২ থিষলনীকীয় ভূমিকা

ভূমিকা
যীশু খ্রীষ্টের প্রত্যাশিত পুনরাগমন সম্বন্ধে থিষলনীকীর খ্রীষ্টীয় মণ্ডলীতে বিভ্রান্তি দেখা দেওয়ায় সেখানে বিক্ষোভ ও অশান্তি চলিতে থাকে। প্রভুর পুনরাগমনের দিন আসিয়া পড়িয়াছে- জনসাধারণের মধ্যে প্রচারিত এই বিশ্বাস সম্পর্কে থিষলনীকীয় মণ্ডলীর নিকটে প্রেরিত পৌলের ইহা দ্বিতীয় পত্র। পৌল তাঁহার পত্রে এই ভ্রান্ত ধারণাকে সংশোধন করিয়া দেন এবং বলেন যে, খ্রীষ্টের পুনরাগমনের পূর্বে “খ্রীষ্টারি” নামে রহস্যময় এক ব্যক্তির নেতৃত্বে পাপ, অধর্ম ও অনাচার চূড়ান্ত পর্যায়ে গিয়া পৌঁছাইবে। এই ব্যক্তির একমাত্র কাজ খ্রীষ্টের বিরোধিতা করা।
প্রেরিত পৌল তাঁহার পাঠকদের নিকটে বিশেষভাবে এই কথা জানাইয়াছেন যে, নানা বিপর্যয় ও নির্যাতনের মধ্যেও তাহাদের বিশ্বাসে অবিচল থাকা প্রয়োজন, কোনভাবে ধৈর্য হারাইলে চলিবে না। পৌল ও তাঁহার সহকর্মীরা যেভাবে আপনাদের জীবিকা নির্বাহের জন্য কাজ করিয়া চলিয়াছেন, সেইভাবে তাহাদেরও কাজ করিয়া যাইতে হইবে এবং অসীম ধৈর্য ও অধ্যবসায় লইয়া সৎকর্ম করিয়া চলিতে হইবে।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১-২
প্রশংসা ও আশ্বাসসহ নির্দেশাবলি - ১:৩-১২
খ্রীষ্টের পুনরাগমন সংক্রান্ত নির্দেশাবলি - ২:১-১৭
খ্রীষ্টীয় আচরণ পালন করিবার পরামর্শ ও প্রেরণা দান - ৩:১-১৫
উপসংহার - ৩:১৬-১৮

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte