YouVersion Logo
Search Icon

২ করিন্থীয় 12

12
পৌলের দিব্যদর্শন
1গর্ব আমাকে অবশ্যই করতে হবে, এতে লাভ কিছু না থাকলেও প্রভুর প্রত্যাদেশ ও দিব্যদর্শনের বিষয় আমাকে উল্লেখ করতেই হবে। 2খ্রীষ্টাশ্রিত একজনকে আমি জানি যিনি চোদ্দ বছর আগে তৃতীয় স্বর্গে নীত হয়েছিলেন, সশরীরে কি অশরীরে জানি না, ঈশ্বর জানেন। 3আমি জানে যে এই ব্যক্তি, সশরীরে কি অশরীরে জানি না, ঈশ্বর জানেন, স্বর্গলোকে গিয়ে 4অনির্বচনীয় এবং মানুষের ভাষায় অগম্য বাণী শুনতে পেয়েছিলেন।#লুক 23:43; প্রকা 2:7 5এই ধরণের লোকের জন্য আমি গর্ব করব, কিন্তু আমার নিজের দুর্বলতা ছাড়া আর অন্য কোন বিষয়ে গর্ব করব না।#২ করি 11:30; 12:9 6আমি যদি গর্ব করতে চাই তাহলে নির্বোধের নত করব না, কারণ আমি সত্য কথাই বলব। কিন্তু আমি তা করব না কারণ আমি চাই লোকে যেমন দেখে বা আমার মুখে যেমন কথা শোনে তার চেয়ে তারা আমাকে বড় মনে না করুক।#২ করি 10:8; 11:16
7এই পরমাশ্চর্য দিব্যদর্শনের জন্য আমি যাতে অতিমাত্রায় অহঙ্কার না করি তাই আমার দেহে একটি কাঁটা বেঁধান হয়েছে। শয়তানের দূতের মতই তা আমাকে যন্ত্রণা দেয় যেন আমি মাত্রা ছাড়িয়ে না যাই।#গণনা 33:55; যিহি 28:24; ইয়োব 2:6 8এর হাত থেকে নিষ্কৃতি লাভের জন্য আমি তিনবার প্রভুর কাছে অনুরোধ করেছি, 9কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট, যেখানে দুর্বলতা সেখানেই আমার শক্তি পূর্ণরূপে প্রকাশিত হয়। সেইজন্য আমি আমার দুর্বলতা সম্পর্কে সানন্দে গর্ব করব যেন খ্রীষ্টের শক্তি আমার মধ্যে সঞ্চারিত হয়।#যিশা 40:29-30; ২ করি 11:30 10সুতরাং খ্রীষ্টের জন্য সর্বপ্রকার দুর্বলতা, অপমান, অনটন, নির্যাতন ও বিপদ-আপদ আমি হৃষ্টচিত্তে বরণ করি, কারণ যখন আমি দুর্বল, তখনই শক্তিমান।#রোমীয় 5:3
করিন্থবাসীদের কাছে পৌলের আবেদন
11আমি নির্বোধের মত আচরণ করেছি, তোমরাই আমাকে এরকম করতে বাধ্য করেছ। কারণ তোমাদের উচিত ছিল আমার সুখ্যাতি করা। যদিও আমি নগণ্য তবুও সেই প্রেরিত চূড়ামণিদের চেয়ে কোন অংশে নিকৃষ্ট নই।#২ করি 12:6; 11:5; ১ করি 3:7; 15:9 12অত্যন্ত ধৈর্যের সঙ্গে তোমাদের মধ্যে আমি ঈশ্বরের শক্তিতে যেসব অলৌকিক কাজ করেছি তা থেকেই তোমরা প্রমাণ পেয়েছ যে আমি প্রকৃতই প্রেরিত শিষ্য।#রোমীয় 15:19 13অন্যান্য মণ্ডলীর তুলনায় তোমাদের কৃতিত্ব কীসে কম? আমি নিজে তোমাদের বোঝা হইনি, কেবলমাত্র এই ব্যাপারেই নয় কি? আমার এই অন্যায় তোমরা ক্ষমা কর।#২ করি 11:7-9; ১ করি 9:12
14দেখ, এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাবার জন্য তৈরী হয়েছি, কিন্তু আমি তোমাদের বোঝা হব না। আমি তোমাদের ধনসম্পদ নয়, তোমাদের পেতে চাই। কারণ পিতামাতার জন্য সন্তানদের নয়, বরং সন্তানদের জন্য পিতামাতার সংস্থান করা উচিত।#২ করি 13:1; ১ করি 4:14,15; যিহি 34:2 15তোমাদের জন্য আমি সানন্দে আমার যথাসর্বস্ব এমনকি নিজেকেও নিঃশেষে বিলিয়ে দিতে প্রস্তুত। আমি তোমাদের বেশি ভালবাসী বলেই কি তোমরা আমায় কম ভালবাসবে?#২ করি 2:4; 6:11; ফিলি 2:17; ১ থিষ 2:8; ২ তিম 2:10,17-18; ২ করি 7:2; 8:6,16-18
16যাই হোক, আমি তোমাদের বোঝা হইনি বলে তোমরা কি মনে কর যে আমি কৌশল করে তোমাদের বশ করেছি। 17আমি তোমাদের কাছে যাদের পাঠিয়েছিলাম তাদের মারফৎ আমি কি তোমাদের কাছ থেকে কিছু আদায় করেছি? 18আমি তীতকে যেতে অনুরোধ করেছিলাম এবং তাঁর সঙ্গে সেই ভ্রাতাকে পাঠিয়েছিলাম। কিন্তু তীত কি তোমাদের প্রতারণা করেছেন? আমরা উভয়েই কি একই আত্মার দ্বারা পরিচালিত হইনি? আমরা কি একই পথ অনুসরণ করি না?
19তোমার হয়তো মনে করছ যে আমরা এ যাবৎ তোমাদের কাছে শুধু নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে চলেছি কিন্তু না, তা নয়। ঈশ্বরের সাক্ষাতে খ্রীষ্টভক্তরূপে আমরা কথা বলছি। বন্ধুগণ, তেআমাদের গড়ে তোলাই আমাদের একমাত্র উদ্দেশ্য। 20কারণ আমার ভয় হচ্ছে যে আমি তোমাদের কাছে গিয়ে তেআমাদের যেমন দেখতে চাই বোধহয় তেমনটি দেখতে পাব না এবং তোমরা আমার যে রূপ দেখতে চাও না, হয়তো সেই রূপই দেখবে। হয়তো ওখানে গিয়ে আমি নানা ধরণের বিবাদ, ঈর্ষা, স্বার্থপরতা, অপবহাদ, কুৎসা, দম্ভ এবং বিশৃঙ্খলা দেখতে পাব। 21ভয় হচ্ছে, আমি যখন আবার তোমাদের কাছে যাব, তখন ঈশ্বর হয়তো তোমাদের সামনে আমাকে অপদস্থ করবেন। যারা পাপ করেছে অথচ তারা তাদের ঘৃণ্য কার্যকলাপ, লাম্পট্য ও ভ্রষ্টাচারের জন্য অনুতপ্ত নয়, এমন অনেকের জন্যই আমাকে দুঃখ পেতে হবে।#২ করি 2:1; 13:2

Highlight

Share

ਕਾਪੀ।

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in