YouVersion
Pictograma căutare

গীত ৯৫

৯৫
1 আইস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি,
আমাদের ত্রাণ-শৈলের উদ্দেশে জয়ধ্বনি করি।
2 আমরা স্তবসহ তাঁহার সম্মুখে গমন করি,
সঙ্গীত দ্বারা তাঁহার উদ্দেশে জয়ধ্বনি করি।
3 কেননা সদাপ্রভু মহান ঈশ্বর,
তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা।
4 পৃথিবীর গভীর স্থান সকল তাঁহার হস্তগত,
পর্বতগণের চূড়া সকলও তাঁহারই।
5 সমুদ্র তাঁহার, তিনিই তাহা নির্মাণ করিয়াছেন,
তাঁহারই হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে।
6 আইস, আমরা প্রণিপাত করি, প্রণত হই,
আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানু পাতি।
7 কেননা তিনিই আমাদের ঈশ্বর,
আমরা তাঁহার চরাণির প্রজা ও তাঁহার হস্তের মেষ।
আহা! অদ্যই তোমরা তাঁহার রব শ্রবণ কর!
8 আপন আপন হৃদয় কঠিন করিও না,
যেমন মরীবায়, #৯৫:৮ মরীবা, অর্থাৎ বিবাদ।
যেমন প্রান্তরের মধ্যে মঃসার #৯৫:৮ খ* মঃসা, অর্থাৎ পরীক্ষা; যাত্রাপুস্তক ১৭:৭ দেখুন। দিবসে, করিয়াছিলে।
9 তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করিল,
আমার বিচার করিল, আমার কর্মও দেখিল।
10 চল্লিশ বৎসর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম,
আমি বলিয়াছিলাম, ইহারা ভ্রান্তচিত্ত লোক;
ইহারা আমার পথ জ্ঞাত হইল না।
11 অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম,
ইহারা আমার বিশ্রামস্থানে প্রবেশ করিবে না।

Evidențiere

Împărtășește

Copiază

None

Dorești să ai evidențierile salvate pe toate dispozitivele? Înscrie-te sau conectează-te