আদিপুস্তক 48

48
ইফ্রয়িম ও মনঃশির প্রতি যাকোবের আশীর্বাদ
1এর কিছুকাল পরে যোষেফ সংবাদ পেলেন যে তাঁর পিতা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তখন তাঁর দুই পুত্র মনঃশি ও ইফ্রয়িমকে সঙ্গে নিয়ে তাঁর পিতাকে দেখতে গেলেন। 2যাকোব শুনলেন যে যোষেফ তাঁকে দেখতে এসেছেন, তিনি তখন অতি কষ্টে বিছানায় উঠে বসলেন। 3যাকোব যোষেফকে বললেন, কনান দেশে লুস নামক স্থানে সর্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন, 4তিনি আমাকে বলেছিলেন, আমি তোমাকে অনেক সন্তান দান করব, তোমার বংশধরেরা বহু জাতিতে পরিণত হবে। তোমার বংশধরদের আমি এই দেশে চিরস্থায়ী স্বত্ব দান করব।#আদি 28:13-14 5আমি এখানে তোমার কাছে আসার আগে তোমার যে দুটি পুত্র মিশরে জন্মগ্রহণ করেছে তারাও আমার সন্তান বলে গণ্য হবে। রূবেণ ও শিমিয়োন যেমন, ইফ্রিয়িম ও মনঃশিও তেমনি আমার সন্তান। এদের পরে যে সন্তানেরা জন্মাবে তারা তোমার হবে। 6তাদের উত্তরাধিকার তাদের এই দুই ভাইয়ের নামে থাকবে। 7পদ্দন থেকে আসার সময় কনান দেশে ইফ্রাতের কিছু দূরে তোমার মা রাহেল আমার চোখের সামনে মারা গেলেন। ইফ্রাত অর্থাৎ বেথলেহেমে যাওয়ার পথের ধারেই আমি তাঁকে কবর দিয়েছিলাম।#আদি 35:16-19 8ইসরায়েল যোষেফের ছেলেদের দেখে জিজ্ঞাসা করলেন, এরা কারা? যোষেফ বললেন, এরা আমার সন্তান, এদেশে ঈশ্বর আমাকে এদের দিয়েছেন। 9ইসরায়েল বললেন, ওদের আমার কাছে নিয়ে এস, আমি আশীর্বাদ করব।
10বার্ধক্যের দরুণ ইসরায়েলের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল, তিনি দেখতে পেতেন না। যোষেফ তাঁর পুত্রদের তাঁর কাছে নিয়ে গেলে তিনি তাদের জড়িয়ে ধরে চুম্বন করলেন। 11ইসরায়েল যোষেফকে বললেন, আমি ভেবেছিলাম, তোমাকে আমি আর দেখতে পাব না, কিন্তু ঈশ্বর তোমার পুত্রদেরও আমাকে দেখতে দিলেন। 12যোষেফ তখন তাদের ইসরায়েলের কোল থেকে নামিয়ে দিলেন এবং মাটিতে নত হয়ে প্রণিপাত করলেন। 13তারপর যোষেফ তাঁর দুই পুত্রকে, ডান হাতে ইফ্রয়িমকে ধরে ইসরায়েলের বাঁ দিকে এবং বাঁ হাতে মনঃশিকে ধরে ইসরায়েলের ডান দিকে নিয়ে গেলেন। 14কিন্তু ইসরায়েল আড়াআড়ি ভাবে হাত বড়িয়ে ডান হাত কনিষ্ঠ পুত্র ইফ্রয়িমের মাথায় রাখলেন আর বাঁ হাত রাখলেন মনঃশির মাথায়। যদিও মনঃশিই ছিল প্রথম সন্তান। 15ইসরায়েল তাদের#48:15 হিব্রু: যোষেফকে। গ্রীক ও অন্যান্য পাণ্ডুলিপি: তাদের এই বলে আশীর্বাদ করলেন: আমার পিতৃপুরুষ অব্রাহাম ও ইস্‌হাক যে ঈশ্বরের সাক্ষাতে জীবনযাপন করে গিয়েছেন, প্রথম থেকে আজ অবধি যে ঈশ্বর আমাকে পালন করেছেন, 16যে দিব্য পুরুষ সমস্ত সঙ্কট থেকে আমাকে উদ্ধার করেছেন, তিনিই এই বালকদের আশীর্বাদ করুন। আমার এবং আমার পিতৃপুরুষ অব্রাহাম ওই ইস্‌হাকের নাম এদের মাধ্যমেই হবে বিখ্যাত। পৃথিবীতে এদের বংশ হোক বহুবিস্তৃত। 17যোষেফ দেখলেন তাঁর পিতা ডান হাত রেখেছেন ইফ্রিয়িমের মাথায়। এটা তাঁর খারাপ লাগল। তিনি তাঁর পিতার হাত ইফ্রয়িমের মাথা থেকে সরিয়ে মনঃশির মাথায় রাখতে চাইলেন। 18যোষেফ তাঁর বাবাকে বললেন, পিতা এটা ঠিক হচ্ছে না, এ-ই হচ্ছে বড়, আপনার ডান হাত এর মাথায় রাখুন। 19কিন্তু তাঁর পিতা তাতে রাজী না হয়ে বললেন, আমি তা জানি পুত্র। আমি জানি এ-ও এক জাতির জনক হবে, এ-ও হবে মহান, কিন্তু এর ছোট ভাই এর চেয়েও বড় হবে এবং তার বংশধরেরা বহু জাতিতে পরিণত হবে। 20সেদিন তিনি তাদের আশীর্বাদ করে বললেন: ইসরায়েলীরা কাউকে আশীর্বাদ করার সময় তোমাদের নাম উল্লেখ করে বলবে, ঈশ্বর তোমাকে ইফ্রয়িম ও মনঃশির মত করুন। এইভাবে তিনি মনঃশির চেয়ে ইফ্রয়িমকে প্রাধান্য দিলেন। তারপর ইসরায়েল যোষেফকে বললেন, দেখ,#হিব্রু 12:21 21আমার মৃত্যু আসন্ন। ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন এবং তিনিই তোমাকে পিতৃপুরুষদের দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। 22আর আমি তোমাকে তোমার ভাইদের চেয়ে সম্পত্তির এক অংশ বেশী হিসাবে একটি উৎকৃষ্ট স্থান (শেখেম) দিলাম। আমি নিজে যুদ্ধ করে এটি ইমোরীদের কাছ থেকে দখল করেছিলাম।

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte