1
মথি 26:41
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
জেগে থাক এবং প্রার্থনা কর, যাতে তোমরা প্রলোভনে না পড়। আত্মা আগ্রহী হলেও দেহ দুর্বল।
Compare
মথি 26:41ਪੜਚੋਲ ਕਰੋ
2
মথি 26:38
তিনি তাঁদের বললেন, আমার প্রাণ মর্মান্তিক যন্ত্রণায় ম্রিয়মান। তোমরা এখানে অপেক্ষা কর এবং আমার সঙ্গে জেগে থাক।
মথি 26:38ਪੜਚੋਲ ਕਰੋ
3
মথি 26:39
আরও কিছুটা এগিয়ে তিনি মাটিতে উপুড় হয়ে পড়লেন এবং প্রার্থনা করলেন, পিতা আমার! যদি সম্ভব হয় তবে এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। কিন্তু আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা পূর্ণ হোক।
মথি 26:39ਪੜਚੋਲ ਕਰੋ
4
মথি 26:28
কারণ এ আমার রক্ত, ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপনের জন্য এবং অনেকের পাপ মোচনের জন্য পাতিত।
মথি 26:28ਪੜਚੋਲ ਕਰੋ
5
মথি 26:26
তাঁরা যখন আহারে বসলেন, তখন যীশু রুটি নিয়ে আশীর্বাদ করলেন এবং সেই রুটি টুকরো করে শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও, এই আমার দেহ।
মথি 26:26ਪੜਚੋਲ ਕਰੋ
6
মথি 26:27
পরে তিনি পানপাত্র হাতে নিলেন, ঈশ্বরের প্রশস্তি করে তাঁদের বললেন, তোমরা সকলে এই পাত্র থেকে পান কর
মথি 26:27ਪੜਚੋਲ ਕਰੋ
7
মথি 26:40
শিষ্যদের কাছে ফিরে এসে তিনি দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন। পিতরকে তিনি বললেন, একি! তোমরা ঘুমোচ্ছ? তোমরা কি আমার সঙ্গে এক ঘন্টাও জেগে থাকতে পারলে না?
মথি 26:40ਪੜਚੋਲ ਕਰੋ
8
মথি 26:29
আমি তোমাদের বলছি, এখন থেকে এই দ্রাক্ষারস আমি আর পান করব না, যতদিন না আমার পিতার রাজ্যে তোমাদের সঙ্গে নতুন দ্রাক্ষারস পান করি।
মথি 26:29ਪੜਚੋਲ ਕਰੋ
9
মথি 26:75
আর পিতরের মনে পড়ল যীশুর সেই কথাটি, ‘মোরগ ডাকবার আগে তুমি আমাকে তিনবার ও অস্বীকার করবে’। বাইরে গিয়ে আর্তকন্ঠে পিতর কাঁদতে লাগলেন।
মথি 26:75ਪੜਚੋਲ ਕਰੋ
10
মথি 26:46
ওঠ, চল আমরা3 এগিয়ে যাই। যে আমাকে ধরিয়ে দেবে, ঐ দেখ সে এগিয়ে আসছে।
মথি 26:46ਪੜਚੋਲ ਕਰੋ
11
মথি 26:52
যীশু তখন তাঁকে বললেন, তোমার তরবারি যথাস্থানে রেখে দাও। কারণ তরবারি যারা ধারণ করে তারা তরবারিতেই ধ্বংস হয়।
মথি 26:52ਪੜਚੋਲ ਕਰੋ
Home
ਬਾਈਬਲ
Plans
ਵੀਡੀਓ