YouVersion
Pictograma căutare

গীত 92

92
সঙ্গীত। বিশ্রামবার-নিমিত্তক গীত।
1 সদাপ্রভুর স্তব করা,
হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে সঙ্গীত করা উত্তম;
2 প্রাতঃকালে তোমার দয়া,
ও প্রতিরাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম,
3 দশতন্ত্রী ও নেবলযন্ত্র সহকারে,
গম্ভীর বীণা-ধ্বনি সহকারে।
4 কেননা, হে সদাপ্রভু, তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ;
আমি তোমার হস্তকৃত কার্য সকলে জয়ধ্বনি করিব।
5 সদাপ্রভু, তোমার কার্য সকল কেমন মহৎ।
তোমার সঙ্কল্প সকল অতি গভীর।
6 নরপশু জানে না, নির্বোধ ইহা বুঝে না।
7 দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়,
অধর্মাচারী সকলে যখন প্রফুল্ল হয়,
তখন তাহাদের চির-বিনাশের জন্য সেইরূপ হয়।
8 কিন্তু, সদাপ্রভু, তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী।
9 কেননা, দেখ, তোমার শত্রুগণ,
হে সদাপ্রভু, দেখ, তোমার শত্রুগণ বিনষ্ট হইবে;
অধর্মাচারীরা সকলে ছিন্নভিন্ন হইবে।
10 কিন্তু তুমি আমার শৃঙ্গ গবয়ের শৃঙ্গবৎ উন্নত করিয়াছ;
আমি নব তৈলে অভিষিক্ত হইয়াছি।
11 আর আমার চক্ষু আমার শত্রুদের দশা নিরীক্ষণ করিয়াছে;
আমার কর্ণ আমার বিরোধী দুরাচারগণের দশা শুনিতে পাইয়াছে।
12 ধার্মিক লোক তালতরুর ন্যায় উৎফুল্ল হইবে,
সে লিবানোনের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে।
13 যাহারা সদাপ্রভুর বাটীতে রোপিত,
তাহারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে উৎফুল্ল হইবে।
14 তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে,
তাহারা সরস ও তেজস্বী হইবে;
15 তদ্দ্বারা প্রচারিত হইবে যে, সদাপ্রভু সরল;
তিনি আমার শৈল, এবং তাঁহাতে অন্যায় নাই।

Evidențiere

Împărtășește

Copiază

None

Dorești să ai evidențierile salvate pe toate dispozitivele? Înscrie-te sau conectează-te