১ করিন্থীয় ভূমিকা

ভূমিকা
করিন্থের খ্রীষ্টীয় মণ্ডলীর কাছে প্রেরিত শিষ্য পৌলের লেখা প্রথম পত্রটি বিশেষ তাৎপর্যপূর্ণ। গ্রীসদেশের করিন্থ নগরে পৌল যে মণ্ডলী স্থাপন করেছিলেন, সেই মণ্ডলীর খ্রীষ্টানদের জীবনে এবং খ্রীষ্টীয় বিশ্বাসে নানা সমস্যার উদ্ভব হয়েছিল। এই সমস্যাগুলির সমাধানের জন্য পৌল এই পত্রটি লিখেছিলেন। সেই সময় করিন্থ ছিল একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গ্রীক নগরী এবং রোম সাম্রাজ্যের আখায়া প্রদেশের রাজধানী। ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি, মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যের গর্ব, সীমাহীন ভ্রষ্টাচার এবং নানা ধর্মীয় সম্প্রদায়ের বসবাসের জন্য নগরটি বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠেছিল।
মণ্ডলীতে দলাদলি, দুর্নীতি ও ভ্রষ্টাচার এবং যৌন দুর্নীতি ও বিবাহ তথা দাম্পত্য জীবন সম্পর্কিত নানা প্রশ্ন, বিবেক সংক্রান্ত বিষয়, মণ্ডলীর শৃঙ্খলা, পবিত্র আত্মার দান এবং পুনরুত্থান সম্বন্ধে উদ্ভূত সমস্যাগুলি ছিল প্রেরিত শিষ্য পৌলের বিশেষ উদ্বেগের কারণ। গভীর অর্ন্তদৃষ্টি দিয়ে তিনি দেখিয়েছেন, সুসমাচার কিভাবে এই সমস্ত প্রশ্নের যথাযোগ্য সমাধান এনে দিতে পারে।
13 অধ্যায়ে দেখানো হয়েছে, ঈশ্বর তাঁর ভক্ত প্রজাদের যে সর্বশ্রেষ্ঠ উপহার দান করেছেন, তা হল প্রেম, এই অধ্যায়টি সম্ভবত বহুজনবিদিত।
বিষয়বস্তুর রূপরেখা
ভূমিকা 1:1-9
মণ্ডলীর কর্তব্য 1:10—4:21
যৌন সততা এবং পারিবারিক জীবন 5:1—7:40
খ্রীষ্টান ও মূর্তিপূজকদের প্রসঙ্গ 8:1—11:1
মাণ্ডলীক জীবন ও উপাসনা 11:2—14:40
খ্রীষ্ট ও খ্রীষ্ট বিশ্বাসীর পুনরুত্থান 15:1-58
যিহুদীয়ার খ্রীষ্টানদের জন্য অর্থ সাহায্য 16:1-4
ব্যক্তিগত বিষয় ও উপসংহার 16:5-24

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte