ফিলীমন ভূমিকা
ভূমিকা
ফিলীমন ছিলেন একজন প্রতিষ্ঠাবান বিশিষ্ট খ্রীষ্টীয়ান এবং কলসীয় মণ্ডলীর সভ্য। ওনীষিমঃ নামে তাঁহার একজন ক্রীতদাস ছিল। এই ক্রীতদাসটি তাহার মনিবের নিকট হইতে পলাইয়া গিয়াছিল এবং পরে কোনক্রমে কারাগারে বন্দি পৌলের সংস্পর্শে আইসে। সেখানে সে পৌলের নিকটে শিক্ষা পাইয়া যীশু খ্রীষ্টকে পরিত্রাণকর্তা রূপে গ্রহণ করে। পৌল তাহাকে তাহার মনিবের নিকটে ফেরত পাঠাইয়া তাহারই হস্তে পত্রটি দেন।
ফিলীমনের নিকটে এই পত্র দ্বারা পৌল আবেদন জানাইয়াছিলেন, যেন ফিলীমন তাঁহার এই ক্রীতদাসকে গ্রহণ করেন এবং তাহাকে শুধু ক্রীতদাস হিসাবে ক্ষমা করিয়াই নয়, বরং তাহাকে যেন তিনি খ্রীষ্টীয়ান ভ্রাতারূপে গ্রহণ করেন।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১-৩
ফিলীমনের প্রশংসা - ৪-৭
ওনীষিমের জন্য আবেদন - ৮-২২
উপসংহার - ২৩-২৫
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.