আদিপুস্তক ৩৬

৩৬
1 এষৌর অর্থাৎ ইদোমের বংশ-বৃত্তান্ত এই। 2 এষৌ কনানীয়দের দুই কন্যাকে, অর্থাৎ হিত্তীয় এলোনের কন্যা আদাকে ও হিব্বীয় সিবিয়োনের পৌত্রী অনার কন্যা অহলীবামাকে, 3 তদ্ভিন্ন, নবায়োতের ভগিনীকে, অর্থাৎ ইশ্মায়েলের বাসমৎ নাম্নী কন্যাকে বিবাহ করিলেন। 4 আর এষৌর জন্য আদা ইলীফসকে ও বাসমৎ রূয়েলকে প্রসব করে। 5 এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহকে প্রসব করে; ইহারা এষৌর পুত্র, কনান দেশে জন্মে।
6 পরে এষৌ আপন স্ত্রী পুত্র কন্যাগণ ও গৃহস্থিত অন্য সকল প্রাণীকে, এবং আপন পশ্বাদি সমস্ত ধন ও কনান দেশে উপার্জিত সমস্ত সম্পত্তি লইয়া যাকোব ভ্রাতার সম্মুখ হইতে আর এক দেশে প্রস্থান করিলেন। 7 কেননা তাঁহাদের প্রচুর সম্পত্তি থাকাতে একত্র বাস সমেপাষ্য হইল না, এবং পশুধন প্রযুক্ত তাঁহাদের সেই প্রবাস-দেশে স্থান কুলাইল না। 8 এইরূপে এষৌ সেয়ীর পর্বতে বাস করিলেন; তিনিই ইদোম।
9 সেয়ীর পর্বতস্থ ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশ-বৃত্তান্ত এই। 10 এষৌর সন্তানদের নাম এই এই। এষৌর স্ত্রী আদার পুত্র ইলীফস ও এষৌর স্ত্রী বাসমতের পুত্র রূয়েল। 11 আর ইলীফসের পুত্র তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস। 12 আর এষৌর পুত্র ইলীফসের তিম্না নাম্নী এক উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য অমালেককে প্রসব করিল। ইহারা এষৌর স্ত্রী আদার সন্তান। 13 আর রূয়েলের পুত্র নহৎ, সেরহ, শম্ম ও মিসা; ইহারা এষৌর স্ত্রী বাসমতের সন্তান। 14 আর সিবিয়োনের পৌত্রী অনার কন্যা, যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, তাহার সন্তান যিয়ূশ, যালম ও কোরহ।
15 এষৌর সন্তানদের দলপতিগণ এই- এষৌর জ্যেষ্ঠ পুত্র যে ইলীফস, তাহার পুত্র দলপতি তৈমন, দলপতি ওমার, 16 দলপতি সফো, দলপতি কনস, দলপতি কোরহ, দলপতি গয়িতম ও দলপতি অমালেক; ইদোম দেশের ইলীফস বংশীয় এই দলপতিগণ আদার সন্তান। 17 এষৌর পুত্র রূয়েলের সন্তান দলপতি নহৎ, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রূয়েল বংশীয় এই দলপতিগণ এষৌর স্ত্রী বাসমতের সন্তান। 18 আর এষৌর স্ত্রী অহলীবামার সন্তান দলপতি যিয়ূশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার কন্যা যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, এই দলপতিরা তাহার সন্তান। 19 ইহারা এষৌর অর্থাৎ ইদোমের সন্তান ও ইহারা তাহাদের দলপতি।
20 তদ্দেশ-নিবাসী হোরীয় সেয়ীরের সন্তান লোটন, 21 শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন; সেয়ীরের এই পুত্রগণ ইদোম দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি ছিলেন। 22 লোটনের পুত্র হোরি ও হেমম, এবং তিম্না লোটনের ভগিনী ছিল। 23 আর শোবলের পুত্র অল্‌বন, মানহৎ, এবল, শফো ও ওনম। 24 আর সিবিয়োনের পুত্র অয়া ও অনা; এই অনা আপন পিতা সিবিয়োনের গর্দভ চরাইবার সময়ে প্রান্তরে উষ্ণ জলের উনুই আবিষ্কার করিয়াছিল। 25 অনার পুত্র দিশোন ও অনার কন্যা অহলীবামা। 26 আর দিশোনের পুত্র হিম্‌দন, 27 ইশ্‌বন, যিত্রণ ও করাণ। আর এৎসরের পুত্র বিল্‌হন, সাবন ও আকন। 28 আর দীশনের পুত্র ঊষ ও অরাণ। 29 হোরীয় বংশোদ্ভূত দলপতিগণ এই; দলপতি লোটন, দলপতি শোবল, দলপতি সিবিয়োন, 30 দলপতি অনা, দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। ইঁহারা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভূত দলপতি।
31 ইস্রায়েল-সন্তানদের উপরে কোন রাজা রাজত্ব করিবার পূর্বে ইঁহারা ইদোম দেশের রাজা ছিলেন। 32 বিয়োরের পুত্র বেলা ইদোম দেশে রাজত্ব করেন, তাঁহার রাজধানীর নাম দিন্‌হাবা। 33 আর বেলা মরিলে পর তাঁহার পদে বস্রা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন। 34 আর যোবব মরিলে পর তৈমন দেশীয় হূশম তাঁহার পদে রাজত্ব করেন। 35 আর হূশম মরিলে পর বদদের পুত্র যে হদদ মোয়াব-ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করিয়াছিলেন, তিনি তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম অবীৎ। 36 আর হদদ মরিলে পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁহার পদে রাজত্ব করেন। 37 আর সম্ল মরিলে পর [ফরাৎ] নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁহার পদে রাজত্ব করেন। 38 আর শৌল মরিলে পর অক্‌বোরের পুত্র বাল্‌হানন তাঁহার পদে রাজত্ব করেন। 39 আর অক্‌বোরের পুত্র বাল্‌হানন মরিলে পর হদর তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম পায়ূ ও স্ত্রীর নাম মহেটবেল, সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী।
40 গোষ্ঠী, স্থান ও নাম ভেদে এষৌ হইতে উৎপন্ন যে সকল দলপতি ছিলেন, তাঁহাদের নাম এই এই- দলপতি তিম্ন, দলপতি অল্‌বা, দলপতি যিথেৎ, 41 দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন, 42 দলপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিব্‌সর, 43 দলপতি মগ্দীয়েল ও দলপতি ঈরম। ইঁহারা আপন আপন অধিকার দেশে, আপন আপন বসতি স্থান ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এষৌর বৃত্তান্ত সমাপ্ত।

醒目顯示

分享

複製

None

想在你所有裝置上儲存你的醒目顯示?註冊帳戶或登入