অশ্লীল প্রলোভন থেকে রক্ষা পাওয়ার উপায়।নমুনা

অশ্লীল ছবিবর প্রতি প্রলোভন দূর করার জন্য ঝাঁটা মারার পদ্ধতি
তামিল ভাষায় আমরা অনেক সময় বলে থাকি, “আমি তোমায় ঝাঁটা মেরে দূর করবো।” এরকম অনেক সময় এসেছে ইস্রায়েলের ইতিহাসে যখন ঈশ্বর তাঁর সন্তানদের শক্তগ্রীব আচরণে রেগে গিয়ে এই কথা বলেছেন। গীতসংহিতা ৭৮ –এ আমরা এই রকম একটি ঘটনায় দেখতে পাই : “যখন তাহারা ভোজন করিয়া পরিতৃপ্ত হইল, তিনি তাহাদের অভীষ্ট বস্তু তাহাদিগকে দিলেন; তাহারা আপনাদের অভীষ্ট দ্রব্য ছাড়ে নাই, তাহাদের খাদ্য তাহাদের মুখেই ছিল, তখন তাহাদের বিরুদ্ধে ঈশ্বরের কোপ উঠিল, তাহা তাহাদের হৃষ্ট পুষ্টকে সংহার করিল, ইস্রায়েলের যুবকগণকে পাড়িয়া ফেলিল।” (গীতসংহিতা ৭৮:২৯-৩২)। এখানে লক্ষ্য করার বিষয় হল, যে খাদ্য ঈশ্বর তাদের দিতে চান নি তা ইস্রায়েলের যুবকগণের মুখেই ছিল! আর তখন ঈশ্বরের ধৈর্য্যচ্যুতি ঘটল। তিনি তাদের অনেক সুযোগ দিয়েছিলেন কিন্তু এইবার তাঁর ধৈর্যের বাঁধ ভাঙ্গল এবং তিনি বিচার করার সিদ্ধান্ত নিলেন। তিনি মনস্থ করলেন যে তাদের ঝেঁটিয়ে দূর করবেন। তিনি সেই সমস্ত যুবকদের আঘাত করলেন যারা তাদের দেহকে অভিলাষের কাছে সমর্পন করেছিল কিন্তু যিনি তাদের দেহ নির্ম্মান করেছেন সেই ঈশ্বরের কথা স্মরণ করে নি। তারা সেই সময়ই মারা পড়ল যখন তাদের যে খাদ্য তাদের খাওয়া উচিত ছিল না, তা তাদের মুখেই ছিল। আমরা যখন নিজেদের এই ধরণের অশ্লীল ছবি দেখার জন্য বেচে দিই তখন ঈশ্বর আমাদের সাথেও সেই একই ধরণের ব্যবহার করতে পারেন। কিন্তু তিনি যদি তা না করেন তার অর্থ এই নয় যে সেই কাজ করা ঠিক কিন্তু তার অর্থ হল যে তিনি অনুতাপ করার জন্য সময় দিচ্ছেন (২ পিতর ৩:৯)। কিন্তু আমরা যদি অনুতপ্ত না হয়ে এই কাজ চালিয়ে যাই তবে তিনি আমাদের যেকোন সময় আঘাত করতে পারেন। তিনি মধ্য রাত্রিতে পৃথিবীতে ফিরে আসার জন্য সিদ্ধান্ত নিতে পারেন যখন আমরা অশ্লীল ছবি নেটে ঘেঁটে বেড়াচ্ছি। এই জ্ঞান যে প্রভু চোরের মত যে কোন সময়ে পৃথিবীতে ফিরে আসতে পারেন তা আমাদের পবিত্র জীবন যাপন করতে উৎসাহিত করে। সাধু পিতর তার ২য় পত্রে ৩:১০-১১ পদে সেই কথা বলেছেন। যে সমস্ত ভ্রান্ত শিক্ষক ঈশ্বরের মহা অনুগ্রহের কথা বেশী বলেন তারা পবিত্র জীবন যাপন করার জন্য এই ধরণের শিক্ষামালা এড়িয়ে যান। নতূন নিয়মে বিশ্বাসীদের কাছে সতর্ক বাণী রয়েছে যে আমরা যেন পতিত না হই (১ করিন্থীয় ১০:১২)। এই বিষয়টি পুরাতন নিয়মের সেই সব ঘটনা স্মরণ করে বলা হয়েছে যেখানে আমরা দেখতে পাই যারা ব্যাভীচারে রত ছিল তাদের উপর হঠাৎ করেই অকস্মাৎ মৃত্যু নেমে এসেছে বা ঈশ্বরকে পরীক্ষা করার কারণে তারা সাপের দংশনে মারা পড়েছে, যেগুলি সাধু পৌল সংক্ষিপ্তাকারে ১ করিন্থীয় ১০:৭-১০ পদে উল্লেখ করেছেন।
About this Plan

এই বিষয়টি পাঠকদের বাইবেল হতে ব্যবহারীক দিয়ে কিভাবে অশ্লীল ছবি দেখা হতে রক্ষা করবে সে বিষয়ে সাহায্য করবে।
More
আমরা এই পরিকল্পনা প্রদানের জন্য ড্যুক জেয়ারজকে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://www.facebook.com/dukebook
সম্পর্কিত পরিকল্পনাসমূহ

When God Doesn't Make Sense

Lies & Truth Canvas

The Judas in Your Life: 5 Days on Betrayal

Making the Most of Your Marriage; a 7-Day Healing Journey

Blessed Are the Spiraling: 7-Days to Finding True Significance When Life Sends You Spiraling

When God Says “Wait”

War Against Babylon

From PlayGrounds to Psychwards

And He Shall Be Called: Advent Devotionals, Week 5
