গীত 108
108
গীত। দায়ূদের সঙ্গীত।
1 হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির;
আমি গান করিব,
আমার গৌরব সহ স্তব করিব।
2 জাগ্রত হও, নেবল ও বীণা;
আমি ঊষাকে জাগাইব।
3 সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব,
আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।
4 কেননা তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ,
তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত।
5 হে ঈশ্বর, আকাশমণ্ডলের উপরে উন্নত হও;
সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হউক।
6 তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়,
তজ্জন্য তুমি দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ কর,
আমাদিগকে উত্তর দেও।
7 ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন।
আমি উল্লাস করিব;
আমি শিখিম বিভাগ করিব,
ও সুক্কোতের তলভূমি মাপিব।
8 গিলিয়দ আমার, মনঃশিও আমার;
আর ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ;
যিহূদা আমার বিচারদণ্ড;
9 মোয়াব আমার প্রক্ষালনপাত্র;
আমি ইদোমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব;
পলেষ্টীয়ার উপরে জয়ধ্বনি করিব।
10 কে আমাকে ঐ দৃঢ় নগরে লইয়া যাইবে?
কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাইয়া দিবে?
11 হে ঈশ্বর, তুমি কি আমাদিগকে ত্যাগ কর নাই?
হে ঈশ্বর, তুমি আমাদের বাহিনিগণ সহ গমন কর না।
12 বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য কর;
কেননা মনুষ্যের সাহায্য অলীক।
13 ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব;
তিনিই আমাদের বিপক্ষদিগকে মর্দন করিবেন।
Selectat acum:
গীত 108: বিবিএস
Evidențiere
Împărtășește
Copiază

Dorești să ai evidențierile salvate pe toate dispozitivele? Înscrie-te sau conectează-te
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.