১ করিন্থীয় 11

11
সমবেত উপাসনার রীতি
1তোমরা আমার অনুকরণ কর, যেমন আমি খ্রীষ্টের অনুকরণ করি। তোমরা সর্ববিষয়ে আমার কথা স্মরণ কর এবং#১ করি 4:16; ফিলি 3:17
2আমি যে সংস্কার ও রীতি তোমাদের কাছে হস্তান্তর করেছি তা তোমরা সযত্নে রক্ষা করে চলেছ —এইজন্য আমি তোমাদের প্রশংসা করি। 3আমি তোমাদের বোঝাতে চাই যে খ্রীষ্ট যেমন প্রত্যেক পুরুষের মস্তকস্বরূপপ তেমনি স্ত্রীর মস্তকস্বরূপ স্বামী এবং তেমনি আবার খ্রীষ্টের মস্তকস্বরূপ ঈশ্বর।#ইফি 4:15; 5:23; আদি 3:16; ১ করি 3:23 4যে পুরুষ সমবেত উপাসনায় মাথা ঢেকে প্রার্থনা কিম্বা ভাবোক্তি করে সে তার প্রভুর* অবমাননা করে।#১ করি 12:10; 14:1 5অপরপক্ষে যে নারী অনাবৃত মস্তকে প্রার্থা কিম্বা ভাবোক্তি করে সে তার স্বামীর* অবমাননা করে। এক্ষেত্রে একটি মুণ্ডিত মস্তক নারীর সঙ্গে তার কোন পার্থক্য নেই। 6কোন নারী যদি তার মাথা ঢেকে রাখতে না চায় তাহলে সে তার মস্তক মুণ্ডন করুক। চুল কেটে ফেলা যদি নারীর পক্ষে লজ্জাজনক হয় তাহলে তার উচিত মাথা ঢেকে রাখা। 7পুরুষের পক্ষে মাথা ঢেকে রাখা উচিত নয় কারণ ঈশ্বরের সাদৃশ্য ও মহিমা তার মধ্যেই প্রতিফলিত হয়, আর পুরুষের গৌরবের প্রতিফলন নারী।#আদি 1:26-27; 5:1 8পুরুষ নারী থেকে নয়, কিন্তু নারীই পুরুষ থেকে উদ্ভূত।#আদি 2:22-23; ১ তিম 2:13 9পুরুষের সৃষ্টি নারীর জন্য নয়, কিন্তু নারী পুরুষের জন্য সৃষ্ট।#আদি 2:18 10এইজন্যই স্বর্গদূতদের কাছে সেই সম্ভ্রম বজায় রাখার জন্য মস্তক আবৃত করা নারীর কর্তব্য। নারী যে কর্তৃত্বের অধীন, এ আবরণ তারই চিহ্ন।#আদি 6:2 11কিন্তু তা সত্ত্বেও প্রভুর আশ্রয়ে নারী পুরুষের উপর নির্ভরশীল এবং পুরুষও নারীর উপর নির্ভরশীল। 12কারণ নারী যেমন পুরুষ থেকে উৎপন্ন তেমনি আবার নারীই পুরুষের জন্মদাত্রী। ঈশ্বর সবকিছুরই উৎস।
13তোমরা নিজেরাই বিবেচনা কর, সমবেত উপাসনায় অনাবৃত মস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি নারীর পক্ষে শোভন? 14প্রকৃতি কি তোমাদের এই শিক্ষা দেয় না যে দীর্ঘ কেশ পুরুষের অগৌরব, 15কিন্তু নারীর দীর্ঘ কুন্তল তার গর্বের বস্তু, এই কেশদাম তার আবরণের জন্যই দেওয়া হয়েছে। 16এ বিষয়ে যদি কেউ তর্ক করতে চায় তো বলব, আমাদের ও ঈশ্বরের মণ্ডলীর মধ্যে এ ছাড়া আর কোথাও অন্য প্রথা নেই।
প্রভুর ভোজ
(মথি 26:26-29; মার্ক 14:22-25; লুক 22:14-20)
17যে বিষয়ে আমি তোমাদের নির্দেশ দেব এবার সেই সম্পর্কে আমি তোমাদের প্রশংসা করতে পারছি না। তোমাদের সভা-সম্মেলনগুলি তোমাদের ভালোর চেয়ে বরং ক্ষতিই বেশি করে। 18প্রথমত, আমি শুনেছি যে মণ্ডলীর সভায় তোমরা যখন একত্র হও তখন তোমাদের মধ্যে দলভেদ হয় এবং আমি একথা কিছুটা সত্য বলে বিশ্বাস করি।#১ করি 1:10-12; 3:3-4 19তোমাদের দলমতের পার্থক্য হবেই, আর এতি স্পষ্ট বোঝা যাবে তোমাদের মধ্যে কারা খাঁটি লোক।#১ যোহন 2:18-19; প্রেরিত 20:30; ১ তিম 4:1; দ্বি.বি. 13:3 20ফলে তোমরা যখন সমবেত হও তখন প্রকৃতপক্ষে সেই অনুষ্ঠান হয় না। 21কারণ সেইসময় তোমরা কেউ কেউ নিজে খেতে ব্যস্ত থাক এবং শেষ পর্যন্ত কেউ ক্ষুধার্ত থেকে যায় আর কেউ বা অতিরিক্ত পানাহারে মাতাল হয়। 22পানভোজন করার জন্য কি তেআমাদের নিজেদের বাড়ি নেই? এতে ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ জ্ঞান করে বরং তাঁর দরিদ্র সভ্যদের অপমান করা হয়। আমি তোমাদের কি বলব? এক্ষেত্রে আমি কি তোমাদের প্রশংসা করতে পারি? না, এই ব্যাপারে আমি তোমাদের প্রশংসা করতে পারি না।#যাকোব 2:5-6
23পরম্পরাগতভাবে আমি স্বয়ং প্রভুর কাছ থেকে যে নির্দেশ পেয়েছি তাই তোমাদের দিয়েছি। শত্রু হস্তে সমর্পিত হওয়ার রাত্রিতে প্রভু যীশু রুটি হাতে নিয়ে#মথি 26:26-28; মার্ক 14:22-24; লুক 22:19-20 24ঈশ্বরের ধন্যবাদ দিয়ে খণ্ড খণ্ড করে বলেছিলেন, ‘এই হচ্ছে আমার দেহ, এ তোমাদেরই জন্য। আমার স্মরণে এই অনুষ্ঠান তোমরা পালন করো’। 25আহার শেষে তিনি সেইভাবে পানপাত্রটি তুলে নিয়ে বলেছিলেন, ‘এই পানপাত্র ঈশ্বরের নূতন সন্ধিচুক্তির, যা আমার রক্তে মুদ্রাঙ্কিত। তোমরা যতবার এই পানপাত্র থেকে পান করবে ততবার আমার রস্মরণে এই অনুষ্ঠান পালন করো’।#যাত্রা 24:8; সখ 9:11; ২ করি 3:6
26সুতরাং প্রভুর না আসা পর্যন্ত তোমরা যতবার এই রুটি গ্রহণ করবে এবং পানপাত্র থেকে পান করবে ততবার তেআমরা প্রভুর মৃত্যুর বার্তা ঘোষণা করবে, যতদিন তিনি না আসেন।#মথি 26:29 27অতএব যে ব্যক্তি যথাযোগ্যভাবে প্রভুর রুটি গ্রহণ না করবে ও তাঁর পানপাত্র থেকে পান না করবে সে প্রভুর দেহ ও রক্তপাতের জন্য দায়ী হবে।#হিব্রু 10:29 28সেইজন্য এই রুটি গ্রহণ ও পানপাত্র থেকে পান করার আগে প্রত্যেক ব্যক্তি আত্মপরীক্ষা করুক,#২ করি 13:5; গালা 6:4 29কারণ যে এই রুটি আহার করবে ও এই পানপাত্র থেকে পান করবে সে যদি প্রভুর দেহের মর্ম না জানে তাহলে সে নিজের শাস্তি নিজেই ডেকে আনে। 30এই কারণেই তোমাদের মধ্যে অনেকে দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছ এবং অনেকের মৃত্যুও হয়েছে।#রোমীয় 13:11; ১ করি 15:20; ইফি 5:14; ১ থিষ 5:6 31আমরা যদি প্রথমে আত্মবিশ্লেষণ করতাম তাহলে ঈশ্বরের এই শাস্তির হাত থেকে অব্যাহতি পেতাম। 32কিন্তু প্রভু আমাদের বিচার করে শাস্তি দেন যাতে জগতের সঙ্গে আমরাও দণ্ডিত না হই।#হিব্রু 12:5-6; হিতো 3:11
33সুতরাং বন্ধুগণ, তোমরা যখন প্রভুর ভোজের জন্য একত্র হবে তখন পরস্পরের জন্য অপেক্ষা কর। 34কেউ যদি ক্ষুধার্ত হয় তবে সে বাড়িতে আহার করে আসুক যাতে এই সম্মেলনের জন্য তোমাদের বিচারের দায়ে পড়তে না হয়। আমি যখন তোমাদের কাছে যাব তখন আর অন্যান্য সমস্ত বিষয়ের সমাধান সম্পর্কে নির্দেশ দেব।

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte