মার্ক 3

3
সাব্বাথ দিনে আরোগ্যদান
(মথি 12:9-14; লুক 6:6-11)
1যীশু আবার গেলেন সমাজভবনে। সেখানে লোকজনের মধ্যে একটি লেক ছিল, তার একটা হাত শুকিয়এ গিয়েছিল।#মথি 12:9-14; লুক 6:6-11 2তাকে যীশু সাব্বাথ দিনে সুস্থ করেন কিনা দেখবার জন্য কিছু লোক তংআর ওপরে কড়া নজর রাখল, যাতে তাঁকে দোষী সাব্যস্ত করার সূত্র পেতে পারে। 3যার হাত শুকিয়ে গিয়েছিলল যীশু তাকে বললেন, তুমি সামনে এসে দাঁড়াও। 4তারপর তিনি সকলকে জিজ্ঞাসা করেলন, সাব্বাথ দিনে কি করা উচিত? ভাল করা না ক্ষতি করা, কারও প্রাণ বাঁচানো না মেরে ফেলা? সকলে নীরব। 5যীশু তাদের কঠোর মনোভাব দেখে খুব দুঃকিত হলেন এবং রেগে গিয়ে তাদের সকলের দিকে চোখ বুলিয়ে নিয়ে লোকটিকে বললেন, বাড়িয়ে দাও তোমার হাত। সে হাত বাড়িয়ে দিল এবং তার হাত সুস্থ হয়ে গেল।#যোহন 11:33 6সঙ্গে সঙ্গে ফরিশীরা বেরিয়ে গেল সমাজভবন থেকে এবং হেরোদপন্থী লোকদের সঙ্গে মিলে যীশুকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগল।#মথি 22:16
সাগরবেলায় বিরাট জনতা
7যীশু তাঁর শিষ্যদের নিয়ে গালীল সাগরের তীরে চলে গেলেন। বিরাট এক জনতা এসে জড়ো হল তাঁর কাছে।#মথি 12:15-16; লুক 6:17-19 8যীশুর সমস্ত কাজের কথা শুনে গালীল, যিহুদীয়া, জেরুশালেম, ইদুমিয়া, জর্ডন নদীর ওপার থেকে এবং টায়ার ও সীদোন অঞ্চল থেকে এরা সবাই এসেছিল যীশুর কাছে।#মথি 4:25 9ভিড় দেখে যীশুর তাঁর শিষ্যদের তাঁর জন্য একটা নৌকার ব্যবস্থা করতে বললেন, যাতে জনতার ভিড় তাঁর উপরে এসে না পড়ে। 10বহু লোককে তাঁকে স্পর্শ করার জন্য তাঁর গায়এ এসে পড়ছিল। 11অপদেবতাগ্রস্ত লোকেরা তাঁকে দেখলেই তাঁর সামনে লুটিয়ে পড়ে চীৎকার করে বলত, আপনি ঈশ্বরের পুত্র।#লুক 4:41 12যীশু তাদের কড়া নিষেধ করে দিয়েছিলেন যেন তারা আমার পরিচয় প্রকাশ না করে।#মার্ক 1:34
বারোজন প্রেরিত-শিষ্য নিয়োগ
(মথি 10:1-4; লুক 6:12-16)
13যীশু তারপর পাহাড়ী এলাকায় গিয়এ তাঁর মনোনীত লোকদের কাছে ডাকলেন। তারা তাঁর কাছে গেল।#মথি 10:1-4; লুক 6:12-16 14তাদের মধ্যে থেকে যীশু বারোজনকে প্রেরিত পদে নিযুক্ত করলেন। এঁরা সর্বদা তাঁর সঙ্গে থাকবেন এবং সুসমাচার প্রচারের কাজে তিনি এঁদের পাঠাবেন। 15অপদেবতা দূর করার ক্ষমতা এঁদের তিনি দিলেন। 16তিনি নিযুক্ত করলেন এই বারোজনকে: শিমোন, তিনি এঁর নাম দিলেন পিতর,#যোহন 1:42 17সিবদিয়ের দুই পুত্র যাকোব ও যোহন —এঁদের তিনি নাম দিলেন বোয়ানের্গিস, অর্থাৎ বজ্রনন্নদন।#লুক 9:54 18আন্দ্রিয়, ফিলিপ বর্থলময়, মথি , থোমা, আলফেয়ের পুত্র যাকোব , থদ্দেয়, দেশভক্ত শিমোন 19এবং যিহুদা ইষ্কারিয়োৎ, যে যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। 20এরপর যীশু বাড়িতে ফিরে গেলেন।
যীশু ও বেলস্‌বুল
(মথি 12:22-32; লুক 11:14-23; 12:10)
বহুলোক আবার ভিড় করে এল যীশুর কাছে। যীশু ও তাঁর শিষ্যরা খাবার সময় পর্যন্ত পেলেন না। 21যীশুর আত্মীয়েরা একথা শুনে তাঁকে ধরে আনতে গেল সেখানে। তারা বলল, যীশু পাগল হয়ে গেছেন।#যোহন 7:20; 8:48-52; 10:20 22জেরুশালেম থেকে এসেছিলেন কয়েকজন শাস্ত্রী, তাঁরা বললেন, যীশুর ওপর বেলসবুল ভর করেছে, ভূতের রাজার সাহায্যেই ও ভূত তাড়ায়।#মথি 12:24-32; লুক 11:15-22; 12:10 23যীশু তাঁদের কাছে ডেকে উপমার ছলে বললেন, শয়তান কি করে শয়তানকে তাড়াবে? 24কোনও রাজ্য যদি অন্তর্বিরোধে বিভক্ত হয় তাহলে সেই রাজ্য স্থায়ী হতে পারে না। 25কোন পরিবার যদি আত্মকলহে লিপ্ত হয় তাহলে সে পরিবার টিকতে পারে না। 26সেইভাবে শয়তান যদি স্ববিরোধী হয়ে নিজেদের মধ্যে ভাঙ্গন ধরায়, তাহলে সে নিজেই টিকতে পারবে না। শেষ হয়ে যাবে সে। 27কোন শক্তিমান লোককে আগে বেঁধে ফেলতে না পারলে তার বাড়িতে কারও পক্ষে ঢোকাও সম্ভব নয়, তার জিনিসপত্র লুঠ করাও সম্ভব নয়।
28-29আমি তোমাদের সত্যি বলছি (মনে রেখ), মানুষের সমস্ত পাপ, সমস্ত ঈশ্বর-নিন্দার মা হতে পারে কিন্তু পবিত্র আত্মার নিন্দা যে করে তার পাপের ক্ষমা নেই, কোন কালেই তার ক্ষমা হবে না। 30যীশুর এ কথা বলার কারণ তারা বলেছিল, যীশুর ওপর বেল্‌সবুল ভর করেছে।
যীশুর মাতা ও ভ্রাতারা
(মথি 12:46-50; লুক 8:19-21)
31এই সময় যীশুর মা ও ভাইয়েরা এলেন। তাঁরা বাইরে দাঁড়িয়ে রইলেন এবং যীশুর কাছে খবর দিয়ে তাঁকে ডেকে পাঠালেন।#মথি 12:46-50; লুক 8:19-21 32অনেক লোক তাঁরা ঘিরে বসেছিল। তারা তাঁকে বলল, আপনার মা ও ভাইয়এরা বাইরে আপনাকে ডাকছেন। 33যীশু বললেন, কে আমার মা, কে-ই বা আমার ভাই? 34যারা তাঁর চারিদিকে বসেছিল, তাদের সকলের দিকে একবার দেখে নিয়ে তিনি বললেন, এই দেখ এখানে রয়েছে আমার মা ও ভাইয়েরা। 35যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই আমার ভাই, আমার বোন, আমার মা।

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte