ফিলিপীয় ভূমিকা

ভূমিকা
ইউরোপের মাটিতে ফিলিপীয় মণ্ডলী প্রেরিত পৌলের প্রতিষ্ঠিত প্রথম খ্রীষ্টীয় মণ্ডলী। ফিলিপী ছিল রোম সাম্রাজ্যের অন্তর্গত মাকিদনিয়া প্রদেশের একটি প্রাচীন নগর। প্রেরিত পৌল তখন কারাগারে। সেই সময় তিনি ফিলিপীয় মণ্ডলীর ভক্তদের নিকটে এই পত্রটি লিখেন। তাঁহার বিরুদ্ধে তখন অন্যান্য খ্রীষ্টীয় কর্মীদের বিরোধিতা ও ফিলিপীর মণ্ডলীতে ভ্রান্ত শিক্ষাদানের কাজ চলিতে থাকায় মানসিকভাবে পৌল অত্যন্ত বিক্ষুব্ধ ও বিপর্যস্ত হইয়া পড়িয়াছিলেন। কিন্তু তাহা সত্ত্বেও তাঁহার এই পত্রে যে আনন্দ ও আস্থা উচ্চারিত হইয়াছে, তাহা শুধুমাত্র যীশু খ্রীষ্টের উপর প্রেরিত পৌলের গভীর বিশ্বাসের ফলেই সম্ভব হইয়াছে।
ফিলিপীয় মণ্ডলীর খ্রীষ্টভক্তেরা পৌলের অত্যন্ত প্রয়োজনের দিনে তাঁহাকে সাহায্য পাঠাইয়াছিল। তাই তাহাদের ধন্যবাদ জানাইবার জন্যই এই পত্রটি তিনি তাহাদের লিখিয়াছিলেন। এই পত্র লিখিবার সুযোগে পৌল তাহাদের পুনরায় নিশ্চিত আশ্বাস দেন, যেন তাঁহার এবং সমভাবে তাহাদেরও এই বিপর্যয়ের দিনে তাহারা সাহস ও আস্থা না হারায়। তিনি তাহাদের নিকটে সনির্বন্ধ মিনতি জানান যেন তাহারা স্বার্থান্ধ, উচ্চাশা ও অহঙ্কার দ্বারা পরিচালিত না হইয়া বরং যীশু খ্রীষ্টের মত নম্র মনোভাবাপন্ন হয়। তিনি তাহাদের মনে করাইয়া দেন যে, খ্রীষ্টের সহিত তাহাদের যে জীবন তাহা ঈশ্বরের পরম অনুগ্রহের দান, যাহা তাহারা বিশ্বাসের মাধ্যমে লাভ করিয়াছে, যিহূদী বিধি-ব্যবস্থা ও আচার-অনুষ্ঠান পালনের দ্বারা নয়। যাহারা খ্রীষ্টের সহিত মিলিত হইয়া জীবন যাপন করে, ঈশ্বর তাহাদের যে আনন্দ ও শান্তি দান করেন, তাহারই কথা পৌল এই পত্রে লিখিয়াছিলেন।
আনন্দ, আস্থা, ঐক্য এবং খ্রীষ্টীয় বিশ্বাস ও জীবনে অধ্যবসায়ের উপর বিশেষ গুরুত্ব পত্রটিকে বৈশিষ্ট্যময় করিয়াছে। ইহা ব্যতীতও ফিলিপীয় মণ্ডলীর খ্রীষ্টভক্তদের প্রতি পৌলের গভীর স্নেহ-মমতা ফুটিয়া উঠিয়াছে।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১-১১
পৌলের ব্যক্তিগত পরিস্থিতি - ১:১২-২৬
খ্রীষ্টের সহিত মিলিত জীবন - ১:২৭—২:১৮
তীমথিয় ও ইপাফ্রদীতের জন্য পরিকল্পনা - ২:১৯-৩০
শত্রু ও বিপদ সম্পর্কে সাবধানবাণী - ৩:১—৪:৯
পৌল এবং তাঁহার ফিলিপীয় বন্ধুবর্গ - ৪:১০-২০
উপসংহার - ৪:২১-২৩

Vurgu

Paylaş

Kopyala

None

Önemli anlarınızın tüm cihazlarınıza kaydedilmesini mi istiyorsunuz? Kayıt olun ya da giriş yapın