গীত 44
44
প্রধান বাদ্যকরের জন্য। কোরহ সন্তানদের। মস্কীল।
1 হে ঈশ্বর, আমরা স্বকর্ণে শুনিয়াছি,
আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন,
তুমি পূর্বকালে তাঁহাদের সময়ে কার্য করিয়াছিলে।
2 তুমি আপন হস্তে জাতিগণকে অধিকারচ্যুত করিয়া
তাহাদিগকেই রোপণ করিয়াছিলে,
তুমি লোকবৃন্দকে চূর্ণ করিয়া তাঁহাদিগকেই বিস্তারিত করিয়াছিলে।
3 কেননা তাঁহারা আপনাদের খড়্গ দ্বারা দেশ অধিকার করেন নাই,
তাঁহাদের নিজ বাহু তাঁহাদিগকে নিস্তার করে নাই;
কিন্তু তব দক্ষিণ হস্ত,
তব বাহু ও তব মুখের প্রসন্নতা [তাহা করিয়াছিল,]
কারণ তাঁহাদের প্রতি তোমার অনুকম্পা ছিল।
4 হে ঈশ্বর, তুমিই আমার রাজা;
যাকোবকে পরিত্রাণ করিতে আজ্ঞা হউক।
5 তোমার দ্বারা আমরা আপন বিপক্ষদিগকে গুতাইয়া ফেলিয়া দিব;
যাহারা আমার বিরুদ্ধে উঠে,
তাহাদিগকে তোমার নামে পদতলে দলিব।
6 যেহেতু আমি আপন ধনুকে নির্ভর করিব না,
আমার খড়্গ আমাকে নিস্তার করিবে না।
7 কিন্তু তুমিই আমাদের বিপক্ষগণ হইতে আমাদিগকে নিস্তার করিয়াছ,
আমাদের বিদ্বেষিগণকে লজ্জাপন্ন করিয়াছ।
8 আমরা সমস্ত দিন ঈশ্বরেরই শ্লাঘা করিয়াছি,
আর চিরকাল তোমার নামের স্তব করিব। [সেলা]
9 কিন্তু তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, অপমানগ্রস্ত করিয়াছ,
আমাদের বাহিনীগণের সঙ্গে যাত্রা কর না।
10 তুমি বিপক্ষ হইতে আমাদিগকে ফিরাইতেছ;
আমাদের বিদ্বেষিগণ আপনাদের জন্য লুট করিতেছে।
11 তুমি আমাদিগকে ভক্ষণীয় মেষের ন্যায় সমর্পণ করিয়াছ,
আমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিয়াছ।
12 তুমি আপন প্রজাদিগকে বিনামূল্যে বিক্রয় করিতেছ,
তাহাদের মূল্য দ্বারা ধন বৃদ্ধি কর নাই।
13 তুমি আমাদের প্রতিবাসিগণের কাছে
আমাদিগকে তিরস্কারের বিষয়,
আমাদের চতুর্দিকস্থিত লোকদের
উপহাস ও বিদ্রূপের পাত্র করিতেছ।
14 তুমি জাতিগণের মধ্যে আমাদিগকে প্রবাদের বিষয়,
লোকবৃন্দের মধ্যে শিরশ্চালনের আস্পদ করিতেছ।
15 সমস্ত দিন আমার অপমান আমার সম্মুখে থাকে,
আমার মুখের লজ্জা আমাকে আচ্ছাদন করিয়াছে,
16 তিরস্কারী ও নিন্দাকারীর রব প্রযুক্ত,
শত্রু ও প্রতিহিংসাকারীর উপস্থিতি প্রযুক্ত।
17 আমাদের প্রতি এই সকল ঘটিয়াছে;
কিন্তু আমরা তোমাকে ভুলিয়া যাই নাই,
তোমার নিয়ম বিষয়ে বিশ্বাসঘাতকতা করি নাই;
18 আমাদের চিত্ত পরাঙ্মুখ হয় নাই,
আমাদের পাদবিক্ষেপ তোমার মার্গ হইতে ভ্রষ্ট হয় নাই।
19 তথাপি তুমি আমাদিগকে শৃগালদের স্থানে চূরমার করিয়াছ,
মৃত্যুচ্ছায়ায় আমাদিগকে আচ্ছন্ন করিয়াছ।
20 আমরা যদি আপন ঈশ্বরের নাম ভুলিয়া গিয়া থাকি,
যদি অন্য দেবের প্রতি অঞ্জলি প্রসারণ করিয়া থাকি,
21 তবে ঈশ্বর কি তাহার সন্ধান পাইবেন না?
তিনি ত অন্তঃকরণের গুপ্ত বিষয় সকল জানেন।
22 হাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি;
আমরা বধ্য মেষের ন্যায় গণিত হইতেছি।
23 জাগ্রত হও, হে প্রভু, কেন নিদ্রা যাও?
উঠ, চিরকালের নিমিত্ত ত্যাগ করিও না।
24 তুমি কেন আপন মুখ আচ্ছাদন করিতেছ?
আমাদের দুঃখ ও দৌরাত্ম্যভোগ কেন ভুলিয়া যাইতেছ?
25 কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত,
আমাদের উদর ভূমিতে লগ্ন হইয়াছে।
26 আমাদের সাহায্যের নিমিত্ত উঠ,
নিজ দয়ার অনুরোধে আমাদিগকে মুক্ত কর।
Selectat acum:
গীত 44: বিবিএস
Evidențiere
Împărtășește
Copiază
Dorești să ai evidențierile salvate pe toate dispozitivele? Înscrie-te sau conectează-te
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.
গীত 44
44
প্রধান বাদ্যকরের জন্য। কোরহ সন্তানদের। মস্কীল।
1 হে ঈশ্বর, আমরা স্বকর্ণে শুনিয়াছি,
আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন,
তুমি পূর্বকালে তাঁহাদের সময়ে কার্য করিয়াছিলে।
2 তুমি আপন হস্তে জাতিগণকে অধিকারচ্যুত করিয়া
তাহাদিগকেই রোপণ করিয়াছিলে,
তুমি লোকবৃন্দকে চূর্ণ করিয়া তাঁহাদিগকেই বিস্তারিত করিয়াছিলে।
3 কেননা তাঁহারা আপনাদের খড়্গ দ্বারা দেশ অধিকার করেন নাই,
তাঁহাদের নিজ বাহু তাঁহাদিগকে নিস্তার করে নাই;
কিন্তু তব দক্ষিণ হস্ত,
তব বাহু ও তব মুখের প্রসন্নতা [তাহা করিয়াছিল,]
কারণ তাঁহাদের প্রতি তোমার অনুকম্পা ছিল।
4 হে ঈশ্বর, তুমিই আমার রাজা;
যাকোবকে পরিত্রাণ করিতে আজ্ঞা হউক।
5 তোমার দ্বারা আমরা আপন বিপক্ষদিগকে গুতাইয়া ফেলিয়া দিব;
যাহারা আমার বিরুদ্ধে উঠে,
তাহাদিগকে তোমার নামে পদতলে দলিব।
6 যেহেতু আমি আপন ধনুকে নির্ভর করিব না,
আমার খড়্গ আমাকে নিস্তার করিবে না।
7 কিন্তু তুমিই আমাদের বিপক্ষগণ হইতে আমাদিগকে নিস্তার করিয়াছ,
আমাদের বিদ্বেষিগণকে লজ্জাপন্ন করিয়াছ।
8 আমরা সমস্ত দিন ঈশ্বরেরই শ্লাঘা করিয়াছি,
আর চিরকাল তোমার নামের স্তব করিব। [সেলা]
9 কিন্তু তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, অপমানগ্রস্ত করিয়াছ,
আমাদের বাহিনীগণের সঙ্গে যাত্রা কর না।
10 তুমি বিপক্ষ হইতে আমাদিগকে ফিরাইতেছ;
আমাদের বিদ্বেষিগণ আপনাদের জন্য লুট করিতেছে।
11 তুমি আমাদিগকে ভক্ষণীয় মেষের ন্যায় সমর্পণ করিয়াছ,
আমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিয়াছ।
12 তুমি আপন প্রজাদিগকে বিনামূল্যে বিক্রয় করিতেছ,
তাহাদের মূল্য দ্বারা ধন বৃদ্ধি কর নাই।
13 তুমি আমাদের প্রতিবাসিগণের কাছে
আমাদিগকে তিরস্কারের বিষয়,
আমাদের চতুর্দিকস্থিত লোকদের
উপহাস ও বিদ্রূপের পাত্র করিতেছ।
14 তুমি জাতিগণের মধ্যে আমাদিগকে প্রবাদের বিষয়,
লোকবৃন্দের মধ্যে শিরশ্চালনের আস্পদ করিতেছ।
15 সমস্ত দিন আমার অপমান আমার সম্মুখে থাকে,
আমার মুখের লজ্জা আমাকে আচ্ছাদন করিয়াছে,
16 তিরস্কারী ও নিন্দাকারীর রব প্রযুক্ত,
শত্রু ও প্রতিহিংসাকারীর উপস্থিতি প্রযুক্ত।
17 আমাদের প্রতি এই সকল ঘটিয়াছে;
কিন্তু আমরা তোমাকে ভুলিয়া যাই নাই,
তোমার নিয়ম বিষয়ে বিশ্বাসঘাতকতা করি নাই;
18 আমাদের চিত্ত পরাঙ্মুখ হয় নাই,
আমাদের পাদবিক্ষেপ তোমার মার্গ হইতে ভ্রষ্ট হয় নাই।
19 তথাপি তুমি আমাদিগকে শৃগালদের স্থানে চূরমার করিয়াছ,
মৃত্যুচ্ছায়ায় আমাদিগকে আচ্ছন্ন করিয়াছ।
20 আমরা যদি আপন ঈশ্বরের নাম ভুলিয়া গিয়া থাকি,
যদি অন্য দেবের প্রতি অঞ্জলি প্রসারণ করিয়া থাকি,
21 তবে ঈশ্বর কি তাহার সন্ধান পাইবেন না?
তিনি ত অন্তঃকরণের গুপ্ত বিষয় সকল জানেন।
22 হাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি;
আমরা বধ্য মেষের ন্যায় গণিত হইতেছি।
23 জাগ্রত হও, হে প্রভু, কেন নিদ্রা যাও?
উঠ, চিরকালের নিমিত্ত ত্যাগ করিও না।
24 তুমি কেন আপন মুখ আচ্ছাদন করিতেছ?
আমাদের দুঃখ ও দৌরাত্ম্যভোগ কেন ভুলিয়া যাইতেছ?
25 কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত,
আমাদের উদর ভূমিতে লগ্ন হইয়াছে।
26 আমাদের সাহায্যের নিমিত্ত উঠ,
নিজ দয়ার অনুরোধে আমাদিগকে মুক্ত কর।
Selectat acum:
:
Evidențiere
Împărtășește
Copiază
Dorești să ai evidențierile salvate pe toate dispozitivele? Înscrie-te sau conectează-te
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.