মার্ক 12
12
দ্রাক্ষাকুঞ্জের বিদ্রোহী চাষীদের উপাখ্যান
(মথি 21:23-46; লুক 20:9-19)
1তারপর যীশু লোকদের একটি উপাখ্যান বলতে আরম্ভ করলেনঃ এক ব্যক্তি একটি দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে তার চারদিকে বেড়া দিয়ে ঘিরে দিলেন। দ্রাক্ষামাড়াই করার জন্য একটা কুণ্ড তৈরী করলেন এবং সেখাএ একটি চৌকিঘর তৈরী করলেন। তারপর চাষীদের সেটা বিলি করে দিয়ে বিদেশে চলে গেলন।#মথি 21:33-46; লুক 20:9-19#যিশা 5:1-2 2ফলের মরশুম এলে তিনি একটি ভৃত্যকে চাষীদের কাছে পাঠালেন দ্রাক্ষাকুঞ্জ থেকে ফলের ভাগ নেবার জন্য। 3চাষীরা তাকে মেরেধরে খালি হাতে ফেরৎ পাঠিয়ে দিল। 4তিনি আবার তাদের কাছে অন্য একটি ভৃত্যকে পাঠালেন। একেও তারা খুব অপমান করল, মেরে মাথা ভেঙ্গে দিল। 5তিনি আর একজনকে পাঠালেন। তাকে তারা হত্যা করল। আরও অনেক জনের সঙ্গে একই ব্যবহার করল, কাউকে মারধোর করল, কাউকে বা হত্যা করল। 6আর একজন মাত্র বাকী চিল, তিনি হলেন তাঁর প্রিয়তম পুত্র। শেষে তাঁকেই পাঠালেন তিনি। ভাবলেন, অন্ততঃ আমার পুত্রকে তারা মানবে। 7কিন্তু চাষীরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, এই হচ্ছে উত্তরাধিকারী। এস, একে আমরা মেরে ফেলি, তাহলে মালিকানা আমাদের হবে। 8তারা তাঁকে হত্যা করে মৃতদেহটি দ্রাক্ষাকুঞ্জের বাইরে ফেলে দিল।#হিব্রু 13:12 9দ্রাক্ষাকুঞ্জের মালিক এবার কি করবেন? তিনি স্বয়ং এসে সেই চাষীদের ধ্বংস করবেন এবং দ্রাক্ষাকুঞ্জটি অন্য চাষীদের কাচে বিলি করে দেবেন। 10তোমরা কি শাস্ত্রে একথা পড়নি:
“যে শিলাখণ্ডটি স্থপতিরা করেছিল বর্জন
সেটিই হল কোণের ভিত্তিপ্রস্তর#গীত 118:22-23
11এ মহান কীর্তি প্রভুরই,
আমাদের দৃষ্টিতে বিস্ময়কর।”
12ইহুদী নেতারা বুঝতে পেরেছিলেন যে যীশু তাঁদের উদ্দেশ্য করেই এই উপাখ্যানটি বললেন তাই তাঁরা যীশুকে গ্রেপ্তার করার সুযোগ খুঁজতে লাগলেন। কিন্তু জনসাধারণের ভয়ে নিরস্ত হয়ে তাঁরা যীশুর কাছ থেকে চলে গেলেন।
করদান প্রসঙ্গ
(মথি 22:15-22; লুক 20:20-27)
13তাঁরা গিয়ে কয়েকজন ফরিশী আর হেরোদীয় সম্প্রদায়ের কয়েকজনকে যীশুর কাচে পাঠিয়ে দিলেন তাঁকে কথার ফাঁদে ফেলে ধরবার জন্য।#মথি 22:15-22; লুক 20:20-26#মার্ক 3:6 14তারা গিয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমরা জানি, আপনি খাঁটি লোক, কাউকে পরোয়া করেন না, কারও মুখ চেয়ে কথা বলেন না। আপনি সত্যনিষ্ঠভাবে ঈশ্বরের পথের বিষয় শিক্ষা দিয়ে থাকেন। আচ্ছা বলুন তো, সীজারকে কর দেওয়া আমাদের উচিত কি না? 15আমরা তা দেব কি না? যীশু তাদের চালাকি বুঝতে পেরে বললেন, কেন আমায় ফাঁদে ফেলার চেষ্টা করছ? একটা মুদ্রা নিয়ে এস আমার কাছে, দেখি আমি। 16তারা নিয়ে এল মুদ্রা। যীশু তাদের বললেন, এ মূর্তি আর নাম কার? তারা বলল, সীজারের। 17যীশু তাদের বললেন, যা সীজারের প্রাপ্য তা সীজারকে দা্য এবং যা ঈসবরের প্রাপ্য তা ঈশ্বরকে দাও। একথা শুনে তারা অবাক হয়ে গেল। #রোমীয় 13:7
পুনরুত্থান প্রসঙ্গ
(মথি 22:23-33; লুক 20:27-40)
18পুনরুত্থান বলে কিছু নেই —এই মতে যারা বিশ্বাসী, সেই সদ্দুকী সম্প্রদায়ের কয়েকজন লোক যীশুর কাছে এসে জিজ্ঞাসা করল,#মথি 22:22-33; লুক 20:27-38 19গুরুদেব, মোশি আমাদের বিধান দিয়ে গেছেন, যদি কোন ব্যক্তির ভাই নিঃসন্তান আবস্থায় স্ত্রীকে রেখে মারায় তাহলে সেই ব্যক্তি ঐ স্ত্রীকে গ্রহণ করে নিজের ভাইয়ের বংশ রক্ষা করবে।#দ্বি.বি. 25:5-6; আদি 38:8 20(মনে করুন) সাতটি ভাই ছিল। বড় ভাই বিয়ে করল, কিন্তু নিঃসন্তান অবস্থায় মারা গেল। 21তকন মেজ ভাই সেই স্ত্রীকে বিয়ে করল, সেও নিঃসন্তান অবস্থায় মারা গেল। সেজ ভাইও তাই করল। 22এইভাবে সাত ভাই-ই তাকে গ্রহণ করল এবং কোন সন্তান না রেখে মারা গেল। সবশেষে সেই স্ত্রীলোকটিও মারা গেল। 23তাহলে পুনরুত্থানের পর তারা যখন জীবিত হয়ে উঠবে তখন ঐ স্ত্রীলোকটি কার স্ত্রী হবে? কারণ সে তো সাতজনেরই স্ত্রী ছিল? 24যীশু তাদের বললেন, তোমরা ভ্রান্ত, কারণ তোমাদের না আছে শাস্ত্রজ্ঞান, না আছে ঈশ্বরের শক্তি সম্বন্ধে কোন ধারণা। 25তারা যখন মৃতলোক থেকে পুনরুত্থিত হয় তখন তারা বিয়ে করে না বা তাদের বিযে দেওয়অও হয় না। তারা তখন হয় স্বর্গদূতের মত। 26তা ছাড়া মৃতদের পুনরুত্থানের বিষয়ে মোশির গ্রন্থে যেখানে ঝোপের ঘটনার উল্লেখ আছে, তা কি তোমরা পড়নি? সেখানে ঈশ্বর কিভাবে তাঁকে বলেছেন, ‘আমি অব্রাহামের ঈশ্বর, আমি ইসহাকের ঈশ্বর এবং যাকোবের ঈশ্বর?’#যাত্রা 3:২-6; মথি 8:11; লুক 16:22 27তিনি মৃতদের ঈশ্বর নন, জীবিতদের ঈশ্বর! তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল।
সর্বোত্তম নীতি
(মথি 22:34-40; লুক 10:25-28)
28একজন শাস্ত্রী সেখানে দাঁড়িয়ে তাঁদের বিতর্ক শুনছিলেন। তিনি যখন দেখলেন, যীশু তাদের উপযুক্ত উত্তর দিয়েছেন, তখন তিনি যীশুকে জিজ্ঞাসা করলেন, কোন আজ্ঞাটি সর্বপ্রধান?#মথি 22:34-40; লুক 10:25-28 29যীশু উত্তর দিলেন, সর্বপ্রধান আজ্ঞা হল এই, ‘শোন হে ইসরায়েল, আমাদের প্রভু পরমেশ্বরই একমাত্র প্রভু।#দ্বি.বি. 6:4-5 30তুমি তোমার হৃদয়, মন ও আত্মা দিয়ে এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার প্রভু পরমেশ্বরকে ভালবাসবে।’ 31দ্বিতীয়টি হল এই, ‘তোমার প্রতিবেশীকে আত্মজ্ঞানে ভালবাসবে।’ এর চেয়ে বড় আর কোন আদেশ নেই।#লেবীয় 19:18; যোহন 15:12-13 32শাস্ত্রী তাঁকে বললেন, ঠিক বলেছেন গুরুদেব। আপনি যথার্থই বলেছেন যে তিনিই একমাত্র প্রভু, তিনি ছাড়া আর কোন ঈশ্বর নেই।#লুক 20:39; দ্বি.বি. 4:35; 6:4 33হৃদয়, বুদ্দি ও সমস্ত শক্তি দিয়ে তাঁকে ভালবাসা এবং প্রতিবেশীকে আত্মজ্ঞানে ভালবাসা হেআম ও বলিদানের চেয়েও অনেক বড়।#১ শমু 15:22 34শাস্ত্রীর এই কথায় যীশু তাঁর উপলব্ধির পরিচয় পেলন। তাই তাঁকে তিনি বললেন, ঈশ্বরের রাজ্য থেকে তুমি আর দূরে নও। এরপর যীশুকে আর কেউ কোন প্রশ্ন করতে সাহস পেল না।#প্রেরিত 26:27-29
দাউদ-সন্তান প্রসঙ্গ
(মথি 22:41-46; লুক 20:41-44)
35মন্দিরে উপদেশ দিতে দিতে যীশু বললেন, শাস্ত্রীরা কি করে বলেন যে খ্রীস্ট দাউদের সন্তান?#মথি 22:41-46; লুক 20:41-44 36দাউদ নিজেই পবিত্র আত্মার অনুপ্রেরণায় ঘোষণা করেছেনঃ
প্রভু পরমেশ্বর আমার প্রভুকে বলেন,
যিনি আমার রাজা,
তুমি আমার দক্ষিণে বস,
যতক্ষণ না তোমার শত্রুদের আমিকরি তোমার পাদপীঠ।#গীত 110:1; ২ শমু 23:2
37দাউদ স্বয়ং তাঁকে প্রভু বলে সম্বোধন করেছেন, সুতরাং কি করে তিনি দাউদের সন্তান হতে পারেন? বিরাট জনতা সাগ্রহে তাঁর কথা শুনতে লাগল।
শাস্ত্রীদের সম্বন্ধে যীশুর সাবধানবাণী
(মথি 23:1-36; লুক 20:45-47)
38যীশু উপদেশ দিতে গিয়ে বললেন, শাস্ত্রীদের সম্বন্ধে সাবধান থেকো।#মথি 23:5-7; লুক 20:45-47 39এরা লম্বা আলখাল্লা পরে বেড়াতে ভালবাসে, হাটে-বাজারে অভিনন্দন পেতে ভালবাসে, সমাজভবনে এবং ভোজসভায় শ্রেষ্ঠ আসন ও সম্মান পেতে ভালবাসে।#প্রেরিত 12:2; প্রকা 1:9 40এরা বিধবার সম্পত্তি আত্মসাৎ করে এবং লোক দেখানো দীর্ঘ প্রার্থনা করে, তাদের শাস্তি হবে কঠোরতর।
শ্রেষ্ঠ দান
(লুক 21:1-4)
41একদিন মন্দিরের কোষাগারের সামনে বসে যীশু দেখছিলেন লোকেরা অর্থভাণ্ডারে কিভাবে অর্থদান করছে। ধনী লোকেরা বহু অর্থ দান করল।#২ রাজা 12:9#লুক 21:1-4 42এক দরিদ্র বিধবা সেখানে এসে দুটি তামার মুদ্রা রাখল, যারর মূল্য নিতান্ত অল্প।#লুক 22:25-27 43তখন যীশু তাঁর শিষ্যদের কাছে ডেকে বললেন, সত্যই আমি তোমাদের বলছি, এই দরিদ্র বিধবাটি সকলের চেয়ে বেশি দান করল।#মার্ক 9:35 44কারণ তারা সকলে ধনীরা নিজেদের অজস্র সম্পদ থেকে কিছু দান করেছে কিন্তু এই নিঃস্ব নারী তার যা কিছু সম্বল ছিল, সবই দান করল।#২ করি 8:12
നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:
মার্ক 12: BENGALCL-BSI
ഹൈലൈറ്റ് ചെയ്യുക
പങ്ക് വെക്കു
പകർത്തുക

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.