মার্ক 9

9
1যীশু তাঁদের বললেন, সত্যই আমি তোমাদের বলছি, যারা আজ এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা সপরাক্রমে ঈশ্বরের রাজ্যের আগমন না দেখা পর্যন্ত মৃত্যুর স্পর্শ লাভ করবে না।
যীশুর রূপান্তর
(মথি 17:1-16; লুক 9:28-36)
2এর ছয়দিন পরে যীশু পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে নিয়ে নিরালায় এক উঁচু পাহাড়ে গেলেন। তাঁদের সামনেই তাঁর রূপান্তর হল।#মথি 17:1-13; লুক 9:28-36 3তাঁর বসন হয়ে উঠল উজ্জ্বল ও শুভ্র। পৃথিবীর কোন রজক কাপড় এত সাদা করতে পারে না। 4তারপর সেখানে মোশি এবং এলিয় আবির্ভূত হয়ে যীশুর সঙ্গে কথা বলতে লাগলেন। 5পিতর তখন যীশুকে বললেন, গুরুদেব, আমরা এখানে থাকলেই ভাল হয়। এখানে আমরা তিনটে তাঁবু খাটাই, একটা আপনার জন্য, একটা মোশির জন্য, আর একটা এলিয়ের জন্য। 6তাঁরা এত ভয় পেয়েছিলেন যে বুঝতে পারেননি কি বলা উচিত। 7এমন সময় একখণ্ড মেঘ এসে তাঁদের ঢেকে ফেলল এবং সেই মেঘ থেকে ভেসে এল একটি কণ্ঠস্বর: ইনিই আমার প্রিয় পুত্র, এঁর কথা শোন।#মার্ক 1:11; ২ পিতর 1:17-18; দ্বি.বি. 18:15; প্রেরিত 3:22 8সঙ্গে সঙ্গে তাঁরা চেয়ে দেখলেন চারিদিকে। কিন্তু যীশুকে ছাড়া আর কাউকে তংআদের সঙ্গে দেখতে পেলেন না।
9পাহাড় থেকে নেমে আসার সময় যীশু তাঁদের নিষেধ করে দিলেন যেন মৃতলোক থেকে মানবপুত্র পুনরুত্থিত না হওয়অ পর্যন্ত তাঁরা এই দর্শনের কথা কাউকে না বলেন।#মার্ক 8:30 10সুতরাং তাঁরা এই ব্যাপারটি গোপন রাখলেন এবং মৃতলোক থেকে পুনরুত্থিত হওয়অর কি অর্থ হতে পারে এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। 11তাঁরা যীশুকে জিজ্ঞাসা করলেন, শাস্ত্রীরা কেন বলেন যে, এলিয়ই প্রথমে আসবেন? 12যীশু তাঁদের বললেন, এলিয়ই প্রথমে এসে সব কিছু প্রস্তুত করবেন। তাহলে কেন শাস্ত্রে লেখা আছে যে মানবপুত্রকে বহু যন্ত্রণাভোগ করতে হবে এবং অবজ্ঞাত হতে হবে।#মালা 4:5; যিশা 53:3 13কিন্তু আমি তোমাদের বলছি, এলিয় এসে গেছেন এবং তাঁর সম্বন্ধে শাস্ত্রে যেমন লেখা আছে সেইভাবে তারা তাঁর সঙ্গে যথেচ্ছ ব্যবহার করেছে।#মথি 11:14; লুক 6:17-27; ১ রাজা 19:2-10
অপদেবতাগ্রস্ত এক বালকের আরোগ্যলাভ
(মথি 17:14-20; লুক 9:37-43)
14অন্য শিষ্যদের কাছে ফিরে এসে তাঁরা দেখলেন বিরাট এক জনতা ঘিরে রয়েছে তাঁদের এবং শাস্ত্রীরা তাঁদের সঙ্গে তর্ক করছেন।#মথি 17:14-20; লুক 9:37-42 15যীশুকে দেখতে পেয়ে সকলে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। ছুটে গিয়এ তাঁকে অভিবাদন জানাল। 16তিনি শিষ্যদের জিজ্ঞাসা করলেন, ওদের সঙ্গে তোমরা কি নিয়ে তর্ক করছ? 17ভিড়ের মধ্য থেকে একজন বলল, গুরুদেব, আমার ছেলেটাকে আপনার কাছে এনেছিলাম। ওকে অশুচি আত্মায় পেয়েছে। তাই সে বোবা হয়ে আছে। 18সে যখন ওর উপর ভর করে তখন ওকে আছাড় দিয়ে ফেলে দেয়। ওর মুখ থেকে তখন ফেনা বার হতে থাকে, দাঁত কড়মড় করে, আর ওর শরীর আড়ষ্ট হয়ে যায়। আমি আপনার শিষ্যদের অশুচি আত্মাটাকে ছাড়িয়ে দিতে বলেছিলাম কিন্তু ওঁরা পারেননি। 19যীশু তাঁদের বললেন, হে বিস্বাসহীন যুগের মানুষ আর কতদিন আমি তোমাদের সঙ্গে থাকব? কতদিন তোমাদের জন্য ধৈর্য ধরে থাকব? নিয়ে এস ওকে আমার কাছে। 20তারা ছেলেটিকে নিয়ে এল। যীশুকে দেখতে পেয়েই অশুচি আত্মাটা ছেলেটিকে খুব জোরে মুচড়ে ধরল। সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগল, ওর মুখ থেকে ফেনা বার হতে লাগল। 21ছেলেটির বাবাকে যীশু জিজ্ঞাসা করলেন, কতদিন থেকে ওর এরকম হচ্ছে? সে বলল, ছেলেবেলা থেকেই। 22বহুবার ছেলেটাকে ও মেরে ফেলার জন্য আগুনে ও জলে ফেলে দিয়েছে। আপনি যদি কিছু করতে পারেন দেখুন, দয়া করে আমাদের সাহায্য করুন। 23যীশু তাকে বললেন, ‘যদি পারেন’ কেন? যে বিশ্বা করে তার জন্য সবই করা সম্ভব।#মার্ক 11:22-23 24ছেলেটির বাবা চীৎকার করে বলল, আমি বিশ্বাস করতে চাই, আমার অবিশ্বাস দূর করুন।#লুক 7:5 25যীশু যখন দেখলেন, ভিড়ের সমস্ত লোক চেপে পড়ছে তখন তিনি সেই অশুচি আত্মাকে ধমক দিয়ে বললেন, হে মূক ও বধির অশুচি আত্মা, আমি আদেশ দিচ্ছি, বেরিয়ে এস ওর ভেতর থেকে, আর কখনও এর উপর ভর করো না। 26তখন সে চীৎকার করে ছেলেটিকে মারাত্মকভাবে মুচড়ে দিয়ে বেরিয়ে গেল। ছেলেটা মরার মত পড়ে রইল। তাই দেখে অনেকে বলতে লাগল, ও মরে গেছে।#মার্ক 1:26 27কিন্তু যীশু তাকে হাত ধরে তুললেন, সে উঠে দাঁড়াল। 28বাড়িতে যাবার পর শিষ্যেরা যীশুকে গোপনে জিজ্ঞাসা করলেন, কেন আমরা ঐ আত্মাটাকে ছাড়াতে পারলাম না? 29যীশু তাঁদের বললেন, এই ধরণের আত্মা প্রার্থনা ছাড়া তাড়ানো যায় না।
নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে যীশুর দ্বিতীয়বার ভবিষ্যদ্বাণী
(মথি 17:22-23; লুক 9:43-45)
30তাঁরা সেই স্থান ত্যাগ করে গালীল পেরিয়ে চলে গেলেন। তিনি চাননি যে কেউ সে কথা জানুক।#মথি 17:22-23; লুক 9:43-45#যোহন 7:1 31সেইসময় তিনি তাঁর শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন। তিনি তাঁদের বললেলন, মানবপুত্র মানুষের কবলে পড়তে চলেছেন। তারা তাঁকে হত্যা করবে কিন্তু নিহত হওয়ার তিনদিন পরে তিনি পুনরুত্থিত হবেন।#মার্ক 8:31; 10:32-34 32শিষ্যেরা তাঁর কথা বুঝতে পারলেন না কিন্তু তাঁকে সে কথা জিজ্ঞাসা করতেও ভয় পেলেন।#লুক 9:45; 18:34; যোহন 10:6; 12:16
শ্রেষ্ঠ কে?
33তাঁরা এলেন কফরনাউমে। বাড়ির ভেতরে যাবার পর যীশু শিষ্যদের জিজ্ঞাসা করলেন,#মথি 18:1-9; লুক 9:46-50; 17:1-2 পথে তোমরা কি আলেআচনা করছিলে?#মথি 17:24 34তাঁরা চুপ করে রইলেন কারণ তাদের মধ্যে কে শ্রেষ্ঠ —এই নিয়ে পথে তাঁরা তর্কাতর্কি করছিলেন। 35তিনি তখন আসন গ্রহণ করে বারোজনকে ডেকে বললেন, যদি কেউ প্রথম হতে চায় তাহলে তাকে থাকতে হবে সবার শেষে, তাকে হতে হবে সকলের সেবক।#মার্ক 10:44 36তিনি একটি শিশুকে এনে তাঁদের মাঝখানে দাঁড় করিয়ে দিলেন তারপর তাকে কোলে নিয়ে বললেন,#মার্ক 10:16 37এর মত একটি শিশুকে যে কেউ আমার নামে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে এবং যে কেউ আমাকে গ্রহণ করে সে শুধু আমাকে নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকেই বরণ করে।#মথি 10:40; যোহন 13:20
38যোহন যীশুকে বললেন, গুরুদেব, আমরা একটি লোককে আপনার নামে ভূত ছাড়াতে দেখেছি। আমরা তাকে এ কাজ করতে বারণ করেছি, কারণ সে আমাদের কেউ নয়।#গণনা 11:27-29 39কিন্তু যীশু বললেন, নিষেধ করো না তাকে কারণ আমার নামে অলৌকিক কাজ করার পর কেউ আমার দুর্নাম করতে পারে না। 40যে আমাদের বিপক্ষে নয় সে আমাদের সপক্ষে। সত্যই আমি তোমাদের বলছি,#মথি 12:30,41; মথি 10:42 41তোমরা খ্রীস্টের অনুগামী বলেল কেউ যদি তোমাদের এক ঘটি জলও খেতে দেয় তাহলেও সে পুরস্কার থেকে বঞ্চিত হবে না।
পাপ ও প্রলোভন
(মথি 18:6-9; লুক 17:1-2)
42এই নগণ্য ব্যক্তিরা, যারা বিশ্বাসে আমাকে আশ্রয় করেছে, তাদের কোন একজনেরও বিশ্বাসে কেউ যদি ব্যাঘাত ঘটায় তাহলে তার গলায় ভারী যাঁতা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়াই তার পক্ষে ভাল। 43যদি তোমার হাত তোমাকে পাপে প্রলুব্ধ করে, তাহলে সে হাত কেটে ফেল। কারণ দুই হাত নিয়ে নরকের জ্বলন্ত আগুনে পড়ার চেয়ে অঙ্গহীন হয়ে অনন্ত জীবনে প্রবেশ করা তোমার পক্ষে ভাল।#মথি 5:30#9:43 কোন কোন পাণ্ডুলিপিতে এই পদটি নেই। 44(নরকে কীট তাদের অনন্তকাল ধরে খেতে থাকে আর আগুন জ্বলে অনন্তকাল।) 45যদি তোমার পা তোমার পতন ঘটায় তাহলে কেটে ফেল সেই পা। দুই পা নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়অর চেয়ে খঞ্জ হয়ে অনন্ত জীবনে প্রবেশ করা ভাল। 46(নরকে কীট তাদের অনন্তকাল ধরে খেতে থাকে অর আগুন জ্বলেল অনন্তকাল।) 47যদি তোমার চোখ তোমাকে পাপে প্রবৃত্ত করে তাহলে তা উপড়ে ফেল। দুচোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়অর চেয়ে একটি চোখ নিয়ে ঈশ্বরের রাজে প্রবেশ করা ভাল।#মথি 5:29 48নরকে কীটের মৃত্যু নেই, আগুন সেখানে কখন্য নেভে না।#যিশা 66:24 49অগ্নিদহনে প্রত্যেককে শুচিশুদ্ধ হতে হবে, যেমন নিবেদিত বলিকে লবণাক্ত করে শুচি করা হয়।#লেবীয় 2:13 50লবণ ভাল জিনিষ কিন্তু লবণ যদি লবণত্ব হারায় তাহলে কি করে তোমরা তার লবণত্ব ফিরিয়ে আনবে? তোমাদের অন্তর লবণময় হোক এবং পরস্পর শান্তিতে থাক।#মথি 5:13; লুক 14:34; কল 4:6

നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:

মার্ক 9: BENGALCL-BSI

ഹൈലൈറ്റ് ചെയ്യുക

പങ്ക് വെക്കു

പകർത്തുക

None

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക