মার্ক 2

2
পক্ষাঘাতগ্রস্ত রোগীকে আরোগ্য দান
(মথি 9:1-8; লুক 5:17-26)
1কয়েকদিন পরে যীশু কফরনাহুমে ফিরে এলেন। খবর ছড়িয়ে পড়ল যে তিনি বহাড়িতে আছেন।#মথি 9:1-8; লুক 5:17-26 2ফলে সেখানে এত লোক এসে জড়ো হল যে দরজার সামনে পর্যন্ত একটুও জায়গা রইল না। যীশু তাদের কাছে প্রচার করতে লাগলেন। 3সেই সময় একদল লোক একটি পক্ষাঘাতগ্রস্ত রোগীকে তাঁর কাছে নিয়ে এল। চারজন লোক তাকে বয়ে নিয়ে এসেছিল। 4কিন্তু ভিড়ের জন্য তারা তাঁর কাছে যেতে পারল না। তাই যীশু যেখানে ছিলেন সেই জাগায় ছাদ খুলে সেই ফাঁক দিয়ে তারা খাটশুদ্ধ সেই রোগীকে নামিয়ে দিল। 5যীশু তাদের বিশ্বাস দেখে পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা করা হল।
6সেখানে কয়েকজন শাস্ত্রী বসেছিলেন। তাঁরা ভাবতে লাগলেন 7এ লোকটা এমন কথা কেন বলছে? এ তো ঈশ্বর-নিন্দা! একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? #যিশা 43:25 8সঙ্গে সঙ্গে যীশু তাঁদের মনের কথা জানতে পেরে বললেন, তোমরা এ ধরণের কথা কেন ভাবছ? 9এই পক্ষাঘাতগ্রস্ত রোগীকে কোন কথাটা বলা সহজ —‘তোমার পাপ ক্ষমা হল’ না, ‘ওঠ, তোমার খাট তুলে নিয়ে চলে যাও'? 10কিন্তু তোমাদের জানা দরকার, এই পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার মানবপুত্রের আছে। তারপর পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে যীশু বললেন, 11তোমায় আমি বলছি, ওঠ, তোমার খাট তুলে নিয়ে বাড়ি যাও। 12সঙ্গে সঙ্গে সে উঠে খাট তুলে নিয়ে সকলের সামনে দিয়ে চলে গেল। বিস্ময়ে অভিভূত হয়ে সকলে ঈশ্বরের স্তুতি করতে লাগল, বলতে লাগল, এমনটি আর কখনও দেখিনি।
লেবিকে আহ্বান
(মথি 9:9-13; লুক 5:27-32)
13যীশু আবার ফিরে গেলেন গালীল সাগরের উপকূলে। জনতা তার চারিদিকে ভিড় করে দাঁড়াল। যীশু তাদের উপদেশ দিলেন।#মথি 9:9-13; লুক 5:27-32 14সেখান থেকে চলে যাওয়ার পথে যীশু দেখলেন কর আদায়ের দপ্তরে আলফেয়ের পুত্র লেবি বসে আছেন। যীশু তাঁকে বললেন, আমার অনুগামী হও তিনি তখনই উঠে যীশুকে অনুসরণ করলেন।
15যীশু শিষ্যদের নিয়ে লেবির বাড়িতে আহারে বসলেন। তাঁদের সঙ্গে অনেক কর আদায়কারী আর সমাজের চোখে ঘৃণ্য লোকেরাও এসে ভোজে বসল। 16কয়েকজন ফরিশী ও শাস্ত্রী যীশুকে তাদের সঙ্গে খেতে দেখে তাঁর শিষ্যদের বললেন, যীশু কর আদায়কারীর আর পাপীদের সঙ্গে কেন আহারে বসেছেন? 17যীশু তাঁদের কথা শুনতে পেয়ে বললেন, রোগীদের জন্যই চিকিৎসকদের প্রয়োজন, সুস্থদের নয়। আমি এসেছি পাপীদের আহ্বান করতে, ধার্মিকদের নয়।
উপবাস সংক্রান্ত প্রশ্ন
(মথি 9:14-17; লুক 5:33-39)
18এক সময়ে বাপ্তিষ্মদাতা যোহনের শিষ্যেরা এবং ফরিশীরা যখন উপবাস করছিলেন তখন লোকেরা এসে যীশুকে জিজ্ঞাসা করল, যোহনের শিষ্যেরা এবং ফরিশীদের শিষ্যেরা উপবাস করে, কিন্তু আপনার শিষ্যেরা উপবাস করে না কেন?#মথি 9:14-17; লুক 5:33-38 19যীশু তাদের বললেন, বর সঙ্গে থাকতে বরযাত্রীরা কি উপবাস করতে পারে? বর যতক্ষণ তাদের সঙ্গে থাকে, তারা উপবাস করতে পারে না। 20এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে সরিয়ে নেওয়অ হবে, তখন তারা উপবাস করবে।
নতুন ও পুরাতন
21পুরানো জামায় কেউ নতুন কাপড়ের তালি দেয় না, যদি দেয় তাহলে নতুন তালিটা ঐ পুরানো জামা থেকে ছিঁড়ে বেরিয়ে যায়। ফলে ছেঁড়াটা আরও বড় হয়। 22পুরানো পাত্রে কেউ টাটকা সুরা রাখে না, রাখলে টাটকা সুরা পাত্রটিকে ফাটিয়ে দেয়। ফলে সুরা ও পাত্র —দুই-ই নষ্ট হয়। টাটকা সুরার জন্য চাই নতুন পাত্র।
সাব্বাথ সংক্রান্ত প্রশ্ন
(মথি 12:1-8; লুক 6:1-5)
23কোন এক সাব্বাথদিনে#2:23 অর্থাৎ শনিবার। ইহুদীরা এই দিনটিকে শাস্ত্রমতে বিশ্রামবাররূপে পালন করে। যীশু একটি শস্যক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তাঁর শিষ্যেরা শস্যের শীষ ছিঁড়তে লাগলেন।#মথি 12:1-8; লুক 6:1-5 24তাই দেখে ফরিশীরা যীশুকে বললেন, সাব্বাথদিনে যা করা উচিত নয়, আপনার শিষ্যেরা সেই কাজ কেন করছে? 25তিনি তাঁদের বললেন, দাউদ ও তাঁর অনুচরের ক্ষুধার্ত হয়এ কি করেছিলেন, তা কি আপনারা কখনও পড়েননি? 26তখন আবিয়াথার ছিলেন মহাযাজক। সেই সময় দাউদ ঈশ্বরের মন্দিরে ঢুকে ঈশ্বরের উপস্থিতির প্রতীক রুটি#2:26 পুরাতন অনুবাদ: দর্শন রুটি। —যা পুরোহিত ছাড়া আর কারও খাওয়া বিহিত নয় —তাই তিনি নিজেও খেয়েছিলেন এবং আনুচরদেরও দিয়েছিলেন।#১ শমু 21:1-6; লেবীয় 24:5-9 27তিনি তাঁদের আরও বললেন, মানুষেরই জন্য সাব্বাথদিনের সৃষ্টি, সাব্বাথদিনের জন্য মানুষ নয়।#দ্বি.বি. 5:12-15; যাত্রা 20:8-11 28মানবপুত্র সাব্বাথ দিনেরও কর্তা।

നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:

মার্ক 2: BENGALCL-BSI

ഹൈലൈറ്റ് ചെയ്യുക

പങ്ക് വെക്കു

പകർത്തുക

None

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക