ্ঞা

জয়েস মায়ার-এর ব্যবহারিক বাইবেল শিক্ষা দিয়ে আপনার দিন শুরু করুন। এই দৈনিক ভক্তিমূলক পাঠ আপনাকে আশা দেবে, আপনার মনকে সতেজ করতে সহায়তা করবে এবং আবিষ্কার করবে যে আপনি প্রতিদিন উদ্দেশ্য ও আবেগ নিয়ে বেঁচে থাকতে পারেন!

আমরা এই পরিকল্পনাটি প্রদানের জন্য জয়েস মায়ার মন্ত্রককে ধন্যবাদ জানাতে চাই। আরও তথ্যের জন্য, দয়া করে দেখুন: https://tv.joycemeyer.org/bengali/

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy