প্রেরিত 26
26
আগ্রিপ্পের সম্মুখে পৌলের আত্মপক্ষ সমর্থন
1আগ্রিপ্প পৌলকে বললেন, আত্মপক্ষ সমর্থন করার জন্য তোমাকে অনুমতি দেওয়া হল। পৌল তখন হাত সামনে মেলে ধরে আত্মপক্ষ সমর্থনে বলতে আরম্ভ করলেনঃ
2রাজন আগ্রিপ্প! আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এইজন্য যে ইহুদীদের আনীত সমস্ত অভিযোগের বিরুদ্ধে আমি আজ আপনার সামনে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পেয়েছি। 3ইহুদীদের সমস্ত প্রথা ও মতবিরোধের সঙ্গে আপনি বিশেষভাবে পরিচিত। তাই আমার নিবেদন, ধৈর্য ধরে আমার কথাগুলি শুনুন।
4সমস্ত ইহুদীই জানে, যুবক বয়স থেকে আমি কিভাবে জীবনযাপন করেছি। তারা জানে জীবনের প্রথম থেকেই আমি আমার নিজের শহরে এবং জেরুশালেমে বাস করেছি।#গালা 1:13 5তারা আমায় বহুদিন ধরেই জানে যে আমি আমাদের ধর্মের সবচেয়ে রক্ষণশীল অংশ ফরিশী সম্প্রদায়ভুক্ত। ইচ্ছে করলে এর প্রমাণ তারা দিতে পারে।#প্রেরিত 23:6; ২ করি 11:22; ফিলি 3:5 6ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি তারই পূর্ণতার প্রত্যাশায় রযেছি বলে আজ আমাকে বিচারের জন্য এখানে দাঁড়াতে হয়েছে।#প্রেরিত 24:15; 28:20 7যে প্রতিশ্রুতি পূর্ণতালাভের প্রত্যাশায় আমাদের জাতির দ্বাদশ বংশ একনিষ্ঠভাবে দিবারাত্রি প্রার্থনা জানিয়েছে, মহারাজ! সেই প্রত্যাশার জন্যই আমি ইহুদীদের দ্বারা অভিযুক্ত। 8ঈশ্বরর মৃতকে পুনরুত্থিত করতে পারেন, আপনাদের কাছে কেন এ কথা অবিশ্বাস্য বলে মনে হয়?
9আমি একসময় ভেবেছিলাম, নাসরতের যীশুর সক্রিয় বিরোধিতা করাই আমার কর্তব্য।#প্রেরিত 9:1-29; 22:3-21 10জেরুশালেমে আমি তাই-ই করেছিলাম। মুখ্য পুরোহিতদের দেওয়া সনদের বলে আমি বহু ঈশ্বরভক্ত নিরীহ ব্যক্তিকে বন্দী করেছি। শুধু তাই নয়, ওদের মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে ওদের বিপক্ষে ভোট দিয়েছি। 11ওদের ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত করার জন্য কতবার আমি ওদের সমাজভবনে শাস্তি দিয়েছি। ওদের প্রতি হিংস্র উন্মত্ততায় বিদেশের শহরে পর্যন্ত আমি ওদের নির্যাতন করেছি।
12এই উদ্দেশ্যে মুখ্য পুরোহিতদের কাছ থেকে পূর্ণ সনদ নিয়ে আমি একবার দামাস্কাসে যাচ্ছিলাম। 13মহারাজ! পথের মাঝে দুপুরবেলা আমি দেখলাম, আকাশ থেকে সূর্যের চেয়েও উজ্জ্বল এক ঝলক আলো আমার ও আমার সহযাত্রীদের চারদিকে ঝলসে উঠল। 14আমরা মাটিতে পড়ে গেলাম। আমি শুনতে পেলাম একটি কণ্ঠস্বর হিব্রুভাষায় আমাকে বলছে, ‘শৌল, শৌল, কেন তুমি আমাকে নির্যাতন করছ? অঙ্কুশের মুখে মুষ্ট্যাঘাত করলে তুমিই আহত হবে।’ 15আমি তখন জিজ্ঞাসা করলাম, ‘কে আপনি প্রভু?’ প্রভু বললেন, ‘আমি যীশ, যাঁকে তুমি নির্যাতন করছ। 16ওঠ, উঠে দাঁড়াও। তেআমাকে আমার দাস ও সাক্ষীরূপে নিযুক্ত করার উদ্দেশ্যে আমি তোমার সামনে আবির্ভূত হয়েছি। আজ যে তুমি আমাকে দেখেছ এবং ভবিষ্যতে যেভাবে আমি তেআমাকে দেখা দেব —সব কিছুর সাক্ষী তোমাকে হতে হবে।#যিহি 2:1-3; দানি 10:11 17যাদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি সেই সমস্ত ইহুদী ও অইহুদীদের হাত থেকে অমি তোমাকে উদ্ধার করব। আমি তোমাকে যাদের কাছে পাঠাচ্ছি,#যির 1:7-8,19 18তুমি তাদের মর্মচক্ষু খুলে দেবে যেন তারা অন্ধকার থেকে আলোয় আসে, শয়তানের অধীনতাপাশ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করে পাপের ক্ষমা লাভ করতে পারে ও ঈশ্বরের নিজস্ব প্রজামণ্ডলীর অন্তর্ভুক্ত হতে পারে।’#যিশা 35:5; 42:7-16; প্রেরিত 20:32; হিব্রু 2:14; ১ যোহন 3:8; কল 1:12-14; ১ পিতর 2:9
19তাই, হে রাজন আগ্রিপ্প। আমি সেই দিব্যদর্শন অমান্য করিনি।#গালা 1:16 20সর্বপ্রথমে আমি দামাস্কাসে, তারপরে জেরুশালেমে এবং তারপর সমগ্র যিহুদীয়ার অধিবাসীদের কাছে ঘোষণা করলাম সেই কথা। সেখানকার অইহুদীদের কাছেও ঘোষণা করেছিলাম যেন তারা মনের গতিপথ পরিবর্তন করে ঈশ্বরের পথে ফেরে এবং নিজেদের কাজ দিয়ে সেই পরবর্তনের প্রমাণ দেয়।#মথি 3:8; প্রেরিত 17:30 21এই কারণে ইহুদীরা আমাকে মন্দিরে গ্রেপ্তার করে হত্যা করার চেষ্টা করেছিল।#প্রেরিত 21:30-31 22কিন্তু আজ পর্যন্ত ঈশ্বরের সহায়তায় আমি দাঁড়িয়ে আছি এবং ছোটবড় সকলের কাছে তাঁর সাক্ষ্যদান করছি। সমস্ত নবী ও মোশি যে ভবিষ্যদ্বাণী করে গেছেন, তার অতিরিক্ত আমি কিছুই বলিনি।#লুক 24:44-47 23তাঁরা বলেছিলেন, খ্রীষ্টকে যন্ত্রণাভোগ করতে হবে আর তিনিই মৃতদের মধ্য থেকে প্রথম পুনরুত্থিত হবেন এবং ইহুদী অইহুদী সকলের কাছে আলোকের বার্তা ঘোষণা করবেন।#১ করি 15:20; প্রেরিত 26:18
24এইভাবে পৌল যখন আত্মপক্ষ সমর্থন করছিলেন তখন ফেস্টাস উচ্চকণ্ঠে বলে উঠলেন, পৌল তুমি উন্মাদ! অতিরিক্ত অধ্যয়নই তোমাকে উন্মাদ করেছে।
25পৌল বললেন, মহামান্য ফেস্টাস, আমি উন্মাদ নই। নিগূঢ় সত্যই আমি ব্যক্ত করছি। 26মহারাজ এ বিষয়ে খুব ভাল করেই জানেন। তাঁর কাছেই আমি সব কথা খোলাখুলি বলতে পারব। এই সমস্ত বিষয় সম্বন্ধে তিনি যে ওয়াকিবহাল নন, এ কথা আমি বিশ্বাস করি না কারণ ঘরের কোণে গোপনে এ ঘটনা ঘটেনি।#18:20 27মহারাজ আগ্রিপ্প, নবীদের আপনি বিশ্বাস করেন? আমি জানি, আপনি বিশ্বাস করেন।
28আগ্রিপ্প তখন পৌলকে বললেন, তুমি কি ভাবছ, এত অল্পেই আমাকে খ্রীষ্টানুসারী করতে পারবে? #প্রেরিত 11:26; ১ পিতর 4:16
29পৌল বললেন, অল্পই হোক বা বেশীই হোক, ঈশ্বরের কাছে আমার নিবেদন একটিই। শুধু আপনিই নন কিন্তু আজ যাঁরা আমার কথা শুনছেন —এই শিকলগুলো বাদে —তাঁরা সকলেই আমারই মত হোন।
30পৌলের এ কথার পর রাজা সভাভঙ্গ করলেন। রাজ্যপাল ও বের্ণিস এবং সমবেত সকলে তাঁর সঙ্গে উঠে দাঁড়ালেন। 31সভাস্থল ত্যাগ করার পর তাঁরা আলোচনা করে বললেন, এই লোকটি মৃত্যু বা কারাদণ্ডের যোগ্য কোন কাজ করেনি।#প্রেরিত 23:9-29; 25:11 32আগ্রিপ্প ফেস্টাসকে বললেন, এই লোকটি যদি সীজারের কাছে আপীল না করত, তাহলে ওকে মুক্তি দেওয়া যেত।
Currently Selected:
প্রেরিত 26: BENGALCL-BSI
Highlight
Share
ਕਾਪੀ।

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.