আদিপুস্তক ১০

১০
নোহের বংশের বিবরণ
1 নোহের পুত্র শেম, হাম ও যেফতের বংশবৃত্তান্ত এই। জলপ্লাবনের পরে তাঁহাদের সন্তানসন্ততি জন্মিল। 2 যেফতের সন্তান- গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস। 3 গোমরের সন্তান- অস্কিনস, রীফৎ ও তোগর্ম। 4 যবনের সন্তান- ইলীশা, তর্শীশ, কিত্তীম ও দোদানীম। 5 এই সকল হইতে জাতিগণের দ্বীপ-নিবাসীরা আপন আপন দেশে স্ব স্ব ভাষানুসারে আপন আপন জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হইল।
6 আর হামের সন্তান- কূশ, মিসর, পূট ও কনান। কূশের সন্তান- সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। 7 রয়মার সন্তান- শিবা ও দদান। 8 নিম্রোদ কূশের পুত্র; তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন। 9 তিনি সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ হইলেন; তজ্জন্য লোকে বলে, সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ নিম্রোদের তুল্য। 10 শিনিয়র দেশে বাবিল, এরক, অক্কদ ও কল্‌নী, এই সকল স্থান তাঁহার রাজ্যের প্রথম অংশ ছিল। 11 সেই দেশ হইতে তিনি অশূরে গিয়া নীনবী, 12 রহোবোৎ-পুরী, কেলহ এবং নীনবী ও কেলহের মধ্যস্থিত রেষণ নগর পত্তন করিলেন; উহা মহানগর। 13 আর লূদীয়, অনামীয়, 14 লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, পলেষ্টীয়দের আদিপুরুষ কস্‌লূহীয় এবং কপ্তোরীয়- এই সকল মিসরের সন্তান। 15 এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন, তাহার পর 16 হেৎ, যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়। 17 পরে কনানীয়দের গোষ্ঠী সকল বিস্তারিত হইল। 18 সীদোন হইতে গরারের দিকে ঘসা #১০:১৮ * গাজা। পর্যন্ত, 19 এবং সদোম, ঘমোরা, অদ্‌মা ও সবোয়ীমের দিকে লাশা পর্যন্ত কনানীয়দের সীমা ছিল। 20 আপন আপন গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সকল হামের সন্তান।
21 যে শেম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর যেফতের জ্যেষ্ঠ ভ্রাতা, তাঁহারও সন্তানসন্ততি ছিল।
22 শেমের এই সকল সন্তান- এলম, অশূর, অর্ফক্‌ষদ, লূদ ও অরাম। 23 অরামের সন্তান- ঊষ, হূল, গেথর ও মশ। 24 আর অর্ফক্‌ষদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবরের জন্ম দিলেন। 25 এবরের দুই পুত্র; একজনের নাম পেলগ (ভাগ), কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল; তাঁহার ভ্রাতার নাম যক্তন। 26 আর যক্তন, 27 অল্‌মোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, 28 হদোরাম ঊষল, দিক্ল, ওবল, অবীমায়েল, শিবা, ওফীর, হবীলা ও যোববের জন্ম দিলেন; 29 এই সকলে যক্তনের সন্তান। 30 মেষা অবধি পূর্বদিকের সফার পর্বত পর্যন্ত তাহাদের বসতি ছিল। 31 আপন আপন গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সকল শেমের সন্তান। 32 আপন আপন বংশ ও জাতি অনুসারে ইহারা নোহের সন্তানদের গোষ্ঠী; এবং জলপ্লাবনের পরে ইহাদের হইতে উৎপন্ন নানা জাতি পৃথিবীতে বিভক্ত হইল।

Markering

Delen

Kopiëren

None

Wil je jouw markerkingen op al je apparaten opslaan? Meld je aan of log in

Video voor আদিপুস্তক ১০