1
১ করিন্থীয় 5:11
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
আমার বক্তব্য এই যে আমাদের সমাজের লোক বলে পরিচিত কেউ যদি ব্যভিচারী, লোভী, অধর্মাচারী, নিন্দুক, মাতাল কিম্বা জোচ্চোর হয় তাহলে তার সঙ্গে কোন সংশ্রব রাখবে না। এমন কি তোমরা এই ধরণের লোকের সঙ্গে ভোজন-পানও করবে না।
Konpare
Eksplore ১ করিন্থীয় 5:11
2
১ করিন্থীয় 5:7
তোমরা যাতে খামিরবিহীন নতুন ময়দার তালে পরিণত হতে পার তার জন্য পুরানো সমস্ত খামির দূর করে নিজেদের শুচিশুদ্ধ কর। আমি জানি তোমরা সেইমত হতে পেরেছ, কারণ আমাদের তারণোৎসবের মেষশাবকরূপে খ্রীষ্টকে বলিদান করা হয়েছে।
Eksplore ১ করিন্থীয় 5:7
3
১ করিন্থীয় 5:12-13
বাইরের লোকদের বিচার করতে আমি কে? তাদের বিচার ঈশ্বর করবেন, কিন্তু সমাজের অন্তর্ভুক্ত লোকদের বিচার করার দায়িত্ব কি তোমাদের নয়? তোমরা নিজেদের মধ্য থেকে দুর্জনদের দূর করে দাও।
Eksplore ১ করিন্থীয় 5:12-13
Akèy
Bib
Plan yo
Videyo