২ করিন্থীয় 4

4
সুসমাচারের দীপ্তি
1সেইজন্য, ঈশ্বরের মহা অনুগ্রহে এই কার্যভার পেয়েছিল বলে আমরা কখনও হতাশ হই না।#১ করি 7:25; ২ করি 3:6 2সমস্ত লজ্জাজনক ও গোপনীয় কাজ আমরা পরিহার করি। ঈশ্বরের বাক্য আমরা বিকৃত করি না। কিন্তু প্রকাশ্যে সত্য ঘোষণা করে আমরা ঈশ্বরের সাক্ষাতে মানুষের বিচারবুদ্ধির কাছে নিজেদের সততা প্রমাণ করি।#২ করি 2:17; 5:11; ১ থিষ 2:3-5; রোমীয় 6:21 3আমাদের প্রচারিত সুসমাচার যদি রহস্যাবৃত থাকবে।#১ করি 1:18 4সেই অবিস্বাসীদেরর ভাবনাচিন্তা বর্তমান যুগধর্মের দেবতা অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছে, তাই ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রীষ্ট, খ্রীষ্টের সুসমাচারের মহিমান্বিত দীপ্তি তারা দেখতে পায় না।#হিব্রু 1:3; ইফি 2:2; ২ থিষ 2:11; কল 1:15 5আমরা আত্মপ্রচার করি না, খ্রীষ্ট যীশুকেই ‘প্রভু’ বলে প্রচার এবং যীশুর জন্য নিজেদের পরিচয় দিই তোমাদের দাস বলে।#২ করি 1:24 6কারণ ঈশ্বর, যিনি বলেছিলেন, অন্ধকারে হোক আলোর আর্বিভাব —সেই তিনিই আমাদের হৃদয় আলোকিত করেছেন যেন খ্রীষ্টের শ্রীমুখে প্রতিভাত ঈশ্বরের মহিমা আমরা দর্শন করতে পারি। মৃন্ময় পাত্রে গচ্ছিত স্বর্গীয় সম্পদ#২ করি 3:18; আদি 1:3; ২ পিতর 1:19
7কিন্তু ঈশ্বর তাঁর এই অমূল্য সম্পদ আমাদের মত মৃন্ময় পাত্রে রেখেছেন, এতেই বোঝা যায় যে এই অসাধারণ শক্তি একমাত্র ঈশ্বরের আমাদের নয়।#২ করি 5:1; ১ থিষ 4:4; প্রেরিত 9:15; ১ করি 2:5 8আমরা সর্বপ্রকার বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছি, কিন্তু বিপর্যস্ত হই না। বিচলিত হচ্ছি, কিন্তু দিশেহারা হই না।#২ করি 1:8; 7:5 9নির্যাতিত হচ্ছি, কিন্তু পরিত্যক্ত হই না। নিপাতিত হচ্ছি কিন্তু বিধ্বস্ত হই না।#হিব্রু 13:5 10আমরা সর্বদা আমাদের জীবনে যীশুর যন্ত্রণাময় জীবন প্রকাশ করে চলেছি যেন তাঁর পুনরুত্থিত জীবন আমাদের জীবনে প্রকাশিত হয়। 11যীশুর জন্য আমরা প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি দাঁড়াচ্ছি যেন আমাদের এই জীবনে যীশুর জীবন অভিব্যক্ত হয়।#১ করি 15:31; ২ করি 6:9; রোমীয় 6:5; 8:36; ২ তিম 2:11; গালা 6:17 12যখন আমাদের মধ্যে মৃত্যু সক্রিয়, তখন তোমাদের মধ্যে সেই জীবন কাজ করে চলেছে।
13শাস্তের যেমন লেখা আছে, ‘আমি বিশ্বাস করলাম, আর সেইজন্যই কথা বললাম’ —আমরাও সেই একই প্রত্যয়দৃপ্ত আত্মায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বাস করি আর তাই প্রচার করি।#গীত 116:10 14আমরা জানি, ঈশ্বর প্রভু যীশুকে পুনরুত্থিত করেছেন, তিনিই যীশুর সঙ্গে আমাদেরও উত্থাপিত করবেন এবং আমাদের সঙ্গে তোমাদেরও নিজের সান্নিধ্যে নিয়ে আসবেন।#১ করি 6:14; ১ থিষ 4:14; যিহুদা 24 15এ সবকিছুই তোমাদের জন্য, যাতে আরও অনেকে ঈশ্বরের করুণা লাভ করে, যেন আরও অনেকের মুখে ঈশ্বরের ধন্যবাদ ও প্রশস্তি উচ্চারিত হয়।#২ করি 1:3-6; 9:12
ক্ষণিক ক্লেশ ও শাশ্বত গৌরব
16এই কারণেই আমরা হতাশ হই না। আমাদের দৈহিক সত্তা ক্ষয় পেলেও, আমাদের অন্তরাত্মা প্রতিদিন লাভ করছে নূতন সত্তা।#ইফি 3:16; রোমীয় 7:22; 12:2 17এই অকিঞ্চিৎকর ক্ষণিক দুঃখ দুর্দশা আমাদের জন্য গড়ে তুলেছে ক্রমবর্ধমান অতুল গৌরবের সম্পদ।#রোমীয় 8:17-18; হিব্রু 12:11; ১ পিতর 1:6 18আমাদের দৃষ্টি তাই দৃশ্যমান কোন কিছুর দিকে নয় বরং দৃষ্টির অতীত বিষয়ের প্রতি নিবদ্ধ। কারণ দৃশ্যমান সবকিছুই ক্ষণস্থায়ী, যা দৃষ্টির অতীত তা-ই শাশ্বত।#হিব্রু 11:1-3; রোমীয় 8:24; ২ করি 5:7

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte