1
আদিপুস্তক ৪৫:5
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছ বলিয়া এখন দুঃখিত কি বিরক্ত হইও না; কেননা প্রাণ রক্ষা করিবার জন্যই ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন।
နှိုင်းယှဉ်
আদিপুস্তক ৪৫:5ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
2
আদিপুস্তক ৪৫:8
অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ, তাহা নয়, ঈশ্বরই পাঠাইয়াছেন, এবং আমাকে ফরৌণের পিতৃস্থানীয়, তাঁহার সমস্ত বাটীর প্রভু ও সমস্ত মিসর দেশের উপরে শাসনকর্তা করিয়াছেন।
আদিপুস্তক ৪৫:8ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
3
আদিপুস্তক ৪৫:7
আর ঈশ্বর পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা করিতে ও মহৎ উদ্ধারের দ্বারা তোমাদিগকে বাঁচাইতে তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন।
আদিপুস্তক ৪৫:7ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
4
আদিপুস্তক ৪৫:4
পরে যোষেফ আপন ভাইদের কহিলেন, বিনয় করি, আমার নিকটে আইস। তাঁহারা নিকটে গেলেন। তিনি কহিলেন, আমি যোষেফ, তোমাদের ভাই, যাহাকে তোমরা মিসরগামীদের কাছে বিক্রয় করিয়াছিলে।
আদিপুস্তক ৪৫:4ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
5
আদিপুস্তক ৪৫:6
কারণ দুই বৎসরাবধি দেশে দুর্ভিক্ষ হইয়াছে; আরও পাঁচ বৎসর পর্যন্ত চাষ কি ফসল হইবে না।
আদিপুস্তক ৪৫:6ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
6
আদিপুস্তক ৪৫:3
পরে যোষেফ আপন ভাইদের কহিলেন, আমি যোষেফ; আমার পিতা কি এখনও জীবিত আছেন? ইহাতে তাঁহার ভাইয়েরা তাঁহার সাক্ষাতে বিহ্বল হইয়া পড়িলেন, উত্তর করিতে পারিলেন না।
আদিপুস্তক ৪৫:3ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
ပင်မစာမျက်နှာ
သမ္မာကျမ်းစာ
အစီအစဉ်များ
ဗီဒီယိုများ