প্রতিজ্ঞাত ব্যক্তিনমুনা

প্রতিজ্ঞাত ব্যক্তি

DAY 2 OF 5

প্রতিজ্ঞা রক্ষাকারী প্রশংসা

আপনি কি কখনো এমন অভিজ্ঞতা লাভ করেছেন যে কোন একজন আপনার কাছে এক প্রতিজ্ঞা করেছিল এবং পরে তার কথা রাখেনি? একটা প্রতিজ্ঞা কেবলমাত্র তখনই একমনের চরিত্রের মত ভাল যে প্রতিজ্ঞা করেছে ।

ঠিক ঈশ্বর যেমন সখরিয়ের সাথে করেছিলেন, তেমন তিনি এক আশ্চর্যকারী শিশুর বিষয়ে প্রতিজ্ঞা ঘোষণা করতে গাব্রিয়েলকে মরিয়মের কাছে পাঠিয়ে ছিলেন ।কিন্তু তা মরিয়মের প্রার্থনার উত্তর ছিল না ; তা ছিল ঈশ্বরের নিজের কথার পূর্ণতা।

অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন; দেখ, এক কন্যা (বা) এক কুমারী। গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাঁহার নাম ইম্মানূয়েল [আমাদের সহিত ঈশ্বর] রাখিবে।

যিশাইয় ৭:১৪   

যীশুর জন্ম ছিল শতাব্দী ধরে প্রতিজ্ঞাগুলি এবং ভবিষ্যৎবাণীগুলির চরম, আদিপুস্তকে যা বলা হয়েছিল তা এখন মরিয়মের বাস্তবতা। প্রভু  তাঁর প্রতিজ্ঞাগুলি পূর্ন করেছিলেন , কারণ তিনি বিশ্বস্ত এবং সত্য। তাঁর আশ্চর্য শিশু সেই ঈশ্বরের পুত্র !

মরিয়ম বিশ্বাস এবং প্রশংসার সাথে ঈশ্বরের ভালোবাসায় সারা দিয়ে ছিলেন । গাব্রিয়েলর প্রতি তার উত্তর তখন মরিয়ম কহিলেন, দেখুন, আমি প্রভুর দাসী; আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাঁহার নিকট হইতে প্রস্থান করিলেন। (লূক ১:৩৮) এবং কবিতার গানে প্রশংসায় বিশ্বাসে তিনি লিখেছেন যখন তিনি ইলিশবেতের সাথে আনন্দ করেছিলেন। 

তাঁর গানে ঈশ্বরের বৌশিষ্ট লক্ষ্য করতে এক মুহূর্ত সময় নিন । তিনি করুণাময় (পদ ৫০,৫৪ )এবং শক্তিশালী (পদ ৫১) । প্রভু নীচদিগকে উন্নত করিয়াছেন (পদ ৫২) । তিনি ক্ষুধার্ত্তদিগকে উত্তম উত্তম দ্রব্যে পূর্ণ করিয়াছেন (পদ ৫৩ )আব্রাহাম এবং তাঁর বংশধরদের প্রতি তাঁর প্রতিজ্ঞাগুলি ঈশ্বর স্মরণ করেছিলেন এবং মরিয়মের মাধ্যমে , পরিত্রানের পথ , জগৎকে দেবার দ্বারা তাঁর কথা তিনি রেখেছিলেন । তিনি আমাদের কাছে ত্রাণকর্তা পাঠিয়েছিলেন, যিনি প্রভু যিশু খ্রীস্ট।

ঈশ্বরের বাক্যে এবং তাঁর প্রতিজ্ঞাগুলিতে আপনি কিভাবে সাড়া দেন? সেখানে কি সন্দেহ আছে, না কি আপনি বিশ্বাস এবং প্রশংসা করা বেঁছে নেন ?

আজকের জন্য প্রার্থনা : 

প্রভু , তুমার প্রতিজ্ঞাগুলির জন্য তুমাকে ধন্যবাদ দিই। তুমি যা বলেছ তার প্রীতিটি বাক্য পূর্ণ হবে কারণ তুমি বিশ্বস্ত । তুমার বৈশিষ্ঠ্য দেখতে আমাকে সাহায্য কর এবং তুমাকে বিশ্বাস করতে ও প্রশংসার সাথে সারা দিতে আজ আমাকে নির্ভরতা দাও। আমেন। 

ধর্মগ্রন্থ

About this Plan

প্রতিজ্ঞাত ব্যক্তি

জগতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন যিশু, জগতের জ্যোতি আমাদের মধ্যে বাস করতে মাংসে মূর্তিমান হয়েছিলেন, স্বর্গদূতরা তাঁর আগমন ঘোষণা করেছিল, কবিতা লেখা হয়েছিল মেসপালকরা দৌড়ে গিয়েছিল এবং মরিয়ম গান গেয়েছিলেন ! আসুন আমাদের সাথে পাঁচ দিনের যাত্রা করতে যখন আমরা তাঁর জ্যোতি পরীক্ষা করি, কিভাবে তা তাঁর চারিদিকে যারা ছিল তাদের প্রেরণা দিয়েছিল এবং কিভাবে তা আজ আমাদের প্রভাবিত করে। 

More

 

আমরা এই পরিকল্পনা প্রদান করার জন্য Lumo এবং OneHope ধন্যবাদ চাই। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: https://www.lumoproject.com/