1
২ করিন্থীয় 3:17
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
প্রভুই সেই আত্মা। যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা
Konpare
Eksplore ২ করিন্থীয় 3:17
2
২ করিন্থীয় 3:18
আমাদের সকলের অনাবৃত মুখদর্পণে প্রভুর দীপ্তি প্রতিফলিত হচ্ছে, ফলে আমরা ক্রমশঃ মহিমামণ্ডিত হয়ে তাঁরই সাদৃশ্যে রূপান্তরিত হয়ে চলেছি। স্বয়ং প্রভু, যিনি আত্মাস্বরূপ, এই রূপান্তর তাঁরই কাজ।
Eksplore ২ করিন্থীয় 3:18
3
২ করিন্থীয় 3:16
কিন্তু যখন কেউ প্রভুর দিকে মন ফেরায় তখন সেই আবরণ হয় অপসৃত।
Eksplore ২ করিন্থীয় 3:16
4
২ করিন্থীয় 3:5-6
এতে আমাদের নিজেদের কোন কৃতিত্ব নেই, কোন কৃতিত্ব দাবী করার যোগ্যতাও নেই, আমাদের যোগ্যতা ঈশ্বর থেকে উদ্ভূত। তিনি তাঁর নতুন নিয়মের কথা প্রচারের জন্য আমাদের যোগ্য করে তুলেছেন। এই নিয়ম লিখিত বিধান নয় কিন্তু আত্মিক সম্বন্ধ। কারণ লিখন আনে মৃত্যু কিন্তু আত্মায় আছে জীবন।
Eksplore ২ করিন্থীয় 3:5-6
Akèy
Bib
Plan yo
Videyo