1
রোমীয় ১০:9
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
কারণ তুমি যদি ‘মুখে’ যীশুকে প্রভু বলিয়া স্বীকার কর, এবং ‘হৃদয়ে’ বিশ্বাস কর যে, ঈশ্বর তাঁহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে।
Ṣe Àfiwé
Ṣàwárí রোমীয় ১০:9
2
রোমীয় ১০:10
কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে, ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে, পরিত্রাণের জন্য।
Ṣàwárí রোমীয় ১০:10
3
রোমীয় ১০:17
অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রীষ্টের বাক্য দ্বারা হয়।
Ṣàwárí রোমীয় ১০:17
4
রোমীয় ১০:11-13
কেননা শাস্ত্রে বলে, “যে কেহ তাঁহার উপরে বিশ্বাস করে, সে লজ্জিত হইবে না।” কারণ যিহূদী ও গ্রীকে কোন প্রভেদ নাই; কেননা তিনি সকলেরই একমাত্র প্রভু; যত লোক তাঁহাকে ডাকে, সেই সকলের পক্ষে তিনি ধনবান। কারণ “যে কেহ প্রভুর নামে ডাকে, সে পরিত্রাণ পাইবে।”
Ṣàwárí রোমীয় ১০:11-13
5
রোমীয় ১০:15
আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? যেমন লিখিত আছে, “যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে, তাহাদের চরণ কেমন শোভা পায়।”
Ṣàwárí রোমীয় ১০:15
6
রোমীয় ১০:14
তবে তাহারা যাঁহাতে বিশ্বাস করে নাই, কেমন করিয়া তাঁহাকে ডাকিবে? আর যাঁহার কথা শুনে নাই, কেমন করিয়া তাঁহাতে বিশ্বাস করিবে? আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে?
Ṣàwárí রোমীয় ১০:14
7
রোমীয় ১০:4
কেননা ধার্মিকতার নিমিত্ত, প্রত্যেক বিশ্বাসীর পক্ষে, খ্রীষ্টই ব্যবস্থার পরিণাম।
Ṣàwárí রোমীয় ১০:4
Ilé
Bíbélì
Àwon ètò
Àwon Fídíò