1
মার্ক 8:35
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
কারণ যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারাবে কিন্তু যে আমার জন্য এবং সুসমাচারের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়, সে তা রক্ষা করবে।
Konpare
Eksplore মার্ক 8:35
2
মার্ক 8:36
সারা জগতের মালিকানা লাভ করেও যদি কেউ প্রাণ হারায় তাতে তার কি লাভ?
Eksplore মার্ক 8:36
3
মার্ক 8:34
তারপর যীশু শিষ্যদের সঙ্গে জনতাকেও ডেকে বললেন, যে আমার আড়ুগামী হতে চায় সে নিজেকে তুচ্ছ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক।
Eksplore মার্ক 8:34
4
মার্ক 8:37-38
এমন কি আছে, যার বিনিময়এ মানুষ তার প্রাণ ফিরে পেতে পারে? ভ্রষ্টাচার ও পাপকলুষিত এই যুগে আমার জন্য এবং আমার উপদেশের জন্য যদি কেউ লজ্জাবোধ করে তাহলে মানবপুত্র যখন পবিত্র বাহিনীর সঙ্গে তাঁর পিতার মহিমায় ভূষিত হয়ে আবির্ভূত হবেন তখন তিনিও তাদের জন্য লজ্জাবোধ করবেন।
Eksplore মার্ক 8:37-38
5
মার্ক 8:29
যীশু তাঁদের জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বল, কে আমি? পিতর বললেন, আপনি সেই খ্রীস্ট।
Eksplore মার্ক 8:29
Akèy
Bib
Plan yo
Videyo