প্রতিজ্ঞাত ব্যক্তিনমুনা

জগতের আলো
কোনো না কোনো ভাবে আমরা সকলে অন্ধকারের অভিজ্ঞতা লাভ করেছি, তা দৈহিক , ভাবাবেকজনিত , মানসিক , অথবা আত্মিক যাই হউক না কেন। আমাদের যখন সাহায্য বা আশার প্রয়োজন হয় , তখন অন্য কোন এক জায়গায় আলো জলে জানা যথেষ্ট নয়। আলোতে অস্তিত্ত আছে এই জ্ঞানের আমাদের প্রয়োজন নাই; আমাদের সাথে আলো থাকা আমাদের প্রয়োজন! নৈকট্য এবং আলো আমাদের বেক্তিগত পরিস্থতিতে আমাদের আশা দেয়।
আমাদের চুখের সাথে টমটম এ আলো কাজ করে। আলোর উপস্থিতির সাথে দেখা সংযোক্ত। লূক ২ অধ্যায়ে স্বর্গদূতেরা রাখালদের কাছে আবির্ভুত হল, তাহারা স্বার্গিয় গৌরবে উজ্জ্বল ছিল (পদ ৯) । স্বর্গাদুতেরা যা ঘোষণা করেছিল রাখালরা গিয়ে তা দেখল (১৫পদ) এবং তাহারা তদ্রূপ যিশুকে দেখিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তবগান করিল (২০পদ)
আট দিন পর উৎসর্গ করতে যীশুকে মন্দিরে আনা হয়েছিল। শিমিয়ন সেখানে ঈশ্বরের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়ে অপেক্ষা করছিলেন। যেইমাত্র তিনি বুঝতে পেরেছিলেন যীশু মশিহ এসেছেন , তখনই তিনি ভাববানিমূলক গানটি বের করেছিলেন: কেননা আমার নয়নযুগল তোমার
পরিত্রাণ দেখিতে পাইল, যাহা তুমি সকল জাতির সম্মুখে প্রস্তুত করিয়াছ,পরজাতিগণের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি, ও তোমার প্রজা ইস্রায়েলের গৌরব। (লূক ২:৩০-৩২)
যীশুর আলো ঈশ্বরের পরিত্রান যা মজুদ করাছিল তা দেখতে শিময়নের চোঁখ খুলে দিয়েছিল। তা কেবলমাত্র একটা শহর বা একটা জাতির জন্য ছিল না, তা ছিল সমগ্র জগতের জন্য!
যীশু একজন শিশুর আকারে স্বর্গ থেকে পৃথিবীর অন্ধকারের মধ্যে পদক্ষেপ করেছিলেন। বাইবেল এইটাকে বলে অবতার। আমাদের জন্য তাঁর ভালোবাসার কারনে, তিনি মানুষ হয়েছিলেন। তাঁর আলো পরিত্রানের পথ প্রকাশ করেছিল, যে পথটি হল আমাদের স্বর্গীয় পিতার কাছে ফিরে যাওয়া। অপূর্ব ভালোবাসার কি এক অভূতপূর্ব পরিকল্পনা!
যীশুর মাধ্যমে ঈশ্বর আমদের কাছে এসেছেন - তিনি কাছে আছেন। যদিও আপনি তা অনুভব করবেন না, তথাপি এখন তাঁর উপস্হিতি আপনার কাছে আছে। এই সত্যটি কিভাবে আপনার মধ্যে প্রতিক্রিয়া করে ?
আজকের দিনের জন্য প্রার্থনা :
প্রভু তোমার পুত্রের আলোর জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার পরিত্রান দেখতে এবং আমার জন্য তোমার অপরিমেয় ভালবাসা জানতে তুমি আমার চোখ খুলে দাও। আমার শহর এবং দেশ ছাড়িয়ে সমগ্র জগতে তোমার আশার বার্তা বলতে দাও। আমেন।
ধর্মগ্রন্থ
About this Plan

জগতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন যিশু, জগতের জ্যোতি আমাদের মধ্যে বাস করতে মাংসে মূর্তিমান হয়েছিলেন, স্বর্গদূতরা তাঁর আগমন ঘোষণা করেছিল, কবিতা লেখা হয়েছিল মেসপালকরা দৌড়ে গিয়েছিল এবং মরিয়ম গান গেয়েছিলেন ! আসুন আমাদের সাথে পাঁচ দিনের যাত্রা করতে যখন আমরা তাঁর জ্যোতি পরীক্ষা করি, কিভাবে তা তাঁর চারিদিকে যারা ছিল তাদের প্রেরণা দিয়েছিল এবং কিভাবে তা আজ আমাদের প্রভাবিত করে।
More
আমরা এই পরিকল্পনা প্রদান করার জন্য Lumo এবং OneHope ধন্যবাদ চাই। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: https://www.lumoproject.com/
সম্পর্কিত পরিকল্পনাসমূহ

The Origin of Our Story

Every Thought Captive

3 - LORD'S PRAYER - the Lord´s Requirements

Philippians - Life in Jesus

UNPACK This...Being a Good Teammate in Life

Forever Welcomed: A Five-Day Journey Into God’s Heart for All

Seasons of Hardship: Live the Jesus Way

Don’t Know What You’re Doing After Graduation? Good.

As He Purposeth in His Heart by Vance K. Jackson
