1
মথি 27:46
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
বেলা প্রায় তিনটের সময় যীশু উচ্চকন্ঠে চীৎকার করে বলে উঠলেন, এলী এলী লামা শবক্তানী, অর্থাৎ ঈশ্বর, আমার, ঈশ্বর আমার, কেন আমায় পরিত্যাগ করেছ?
Compare
মথি 27:46ਪੜਚੋਲ ਕਰੋ
2
মথি 27:51-52
তখনই মন্দিরের যবনিকা উপর থেকে নীচু পর্যন্ত ছিঁড়ে দুভাগ হয়ে গেল, ভূমিকম্প হল, পর্বত বিদীর্ণ হল, সমাধিগুলি খুলে গেল, বহু মৃত পুণ্যাত্মার দেহ পুনরুজ্জীবিত হয়ে উঠল
মথি 27:51-52ਪੜਚੋਲ ਕਰੋ
3
মথি 27:50
যীশু আবার উচ্চকন্ঠে চীৎকার করে প্রাণত্যাগ করলেন।
মথি 27:50ਪੜਚੋਲ ਕਰੋ
4
মথি 27:54
শতপতি সেনানায়ক ও তাঁর সঙ্গে যাঁরা যীশুকে পাহারা দিচ্ছিলেন তাঁরা ভূমিকম্প আর ঐ সমস্ত ঘটানা ঘটতে দেখে ভয়ে অভিভূত হয়ে বললেন, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।
মথি 27:54ਪੜਚੋਲ ਕਰੋ
5
মথি 27:45
বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত সারা দেশ অন্ধকার হয়ে রইল।
মথি 27:45ਪੜਚੋਲ ਕਰੋ
6
মথি 27:22-23
পীলাত তাদের বললেন, তাহলে যাকে খ্রীষ্ট বলে সেই যীশুর সম্বন্ধে আমি কি করব? তারা সকলে বলল, ওকে ক্রুশে দেওয়া হোক। পীলাত আবার তাদের বললেন, কী অপরাধ সে করেছে? তারা আরও বেশি চীৎকার করে বলতে লাগল, ওকে ক্রুশে দাও।
মথি 27:22-23ਪੜਚੋਲ ਕਰੋ
Home
ਬਾਈਬਲ
Plans
ਵੀਡੀਓ