1
১ তীমথিয় ৬:12
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ কর; অনন্ত জীবন ধরিয়া রাখ; তাহারই নিমিত্ত তুমি আহূত হইয়াছ, এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ।
താരതമ്യം
১ তীমথিয় ৬:12 പര്യവേക്ഷണം ചെയ്യുക
2
১ তীমথিয় ৬:10
কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল; তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপথগামী হইয়াছে, এবং অনেক যাতনারূপ কণ্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে।
১ তীমথিয় ৬:10 പര്യവേക്ഷണം ചെയ്യുക
3
১ তীমথিয় ৬:6
বাস্তবিকই ভক্তি, সন্তোষযুক্ত হইলে, মহালাভের উপায়
১ তীমথিয় ৬:6 പര്യവേക്ഷണം ചെയ്യുക
4
১ তীমথিয় ৬:7
কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না
১ তীমথিয় ৬:7 പര്യവേക്ഷണം ചെയ്യുക
5
১ তীমথিয় ৬:17
যাহারা এই যুগে ধনবান, তাহাদিগকে এই আজ্ঞা দেও, যেন তাহারা গর্বিতমনা না হয়, এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে
১ তীমথিয় ৬:17 പര്യവേക്ഷണം ചെയ്യുക
6
১ তীমথিয় ৬:9
কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সেই সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে।
১ তীমথিয় ৬:9 പര്യവേക്ഷണം ചെയ്യുക
7
১ তীমথিয় ৬:18-19
যেন পরের উপকার করে, সৎ ক্রিয়ারূপ ধনে ধনবান হয়, দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়; এইরূপে তাহারা আপনাদের নিমিত্ত, ভাবীকালের জন্য উত্তম ভিত্তিমূলস্বরূপ নিধি প্রস্তুত করুক, যেন, যাহা প্রকৃতরূপে জীবন, তাহাই ধরিয়া রাখিতে পারে।
১ তীমথিয় ৬:18-19 പര്യവേക്ഷണം ചെയ്യുക
ആദ്യത്തെ സ്ക്രീൻ
വേദപുസ്തകം
പദ്ധതികൾ
വീഡിയോകൾ