যাত্রাপুস্তক 9:9-10

যাত্রাপুস্তক 9:9-10 BENGALCL-BSI

সূক্ষ্ম ধূলিকণার মত সেই ছাই তখন সারা মিশরে ছড়িয়ে পড়বে এবং দেশের সর্বত্র তা মানুষ ও পশুর দেহে বিষাক্ত ফোনা সৃষ্টি করবে। তাঁরা একটা চুল্লী থেকে ছাই নিয়ে ফারাও-এর সামনে গিয়ে দাঁড়ালেন। মোশি সেই ছাই আকাশের দিকে উড়িয়ে দিলেন, ফলে মানুষ ও পশুর দেহে বিষ ফোড়া উৎপন্ন হল।