১ করিন্থীয় 6
6
মামলা-মোকদ্দমা প্রসঙ্গে
1তোমাদের মধ্যে কারও যদি অপরের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে সে কোন সাহসে বিচারের জন্য পবিত্র মণ্ডলীর কাছে না গিয়ে সাধারণ-আদালতে যায়?#মথি 18:17 2তোমরা অবশ্যই জান যে ঈশ্বরের সন্তানেরা জগতের বিচার করবে, অতএব জগতের বিচার যদি তোমরা করতে পার তাহলে নিজেদের তুচ্ছ বিষয়গুলি মীমাংসা করার যোগ্যতা তোমাদের নেই?#দানি 7:22; মথি 19:28 3তোমরা কি জান না যে আমরা স্বর্গদূতদেরও বিচার করব? তাহলে ঐহিক বিষয়ের কেন করব না? 4আর ঐহিক বিষয়গুলি যদি তোমাদের বিচার্য হয় তাহলে তোমরা কি করে এই সব বিষয়ে বিচারের জন্য মণ্ডলীতে যাদের কোন স্থান নেই তাদের ডেকে আন? 5তোমাদের লজ্জা হওয়া উচিত। 6তোমাদের মণ্ডলীতে ভাইয়ে ভাইয়ে বিরোধের নিষ্পত্তি করে দেওয়ার মত বিচক্ষণ লোক তোমাদের মধ্যে কি একজনও নেই? ভাইয়ের বিরুদ্ধে ভাইকে কি মামলা করতে হবে? তাও সাধারণ-আদালতে?
7তোমাদের একজনের বিরুদ্ধে অপরের মালা -মোকর্দমা তোমাদের দুর্বলতারই প্রমাণ। এর চেয়ে তোমরা বরং অন্যায় সহ্য কর, বরং প্রবঞ্চিত হও।#মথি 5:39-40 8কিন্তু তোমরা নিজেরাই অন্যায় করছ, প্রতারণা করছ, নিজের ভাইয়ের বিরুদ্ধে এসব করে চলেছ। 9তোমরা কি জান না যে দুর্জনেরা ঈশ্বরের রাজ্যে কোনো অধিকার পাবে না? ভুল করো না, কোন অধর্মী, লম্পট, ব্যভিচারী, সমকামী, 10চোর, জোচ্চোর, মাতাল, নিন্দুক ও প্রতারক ঈশ্বরের রাজ্যে কোন অধিকার পাবে না।#গণনা 5:19-21; ইফি 5:5 11তোমরা কেউ কেউ এই ধরণের লোক ছিলে কিন্তু প্রভু যীশুর নামে এবং ঈশ্বরের আত্মা দ্বারা তোমরা ধৌত, পবিত্রীকৃত ও ধার্মিকরূপে পরিগণিত হয়েছ।#তীত 3:3-7; যোহন 17:19; রোমীয় 8:30; ১ করি 1:30
দৈহিক শুচিতা
12তোমরা বলতে পার, ‘আমি সব কিছুই করতে পারি’ ঠিক কথা, কিন্তু সব কিছু কল্যাণকর নয়। সব কিছু করার অধিকার আমার আছে এতে সন্দেহ নেই, কিন্তু আমি কোন কিছুরই অধীন হব না।#১ করি 10:13 13উদরের জন্য খাদ্য এবং খাদ্য গ্রহণের জন্য উদর। কিন্তু ঈশ্বর এই উভয়কেই শেষ করবেন। দেহ ব্যভিচারের জন্য নয়, প্রভুর সেবার জন্য এবং প্রভুই দেহের মালিক।#১ থিষ 4:3-5; কল 2:22 14ঈশ্বর প্রভুকে পুনরুত্থিত করেছেন এবং আপন ক্ষমতাবলে আমাদেরও পুনরুত্থিত করবেন।#১ করি 15:15-20,23-57; ২ করি 4:14; রোমীয় 8:11
15তোমরা কি জান না যে তোমাদের দেহ খ্রীষ্টেরই অঙ্গপ্রত্যঙ্গ? তবে কি আমি খ্রীষ্টের অঙ্গকে গণিকার অঙ্গে পরিণত করব? কখনও প্রভু যীশুর না।#প্রেরিত 12:5; ১ করি 12:27; ইফি 5:30 16তোমরা কি জান না, গণিকার সঙ্গে যে মিলিত হয় সে তার সঙ্গে একাঙ্গ হয়ে যায়? কারণ শাস্ত্র বলে, ‘সেই দুজন একাঙ্গ হবে,’ –#আদি 2:24; মথি 19:5; ইফি 5:31 17যে প্রভুর সঙ্গে সংযুক্ত হয় সে তাঁর সঙ্গে একাত্ম হয়ে যায়।#যোহন 17:21-23; ইফি 4:4
18তোমরা ব্যভিচার পরিহার কর। মানুষ অন্য যে সব পাপ করে তার সঙ্গে দেহের কোন সম্পর্ক নেই। কিন্তু যে ব্যভিচার করে সে নিজের দেহকে কলুষিত করে। 19তোমরা কি জান না যে ঈশ্বরদত্ত পবিত্র আত্মা তোমাদের অন্তরে বাস করেন এবং তোমাদের দেহ তাঁর মন্দির?#১ করি 3:16 20তোমরা নিজেরা নিজেদের প্রভু নও, মূল্য দিয়ে তোমাদের কিনে নেওয়া হয়েছে, সুতরাং ঈশ্বরের গৌরবের জন্যই তোমাদের দেহ ধারণ।#১ পিতর 1:18-19; রোমীয় 12:1; ১ করি 7:23; ফিলি 1:20
Chwazi Kounye ya:
১ করিন্থীয় 6: BENGALCL-BSI
Pati Souliye
Pataje
Kopye
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
১ করিন্থীয় 6
6
মামলা-মোকদ্দমা প্রসঙ্গে
1তোমাদের মধ্যে কারও যদি অপরের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে সে কোন সাহসে বিচারের জন্য পবিত্র মণ্ডলীর কাছে না গিয়ে সাধারণ-আদালতে যায়?#মথি 18:17 2তোমরা অবশ্যই জান যে ঈশ্বরের সন্তানেরা জগতের বিচার করবে, অতএব জগতের বিচার যদি তোমরা করতে পার তাহলে নিজেদের তুচ্ছ বিষয়গুলি মীমাংসা করার যোগ্যতা তোমাদের নেই?#দানি 7:22; মথি 19:28 3তোমরা কি জান না যে আমরা স্বর্গদূতদেরও বিচার করব? তাহলে ঐহিক বিষয়ের কেন করব না? 4আর ঐহিক বিষয়গুলি যদি তোমাদের বিচার্য হয় তাহলে তোমরা কি করে এই সব বিষয়ে বিচারের জন্য মণ্ডলীতে যাদের কোন স্থান নেই তাদের ডেকে আন? 5তোমাদের লজ্জা হওয়া উচিত। 6তোমাদের মণ্ডলীতে ভাইয়ে ভাইয়ে বিরোধের নিষ্পত্তি করে দেওয়ার মত বিচক্ষণ লোক তোমাদের মধ্যে কি একজনও নেই? ভাইয়ের বিরুদ্ধে ভাইকে কি মামলা করতে হবে? তাও সাধারণ-আদালতে?
7তোমাদের একজনের বিরুদ্ধে অপরের মালা -মোকর্দমা তোমাদের দুর্বলতারই প্রমাণ। এর চেয়ে তোমরা বরং অন্যায় সহ্য কর, বরং প্রবঞ্চিত হও।#মথি 5:39-40 8কিন্তু তোমরা নিজেরাই অন্যায় করছ, প্রতারণা করছ, নিজের ভাইয়ের বিরুদ্ধে এসব করে চলেছ। 9তোমরা কি জান না যে দুর্জনেরা ঈশ্বরের রাজ্যে কোনো অধিকার পাবে না? ভুল করো না, কোন অধর্মী, লম্পট, ব্যভিচারী, সমকামী, 10চোর, জোচ্চোর, মাতাল, নিন্দুক ও প্রতারক ঈশ্বরের রাজ্যে কোন অধিকার পাবে না।#গণনা 5:19-21; ইফি 5:5 11তোমরা কেউ কেউ এই ধরণের লোক ছিলে কিন্তু প্রভু যীশুর নামে এবং ঈশ্বরের আত্মা দ্বারা তোমরা ধৌত, পবিত্রীকৃত ও ধার্মিকরূপে পরিগণিত হয়েছ।#তীত 3:3-7; যোহন 17:19; রোমীয় 8:30; ১ করি 1:30
দৈহিক শুচিতা
12তোমরা বলতে পার, ‘আমি সব কিছুই করতে পারি’ ঠিক কথা, কিন্তু সব কিছু কল্যাণকর নয়। সব কিছু করার অধিকার আমার আছে এতে সন্দেহ নেই, কিন্তু আমি কোন কিছুরই অধীন হব না।#১ করি 10:13 13উদরের জন্য খাদ্য এবং খাদ্য গ্রহণের জন্য উদর। কিন্তু ঈশ্বর এই উভয়কেই শেষ করবেন। দেহ ব্যভিচারের জন্য নয়, প্রভুর সেবার জন্য এবং প্রভুই দেহের মালিক।#১ থিষ 4:3-5; কল 2:22 14ঈশ্বর প্রভুকে পুনরুত্থিত করেছেন এবং আপন ক্ষমতাবলে আমাদেরও পুনরুত্থিত করবেন।#১ করি 15:15-20,23-57; ২ করি 4:14; রোমীয় 8:11
15তোমরা কি জান না যে তোমাদের দেহ খ্রীষ্টেরই অঙ্গপ্রত্যঙ্গ? তবে কি আমি খ্রীষ্টের অঙ্গকে গণিকার অঙ্গে পরিণত করব? কখনও প্রভু যীশুর না।#প্রেরিত 12:5; ১ করি 12:27; ইফি 5:30 16তোমরা কি জান না, গণিকার সঙ্গে যে মিলিত হয় সে তার সঙ্গে একাঙ্গ হয়ে যায়? কারণ শাস্ত্র বলে, ‘সেই দুজন একাঙ্গ হবে,’ –#আদি 2:24; মথি 19:5; ইফি 5:31 17যে প্রভুর সঙ্গে সংযুক্ত হয় সে তাঁর সঙ্গে একাত্ম হয়ে যায়।#যোহন 17:21-23; ইফি 4:4
18তোমরা ব্যভিচার পরিহার কর। মানুষ অন্য যে সব পাপ করে তার সঙ্গে দেহের কোন সম্পর্ক নেই। কিন্তু যে ব্যভিচার করে সে নিজের দেহকে কলুষিত করে। 19তোমরা কি জান না যে ঈশ্বরদত্ত পবিত্র আত্মা তোমাদের অন্তরে বাস করেন এবং তোমাদের দেহ তাঁর মন্দির?#১ করি 3:16 20তোমরা নিজেরা নিজেদের প্রভু নও, মূল্য দিয়ে তোমাদের কিনে নেওয়া হয়েছে, সুতরাং ঈশ্বরের গৌরবের জন্যই তোমাদের দেহ ধারণ।#১ পিতর 1:18-19; রোমীয় 12:1; ১ করি 7:23; ফিলি 1:20
Chwazi Kounye ya:
:
Pati Souliye
Pataje
Kopye
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.