গীত ৭
৭
দায়ূদের শিগায়োন, যাহা তিনি বিন্যামীনীয় কূশের কথার সম্বন্ধে সদাপ্রভুর উদ্দেশে গান করেন।
1 হে সদাপ্রভু, আমার ঈশ্বর,
আমি তোমারই শরণ লইয়াছি;
আমার সকল তাড়নাকারী হইতে
আমাকে নিস্তার কর, আমাকে উদ্ধার কর।
2 পাছে [শত্রু] সিংহের ন্যায় আমার প্রাণ
বিদীর্ণ করে, খণ্ড খণ্ড করে, যখন উদ্ধারকারী কেহ নাই।
3 হে সদাপ্রভু, আমার ঈশ্বর,
যদি আমি সেই কার্য করিয়া থাকি,
যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে;
4 যদি আমি প্রণয়ীর অপকার করিয়া থাকি,
(বরং যে অকারণে আমার বৈরী, তাহাকেও উদ্ধার করিয়াছি,)
5 তবে শত্রু দৌঁড়াইয়া আমার প্রাণ ধরুক,
আমার জীবন ভূমিতে দলিত করুক,
এবং আমার গৌরব ধূলিসাৎ করুক। [সেলা]
6 হে সদাপ্রভু, ক্রোধভরে উত্থান কর,
আমার বৈরীদের ক্রোধের প্রতিকূলে উঠ,
আমার পক্ষে জাগ্রত হও;
তুমি বিচারের আজ্ঞা দিয়াছ।
7 জাতিগণের মণ্ডলী তোমাকে বেষ্টন করুক;
তাহাদের ঊর্ধ্বে তুমি উচ্চস্থানে ফিরিয়া আইস।
8 সদাপ্রভু জাতিগণের বিচার করেন;
হে সদাপ্রভু, আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতানুসারে আমার বিচার কর।
9 বিনয় করি, দুষ্টগণের দুষ্টতা শেষ হউক,
কিন্তু তুমি ধার্মিককে সুস্থির কর;
ধর্মময় ঈশ্বর ত অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক।
10 ঈশ্বর আমার ঢালধারী,
তিনি সরল চিত্তদের ত্রাণকর্তা।
11 ঈশ্বর ধর্মময় বিচারকর্তা;
তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর।
12 মনুষ্য যদি না ফিরে, তবে তিনি আপন খড়্গে শান দিবেন;
তিনি নিজ ধনুকে চাড়া দিয়াছেন, তাহা প্রস্তুত করিয়াছেন।
13 উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন;
তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করেন।
14 দেখ, সে অধর্ম গর্ভে ধারণ করে,
উপদ্রবে পূর্ণগর্ভ হয়, মিথ্যাকে প্রসব করে।
15 সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে,
কিন্তু আপনার কৃত গর্তে পতিত হইল।
16 তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে,
তাহার দৌরাত্ম্য তাহারই মুণ্ডে পড়িবে।
17 আমি সদাপ্রভুর ধর্মশীলতানুসারে তাঁহার স্তব করিব,
পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব।
Selectat acum:
গীত ৭: বিবিএস
Evidențiere
Împărtășește
Copiază
Dorești să ai evidențierile salvate pe toate dispozitivele? Înscrie-te sau conectează-te
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.