রোমীয় 6

6
পাপ সম্পর্কে মৃত কিন্তু খ্রীষ্টের সঙ্গে একাত্মতায় জীবিত
1তাহলে কি বলব? অনুগ্রহের প্রাচুর্য যাতে হয় সেজন্য কি আমরা পাপে রত থাকব?#রোমীয় 3:5-8 2না, কখনও না, পাপের পক্ষে যখন আমরা মৃত, তখন কি করে আমরা আবার পাপে লিপ্ত হব?#১ পিতর 2:24; কল 2:20; 3:3 3তোমরা কি জান না, আমরা যারা বাপ্তিষ্মের মাধ্যমে যীশু খ্রীষ্টের সঙ্গে সম্মিলিত হয়েছি, আমরা সকলেই তাঁর মৃত্যুর শরিক হয়েছি।#গালা 3:27 4বাপ্তিষ্মের মাধ্যমে আমরা তাঁর সঙ্গে মৃত্যুবরণ করেছি, সমাহিত হয়েছি। তাই পিতা ঈশ্বরের মহিমায় খ্রীষ্ট যেমন মৃত্যুলোক থেকে পুনর্জীবিত হয়েছেন, তেমনি আমরাও নবায়িত জীবনে উত্তীর্ণ হব।#রোমীয় 7:6; কল 2:12-13
5তাঁর মৃত্যুতে তাঁর সঙ্গে সংযুক্ত হয়ে যদি আমরা তাঁর সাদৃশ্য লাভ করে থাকি তাহলে নিশ্চয়ই আমরা তাঁর পুনরুত্থানে তাঁর সঙ্গে সংযুক্ত থেকে তাঁরই মত হব।#২ করি 4:18; ফিলি 3:10-21 6আমরা জানি, আমাদের পুরাতন সত্তা তাঁর সঙ্গেই ক্রুশে আরোপিত হয়েছে যাতে আমাদের পাপ কলুষিত সত্তা বিলুপ্ত হয়, যেন পাপের দাসত্ব আর আমরা না করি।#গালা 5:24; 6:14 7কারণ মৃত ব্যক্তি পাপের দায় থেকে মুক্ত।#১ পিতর 4:1 8কিন্তু খ্রীষ্টের সঙ্গে যখন আমাদের মৃত্যু হয়েছে, তখন আমরা বিশ্বাস করি যে তাঁর সঙ্গে আমরা জীবন লাভও করব। 9কারণ আমরা জানি যে মৃতলোক থেকে পুনর্জীবিত হয়েছেন বলেই খ্রীষ্টের আর মৃত্যু হবে না। তাঁর উপর মৃত্যুর আর কোন কর্তৃত্ব নেই। 10পাপের পরিপ্রেক্ষিতে তিনি একবারই মৃত্যুবরণ করেছিলেন, এবং যে জীবনে তিনি আজ অধিষ্ঠিত সে জীবন ঈশ্বরেরই জান।#হিব্রু 7:27; 9:26-28; ১ পিতর 3:18 11অনুরূপভাবে তোমরা নিজেদের পাপ সম্পর্কে মৃত এবং যীশু খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত হয়ে ঈশ্বরের উদ্দেশে জীবিত বলে মনে কর।#রোমীয় 6:2; ২ করি 5:14-15; গালা 2:19; ১ পিতর 2:24
12সুতরাং, পাপ যেন তোমাদের নশ্বর দেহে আধিপত্য করে তোমাদের দেহিক বাসনার অনুগত করে না ফেলে।#আদি 4:7; গীত 19:13; 119:133 13তোমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলিকে দুষ্কর্মের যন্ত্ররূপে পাপের কবলে সমর্পণ করে দিয়ো না। বরং মৃতলোক থেকে পুনর্জীবিত মানুষরূপে ঈশ্বরের চরণে নিজেদের উৎসর্গ কর, তোমাদের অঙ্গপ্রত্যঙ্গ সৎকর্মের উদ্দেশে ঈশ্বরের কাছে নিবেদন কর।#রোমীয় 12:1; ইফি 2:5; 5:14; ১ পিতর 2:24; 4:2 14কারণ তোমাদের উপর পাপের আর কোন কর্তৃত্ব নেই। তোমরা বিধানের অধীন নও, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের ছত্রছায়ায় রয়েছ।#রোমীয় 6:12; 8:2-12
ঈশ্বরের দাসত্ব
15তাহলে কি দাঁড়াল? বিধানের নয়, অনুগ্রহের ছায়ায় রয়েছি বলে আমরা পাপ করব?#রোমীয় 5:17-21 16নিশ্চয়ই নয়, এ কথা তেআমরা ভালভাবেই জান যে আনুগত্য স্বীকার করে কারও কাছে তোমরা যদি আত্মসমর্পণ কর, তাহলে তোমরা তারই অনুগত দাসে পরিণত হবে। হয় দাস হয়ে মৃত্যুকবলিত হবে, না হয় ঈশ্বরের বাধ্য হয়ে ধর্মসঙ্গত আচরণ করবে।#মথি 6:24; যোহন 8:34; ২ পিতর 2:19 17ঈশ্বরকে ধন্যবাদ, যে তোমরা একদিন পাপের দাস ছিলে কিন্তু যে শিক্ষা তোমরা পেয়েছ, যে আদর্শ তোমাদের সামনে রাখা হয়েছে, আজ একনিষ্ঠ বাধ্যতায় তোমরা তার অনুসরণ করে চলেছ। 18পাপের কবল থেকে মুক্ত হয় তোমরা এখন ন্যায়সঙ্গত আচরণের জন্য ঈশ্বরের দাস হয়েছ।#যোহন 12:32 19তোমাদের স্বাভাবিক দুর্বলতার জন্য আমি সাধারণ মানুষের মত কথা বলছি। এক সময়ে তোমরা যখন তোমাদের অঙ্গপ্রত্যঙ্গ অশুচিতায় কবলে সমর্পণ করে উত্তরোত্তর ধর্মবিরুদ্ধ আচরণ করে চলেছিল, তেমনি এখন ধর্মসঙ্গত আচরণের দ্বারা তোমাদের অঙ্গপ্রত্যঙ্গ শুচিশুদ্ধ করার উদ্দেশ্যে সমর্পণ কর।
20তোমরা যখন পাপের ক্রীতদাস ছিলে তখন ধর্মাচরণের দায় থেকে তোমরা ছিলে মুক্ত। 21তখন যে সমস্ত কাজ তোমরা করতে, তার ফলে তোমাদের কী লাভ হয়েছে? তার পরিণাম মৃত্যু। আজ তোমরা সেইসব কাজের জন্য লজ্জিত।#রোমীয় 1:32; 7:5; 8:6-13; যিহি 16:63; হিতো 14:12; ২ করি 4:2 22কিন্তু এখন পাপের কবল থেকে মুক্ত হয়ে তোমরা ঈশ্বরের দাস হয়েছ। ফলে তোমরা পবিত্র হয়ে উঠছ, তার ফলশ্রুতি হল শাশ্বত জীবনে উত্তরণ।#১ পিতর 1:9; ১ করি 7:22 23কারণ পাপের বেতন মৃত্যু। কিন্তু ঈশ্বরের করুণার দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে শাশ্বত জীবন।#রোমীয় 5:12-21; 2:7

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte