অশ্লীল প্রলোভন থেকে রক্ষা পাওয়ার উপায়।নমুনা

অশ্লীল প্রলোভন থেকে রক্ষা পাওয়ার উপায়।

DAY 1 OF 3

অশ্লীল বিষয়ে প্রলোভিত হবার প্রবৃত্তিকে কিভাবে জয় করা যায়  

২০১৬ সালের মার্চ মাস হতে প্লেবয় পত্রিকাটি আর নারীদের নগ্ন ছবি প্রকাশ করবে না। আমি এই সংবাদটি ভারতীয় একটি সংবাদপত্র হতে যোগাড় করেছিলাম নাম ডিকান ক্রোনিকাল (অক্টোবর মাস ১৩ তারিখ, ২০১৫)। সেই কোম্পানির প্রধান কর্মনির্বাহী পরিচালক, স্কট ফ্ল্যান্ডারর্স এই সিদ্ধান্ত নেবার পিছনে তার কারণটি ব্যাখ্যা করেছিলেন: “যুদ্ধ করে জয় সম্ভব হয়েছে। এবার আপনারা বিণামূল্যে নানা রকম যৌণ জনিত ছবি দেখতে পাবেন কেবল মাত্র একটি ক্লিক করলে!” এই উক্তির মাধ্যমে প্রকাশ পায় যে নেটের মাধ্যমে যৌণ অশ্লীল বিষয়গুলির প্রতি প্রলোভন কত শক্তিশালী। কেবলমাত্র একটি বোতাম টিপলেই তা এসে যাবে। উইলিয়াম এম. স্ট্রাদারস তাঁর লেখা বই ‘ওয়ার্ড ফর ইন্টিমেসি’ –তে লিখেছেন: কিভাবে অশ্লীল ছবি পুরুষদের মস্তিস্ককে দখল করে নেয়, তিনি সেখানে বিষেশ ভাবে নেটের মাধ্যমে যে অশ্লীল নগ্ন ছবি দেখা যায় তা যে কত মারাত্মক এবং সেই প্রলোভন জয় করাটা যে কত শক্ত সেই বিষয়টি তুলে ধরেছেন, কারণ তা সহজলভ্য এবং গোপনে সাধন সম্ভব। 

আমি যখন ঈশ্বরের উপস্থিতিতে বাইবেল খুলে বসলাম, তখন আমি তাকে এই ধরণের প্রলোভনকে কিভাবে জয় করা যায় তার জন্য সমাধান চাইলাম আর ঈশ্বর আমাকে তিনটি বাক্য দিলেন এর প্রথম শব্দটি হল বর। আর আজ আমি এই আরাধনায় আপনাদের সাথে এই প্রথম শব্দটি নিয়ে আলোচনা করতে চাই। 

অশ্লীল ছবির প্রলোভন হতে মুক্ত থাকার জন্য এটি হল প্রথম ধাপ: আর তা হল প্রভু যীশুর প্রেমে মগ্ন থাকুন, যে বর আপনার জন্য ক্রুশে নিজ রক্ত ঝরিয়ে মৃত্যু বরণ করেছেন। মথি লিখিত সুসমাচারে ২৫:১-১৩ পদে যীশুকে বর হিসাবে উপস্থাপন করা হয়েছে। আমরা যীশুর বধু বলে আমাদের অবশ্যই আরও বেশি তাঁকে প্রেম করতে হবে। প্রভু যীশুর জন্য আমাদের যে প্রথম প্রেম তা কখনোই হ্রাস যেন না হয় (প্রকাশিত বাক্য ২:৪)। আমাদের অবশ্যই তাঁর অপূর্ব মুখের প্রতি দৃষ্টিপাত করে মুগ্ধ হওয়া উচিত। আর আমরা যখন তা করি তখন জগতের নানা বিষয় – তা অশ্লীল চিত্র হোক না কেন সে সবের প্রতি আমাদের আকর্ষণ মারাত্মক রূপে কমে যাবে! আমরা যদি যীশুকে বর হিসাবে ভালবাসি বলে দাবী করি তবে আমরা স্বাভাবিক ভাবেই তাঁর আজ্ঞাগুলি পালন করব। বাইবেল বারংবার আমাদের এ বিষয়ে শিক্ষা দেয় (যোহন ১৪:১৫,২৩)।  আমরা যত বেশি যীশুকে প্রেম করব, ক্রমশঃ ততই এইসব অশ্লীল বিষয়গুলি আমাদের প্রলোভনে ফেলতে পারবে না। কিন্তু আমরা যদি ইচ্ছাকৃত ভাবে যীশুর বিরুদ্ধে পাপ করি- অর্থাৎ তার মধ্যে ইচ্ছাকৃত ভাবে অশ্লীল চিত্র দেখাটাও পড়ে – তবে তা অনেকটি তাঁর রক্ত পায়ে দলানোর মত হবে, অনেকটা তাঁর প্রেমকে লাথি মারার মত হবে (ইব্রীয় ১০:২৬-২৯ পদে দেখুন)। বর হিসাবে যীশুর প্রতি প্রেম আমাদের অশ্লীল বিষয়ে  আসক্ত হওয়া হতে মুক্ত করবে। 

About this Plan

অশ্লীল প্রলোভন থেকে রক্ষা পাওয়ার উপায়।

এই বিষয়টি পাঠকদের বাইবেল হতে ব্যবহারীক দিয়ে কিভাবে অশ্লীল ছবি দেখা হতে রক্ষা করবে সে বিষয়ে সাহায্য করবে। 

More

আমরা এই পরিকল্পনা প্রদানের জন্য ড্যুক জেয়ারজকে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://www.facebook.com/dukebook