প্রেরিত 14

14
ইকনিয়ামে প্রচার
1ইকনিয়ামে গিয়ে পৌল ও বারনাবাস এক সঙ্গে গেলেন ইহুদীদের সমাজভবনে। সেখানে তাঁদের ভাষণে উদ্বুদ্ধ হয়ে বহু ইহুদী ও গ্রীক খ্রীষ্টে বিশ্বাস করল। 2কিন্তু অবিশ্বাসী ইহুদীরা খ্রীষ্টানুসারীদের বিরুদ্ধে অইহুদীদের মন বিষিয়ে তুলল।#প্রেরিত 13:45 3পৌল ও বারনাবাস সেখানে অনেক দিন কাটালেন এবং নির্ভীক দৃঢ়তায় প্রভুর ওপর বিশ্বাস করে প্রকাশ্যে প্রচার করতে লাগলেন। প্রভু তাঁদের মাধ্যমে নানা অলৌকিক কার্য সাধন করে তাঁর অনুগ্রহের শুভবার্তার সত্যতা প্রমাণিত করলেন।#প্রেরিত 5:12; 19:11; মার্ক 16:20; হিব্রু 2:4 4তখন শহরের লোকেরা দুটি দলে ভাগ হয়ে গেল। একদল ইহুদীদের পক্ষ এবং অপরদল প্রেরিত শিষ্যদের পক্ষ গ্রহণ করল।
5এবার ইহুদী ও অইহুদীরা তাদের পৌরকর্তৃপক্ষের সঙ্গে মিলে পৌল ও বারনাবাসকে উৎপীড়ন করার ও পাথর মারার ষড়যন্ত্র করল।#প্রেরিত 14:19; ২ তিম 3:11 6একথা জানতে পেরে তাঁরা লিকনিয়া, লিস্ত্রা ও দর্বি শহর এবং সন্নিহিত গ্রামাঞ্চলে পালিয়ে গেলেন।#মথি 10:23 7সেখানে তাঁরা সুসমাচার প্রচার করতে লাগলেন।#প্রেরিত 11:19-20
লিস্ত্রা ও দর্বিতে প্রচার
8-9লিস্ত্রায় পৌল যখন প্রচার করছিলেন, সেখানে একটি লোক তাঁর কথা শুনছিল। জন্ম থেকেই সে ছিল খঞ্জ। জীবনে কোনদিনই সে হাঁটেনি। পৌল তার মুখের দিকে চেয়ে বুঝলেন যে সুস্থতা লাভ করার মত বিশ্বাস তার আছে। 10তিনি তখন উচ্চকণ্ঠে তাকে বললেন, ওঠ, সোজা হয়ে দাঁড়াও। সে তখন এক লাফে উঠে দাঁড়িয়ে হাঁটতে আরম্ভ করল। 11জনতা পৌলের এই অলৌকিক কীর্তি দেখে লিকোনিয়ার দেশীয় ভাষায় উচ্চস্বরে বলতে লাগল, মানুষের বেশে দেবতারা আমাদের কাছে নেমে এসেছেন।#প্রেরিত 28:6 12তারা বারনাবাসের নাম দিল জিউস ও পৌলের নাম দিল হার্মেস। কারণ পৌল ছিলেন প্রধান বক্তা। 13শহরের পুরোভাগে অবস্থিত জিউসের মন্দিরের পুরোহিত নগরতোরণে কয়েকটি বৃষ ও কিছু ফুলের মালা এনে সেখানকার সমস্ত লোকের সঙ্গে মিলিত হয়ে তাঁদের উদ্দেশে বলি দিতে উদ্যত হল।
14প্রেরিত শিষ্য বারনাবাস ও পৌল এ কথা শুনে নিজেদের পরণের কাপড় ছিঁড়ে ছুটে গেলেন সেই জনতার মাঝখানে। চীৎকার করে বললেন, 15বন্ধুগণ, তোমরা এ কি করছ? আমরাও মানুষ, তোমাদেরই মতো নশ্বর মানুষ। আমরা এখানে তোমাদের কাছে সুসমাচার প্রচার করতে এসেছি যাতে তোমরা এই সমস্ত অসার বস্তুগুলি ত্যাগ করে জীবন্ত ঈশ্বরের প্রতি মনোনিবেশ কর। তিনি আকাশ, পৃথিবী, সমুদ্র ও তাদের মধ্যে যা কিছু আছে, সবই সৃষ্টি করেছেন।#প্রেরিত 10:26; যাকোব 5:17; যাত্রা 20:11; গীত 146:6; যিশা 37:16; যির 32:17 16অতীতে তিনি সমস্ত জাতিকে নিজেদের ইচ্ছামত চলতে দিয়েছিলেন#প্রেরিত 17:30 17কিন্তু তা সত্ত্বেও তাঁর নিজস্ব প্রকৃতি তোমাদের কাছে অব্যক্ত রাখেননি। তাঁর করুণাধারা বর্ষণের মধ্যে তার সম্যক প্রকাশ। তিনি তোমাদের আকাশ থেকে বৃষ্টি দিয়ে উপযুক্ত সময়ে শস্য দান করেছেন, তোমাদের আহার্য দান করেছেন, হৃদয় তোমাদের ভরে দিয়েছেন সুখের ঐশ্বর্যে।#গীত 147:8; যির 5:24 18এই সমস্ত কথা বলে অতিকষ্টে তাঁরা জনতাকে তাঁদের উদ্দেশে বলিল উৎসর্গ করা থেকে নিবৃত্ত করলেন।
19এণ্টিয়ক এবং ইকনিয়াম থেকে সেই সময় কয়েকজন ইহুদী এসে স্থানীয় লোকদের বশ করে নিল। তাদের প্ররোচনায় জনতা পৌলকে পাথর মারতে লাগল। তারপর পৌল মারা গেছেন মনে করে তাঁকে টানতে টানতে শহরের বাইরে নিয়ে গিয়ে ফেলে দিল।#প্রেরিত 14:5; ২ করি 11:25; ২ তিম 3:11 20তাঁর শিষ্যেরা তাঁর কাছে এসে ঘিরে দাঁড়ালেন। পরে তিনি উঠে শহরে ফিরে গেলেন। পরের দিন তিনি বারনাবাসের সঙ্গে দর্বি নগরের দিকে রওনা হয়ে গেলেন।
এণ্টিয়কে পৌলের প্রত্যাবর্তন
21পৌল ও বারনাবাস দর্বি শহরে সুসমাচার প্রচার করে অনেক জনকে শিষ্য করলেন। তারপর ফিরে গেলেন লিস্ত্রায়। সেখান থেকে গেলেন ইকনিয়ামে, তারপর এণ্টিয়কে।#মথি 28:19 22সেই সমস্ত জায়গার নবদীক্ষিত খ্রীষ্টবিশ্বাসীদের মনে তাঁরা সাহস সঞ্চার করলেন এবং একনিষ্ঠভাবে তাদের বিশ্বাসে অটল থাকতে উৎসাহ দিলেন। তাদের বললেন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে আমাদের বহু দুঃখ, যন্ত্রণা, নির্যাতন পার হয়ে যেতে হবে।#প্রেরিত 11:23; ১ থিষ 3:3; মথি 7:14 23প্রত্যেকটি মণ্ডলীর পরিচালনার জন্য তাঁরা প্রবীণদের নিযুক্ত করলেন এবং যে প্রভুকে তাঁরা বিশ্বাসে গ্রহণ করেছিলেন, প্রার্থনা ও উপবাস সহকারে তাঁরই কাছে প্রেরিত শিষ্যেরা তাঁদের সমর্পণ করলেন।#প্রেরিত 13:3
24তারপর তাঁরা পিসিদিয়া অতিক্রম করে পামফিলিয়া শহরে গেলেন। 25পর্গাতে সুসমাচার প্রচার করে তাঁরা চলে গেলেন আতালিয়াতে। 26সেখান থেকে চলপথে আবার তাঁরা ফিরে গেলেন এণ্টিয়কে। সদ্যসমাপ্ত এই প্রচার অভিযানের জন্য এখানেই তাঁদের ঈশ্বরের অনুগ্রহের অধীনে সমর্পণ করা হয়েছিল।#প্রেরিত 13:1-2
27এণ্টিয়কে ফিরে গিয়ে তাঁরা সমবেত মণ্ডলীর কাছে ঈশ্বর তাঁদের কাজে কিভাবে সাহায্য করেছেন, কিভাবে তিনি অইহুদীদের বিশ্বাসের দ্বার খুলে দিয়েছেন —সমস্ত কথা বললেন।#১ করি 16:9; প্রেরিত 11:18; 13:48 28তাঁরা খ্রীষ্ট বিশ্বাসীদের সঙ্গে সেখানে কিছুদিন কাটালেন।

നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:

প্রেরিত 14: BENGALCL-BSI

ഹൈലൈറ്റ് ചെയ്യുക

പങ്ക് വെക്കു

പകർത്തുക

None

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക