YouVersion
Pictograma căutare

গীত 74

74
আসফের মস্কীল।
1 হে ঈশ্বর, তুমি কেন চিরতরে ত্যাগ করিয়াছ?
আপন চারণভূমির মেষগণের বিরুদ্ধে
কেন তোমার ক্রোধাগ্নি প্রধূমিত হইতেছে?
2 তোমার মণ্ডলীকে স্মরণ কর,
যাহা তুমি পূর্বকালে ক্রয় করিয়াছ,
যাহা তোমার অধিকারের বংশ হইবার জন্য তুমি মুক্ত করিয়াছ;
তোমার বাসস্থান সিয়োন পর্বতকে স্মরণ কর।
3 এই চিরকালীন স্তূপে পদার্পণ কর;
শত্রু ধর্মধামে সকলই ছারখার করিয়াছে।
4 তোমার বিপক্ষগণ তোমার সমাগম-স্থানের
মধ্যে গর্জন করিয়াছে;
চিহ্নের জন্য তাহারা আপনাদের চিহ্ন স্থাপন করিয়াছে।
5 তাহারা এমন লোকদের ন্যায় দেখাইল,
যাহারা নিবিড় বনে কুঠার উঠায়।
6 এখন তাহারা একেবারে তথাকার
সমস্ত শিল্পকর্ম কুঠার ও হাতুড়ি দ্বারা ভাঙ্গিয়া ফেলে।
7 তাহারা তোমার ধর্মধাম অগ্নিসাৎ করিল,
তোমার নামের আবাস ভূমিসাৎ করিয়া অশুচি করিল।
8 তাহারা মনে মনে কহিল,
‘আমরা তাহাদিগকে একেবারে সংহার করি,’
তাহারা দেশের মধ্যে ঈশ্বরের
সমস্ত সমাগম-স্থান পোড়াইয়া দিয়াছে।
9 আমরা আমাদের চিহ্নসমূহ দেখিতে পাই না,
কোন ভাববাদী আর নাই;
আমাদের কেহ জানে না, কত দিন।
10 হে ঈশ্বর, বিপক্ষ কতদিন তিরস্কার করিবে?
শত্রু কি চিরকাল তোমার নাম তুচ্ছ করিবে?
11 তুমি আপন হস্ত, আপন দক্ষিণ হস্ত,
কেন সঙ্কুচিত করিতেছ?
উহা বক্ষঃস্থল হইতে বাহির কর,
শত্রু নিঃশেষ কর।
12 তথাপি ঈশ্বরই পূর্বাবধি আমার রাজা,
পৃথিবীর মধ্যে পরিত্রাণের সাধনকর্তা।
13 তুমিই আপন পরাক্রমে সমুদ্রকে দ্বিধা করিয়াছিলে,
তুমিই জলে নাগদের মস্তক ভগ্ন করিয়াছিলে।
14 তুমিই লিবিয়াথনের মস্তক চূর্ণ করিয়াছিলে,
মরুভূমি-নিবাসী সকলকে খাদ্যরূপে তাহার দেহ দিয়াছিলে।
15 তুমিই উৎস ও বন্যার জন্য পথ করিয়াছিলে,
তুমিই নিত্য প্রবাহিনী নদী শুষ্ক করিয়াছিলে।
16 দিবস তোমার, রাত্রিও তোমার;
তুমিই জ্যোতিষ্ক ও সূর্য রচনা করিয়াছ।
17 তুমিই পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করিয়াছ;
তুমিই গ্রীষ্মকাল ও শীতকাল করিয়াছ।
18 স্মরণ কর, শত্রু সদাপ্রভুকে তিরস্কার করিয়াছে,
মূঢ় জাতি তোমার নাম তুচ্ছ করিয়াছে।
19 তোমার ঘুঘুর প্রাণ বন্য পশুকে দিও না;
তোমার দুঃখিগণের জীবন চিরতরে ভুলিও না।
20 সেই নিয়মের প্রতি দৃষ্টি রাখ;
কেননা পৃথিবীর অন্ধকারময় স্থান সকল
অত্যাচারের বসতিতে পরিপূর্ণ।
21 উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত হইয়া ফিরিয়া না যায়;
দুঃখী ও দরিদ্র তোমার নামের প্রশংসা করুক।
22 উঠ, হে ঈশ্বর, আপনার বিবাদ নিষপন্ন কর;
স্মরণ কর, মূঢ় সমস্ত দিন তোমাকে কেমন তিরস্কার করে।
23 তোমার বিপক্ষগণের রব ভুলিও না;
তোমার প্রতিরোধীদের কলহ নিয়ত উঠিতেছে।

Evidențiere

Împărtășește

Copiază

None

Dorești să ai evidențierile salvate pe toate dispozitivele? Înscrie-te sau conectează-te