আপনার প্রতিদিনের জীবনের জন্য প্রতিজ্ঞানমুনা

আপনার প্রতিদিনের জীবনে তাঁর উপস্থিতি কেমন করে অনুভব করবেন
যীশু উত্তর করিয়া তাঁহাকে বলিলেন, "কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে; আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব।" - যোহন ১৪:২৩
জীবন ব্যস্ত এবং অন্যমনস্কতায় পূর্ণ। খুব সহজেই আমরা তত্ত্বাবধানে, অন্যদের আদেশ পালনে এবং উদ্বেগে এমনভাবে জড়িত হয়ে পড়ি যে যেটি বেশি প্রয়োজনীয় তা আমাদের দৃষ্টির বাইরে চলে যায়।
লূক দ্বিতীয় অধ্যায়ের শেষে একটি আকর্ষক ছোট গল্প আছে যখন যীশুর বারো বছর বয়সে তাঁকে মরিয়ম ও যোষেফ নিস্তারপর্বের সময় জেরুশালেমে নিয়ে গিয়েছিলেন। পর্বের শেষে, তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দিলেন, এই মনে করে যে যীশু তাঁদের সঙ্গে আছেন।
আমি আশ্চর্য হয়ে যাই যে কতবার আমরা মনে করেছি যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন যখন আমরা আমাদের নিজেদের কার্যক্রম দ্বারা বিপথে চলে গিয়েছি?
এখন এখানে একটি আকর্ষক অংশ আছে। মরিয়ম ও যোষেফ একদিনের পথ চলে যাওয়ার পর অবিষ্কার করলেন যে যীশু তাঁদের সঙ্গে নেই এবং তারপরে তাঁকে খুঁজে পেতে তাঁদের তিন দিন সময় লেগেছিল। তিন দিন! বার্তাটি হল এই যে ঈশ্বরের বিশেষ উপস্থিতি ফিরে পাওয়ার তুলনায় সেটি হারানো খুব সহজ।
ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য আমাদের যত্নবান হওয়া প্রয়োজন। আমরা যখন এইরূপ করি, আমরা ঈশ্বরকে অনুভব করতে দিই যে তিনি আমাদের অন্তরে বাস করেন।
তাঁর বাক্যের বাধ্যতায় এটি সহজেই শুরু করা যায়। যা ব্যবহার ঈশ্বরকে অসন্তুষ্ট করে তার থেকে ফেরার অঙ্গীকার হল আত্মিক পরিপক্কতার প্রথম চিহ্ন। এটি দেখায় তিনি যা চিন্তা করেন তার প্রতি আপনি যত্নবান।
এর অর্থ হল আপনি অন্যদের প্রতি উদার হওয়া মনোনয়ন করেছেন, আপনি ক্ষমা করতে শিখেছেন, আপনার অপরাধ ত্যাগ করেছেন এবং শান্তিতে বাস করছেন। আমরা যখন আমাদের কথা অনুসারে ইচ্ছাকৃতভাবে মনোনয়ন করি যে ঈশ্বরকে ধন্যবাদ দেব এবং অন্যদের তুলে ধরব, আমরা অনুভব করি যে সারাদিন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আছে।
প্রাথমিক প্রার্থনা
পিতা, আমার অন্তরে তোমার বাসস্থান করার জন্য ধন্যবাদ। প্রভু, তোমার উপস্থিতি আজ আমার প্রয়োজন। আমার চিন্তা, আমার কথা এবং আমার চারিদিকে যারা আছে তাদের আশীর্বাদ করার দ্বারা তোমাকে সম্মান করতে আমাকে সাহায্য করো।
ধর্মগ্রন্থ
About this Plan

জয়েস মায়ার-এর ব্যবহারিক বাইবেল শিক্ষা দিয়ে আপনার দিন শুরু করুন। এই দৈনিক ভক্তিমূলক পাঠ আপনাকে আশা দেবে, আপনার মনকে সতেজ করতে সহায়তা করবে এবং আবিষ্কার করবে যে আপনি প্রতিদিন উদ্দেশ্য ও আবেগ নিয়ে বেঁচে থাকতে পারেন!
More
আমরা এই পরিকল্পনাটি প্রদানের জন্য জয়েস মায়ার মন্ত্রককে ধন্যবাদ জানাতে চাই। আরও তথ্যের জন্য, দয়া করে দেখুন: https://tv.joycemeyer.org/bengali/
সম্পর্কিত পরিকল্পনাসমূহ

Watch With Me Series 6

Living by Faith: A Study Into Romans

Holy, Not Superhuman

Engaging in God’s Heart for the Nations: 30-Day Devotional

Tisha B'Av: A Time to Weep

Lead Boldly: Leading From Wholeness, Not Wounds

Serve: To Wield Power With Integrity

Expansive: A 5-Day Plan to Break Free From Scarcity and Embrace God’s Abundance

Losing to Win, Serving to Lead, Dying to Live
