ঈশ্বর নিয়ন্ত্রণে আছেননমুনা

ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন

DAY 26 OF 30

দিন ২৬: যীশুর রক্তকে আমাদের অস্ত্র হিসেবে বিশ্বাস করুন

"তারা মেষশাবকের রক্তে ও নিজের নিজের সাক্ষ্য দ্বারা সেই নাগকে পরাস্ত করেছে। তারা নিজের প্রাণ তুচ্ছ করে খ্রীষ্টের জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত ছিল।" প্রকাশিত বাক্য ১২:১১ (BERV)

খ্রীষ্টের রক্ত ​​কেবল আমাদের পরিত্রাণের ভিত্তি নয়। এটি আমাদের আধ্যাত্মিক যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্রও। বাইবেল গ্রীক ক্রিয়াপদ nikaō ব্যবহার করে, যার অর্থ "সম্পূর্ণভাবে পরাজিত করা", বিশ্বাসীরা কীভাবে শয়তানকে পরাজিত করেছে তা বর্ণনা করার জন্য: "মেষশাবকের রক্ত ​​দ্বারা।" এই বিজয় কেবল ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, বরং বর্তমান বাস্তবতা।

শত্রু এখনও এদনের পর থেকে একই কৌশল ব্যবহার করে: দোষারোপ করা। সে মানুষের সামনে ঈশ্বরকে দোষারোপ করে ("ঈশ্বর কি সত্যিই তাই বলেছিলেন?") এবং ঈশ্বরের সামনে মানুষকে দোষারোপ করে ("দেখুন তারা কী করেছে!")। কিন্তু যীশুর রক্ত ​​সমস্ত অভিযোগ নীরব করে দেয়। ক্যালভারিতে, আইনি মামলা বন্ধ হয়ে গিয়েছিল। শয়তানের আর আপনাকে দোষারোপ করার কোনও ভিত্তি নেই।

যখন সে অপরাধবোধ বা নিন্দার চিন্তা নিয়ে আসে, তখন তোমার উন্নতি বা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করো না। এটা সবসময় ব্যর্থ হয় কারণ তিনি তোমার উপর নির্ভর করেন। বরং, ঈশ্বর তোমাকে যে অস্ত্র দিয়েছেন তা ব্যবহার করো: মেষশাবকের রক্ত।

রক্ত আমাদের মনে করিয়ে দেয় যে যীশুই হলেন বলিদান এবং বিজয়ী। তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, কিন্তু মৃত্যুর উপরও জয়লাভ করেছেন। তাঁর রক্ত ​​ক্ষমা, শান্তি এবং বিজয়ের নিশ্চয়তা দেয়!

এই অস্ত্রটি ব্যবহারিকভাবে ব্যবহার করো:

যখন উদ্বেগ তোমার মনে প্রাধান্য পায়, তখন ঘোষণা করো: "খ্রীষ্টের রক্ত ​​আমার শান্তি কিনেছে।"

যখন ভবিষ্যৎ নিয়ে ভয় থাকে, তখন ঘোষণা করো: "খ্রীষ্টের রক্ত ​​আমার অনন্ত ভাগ্য নিশ্চিত করেছে।"

যখন প্রলোভন মিথ্যা আনন্দ দেয়, তখন উত্তর দাও: "খ্রীষ্টের রক্ত ​​ইতিমধ্যেই আমার পক্ষে ঈশ্বরের ন্যায়বিচারকে সন্তুষ্ট করেছে।"

তুমি জয় অর্জনের জন্য যুদ্ধ করো না; তুমি ইতিমধ্যেই অর্জিত জয় থেকে লড়াই করো। ক্রুশে প্রতিটি অভিযোগের উত্তর দেওয়া হয়েছে। প্রতিটি ঋণ ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। রক্ত ​​যেকোনো আক্রমণের চেয়ে জোরে কথা বলে।

আমার প্রার্থনা:

প্রভু যীশু, বিজেতা এবং মেষশাবক, ধন্যবাদ যে তোমার রক্ত ​​কেবল আমার পরিত্রাণই নয়, বরং প্রতিটি আধ্যাত্মিক আক্রমণের বিরুদ্ধে অস্ত্রও। আমাকে একজন বিজয়ীর চেয়েও বেশি কিছু হিসেবে বাঁচতে শেখান, প্রতিদিন তোমার রক্তের শক্তি ঘোষণা করুন। যখন অভিযোগ, ভয় বা প্রলোভন আসে, তখন আমাকে নিজের শক্তি দিয়ে নয়, বরং ক্রুশের সমাপ্ত কাজের মাধ্যমে সাড়া দিতে সাহায্য করুন। আমি যেন সর্বদা বেঁচে থাকি এবং তোমার মূল্যবান রক্তের দ্বারা ক্রয়কৃত বিজয় থেকে লড়াই করি। আমিন।

প্রতিফলিত করার জন্য প্রশ্ন:

১. তোমার আধ্যাত্মিক জীবনের কোন কোন ক্ষেত্রে খ্রীষ্টের রক্তকে অস্ত্র হিসেবে আরও সক্রিয়ভাবে ব্যবহার করতে শেখার প্রয়োজন?

২. শয়তান ইতিমধ্যেই পরাজিত হয়েছে এই নিশ্চিততা কীভাবে তোমার অভিযোগ এবং নিন্দার মুখোমুখি হওয়ার ধরণকে পরিবর্তন করে?

About this Plan

ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন

ঈশ্বরকে সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করার অর্থ কী? এই আসন্ন মাসে, আপনাকে এই অটল সত্যটি মেনে চলার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে: ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন এবং আপনার সম্পূর্ণ বিশ্বাসের যোগ্য। সৃষ্টি থেকে ক্রুশ পর্যন্ত, দৈনন্দিন চাহিদা থেকে জীবনের পরীক্ষা পর্যন্ত, আপনি তাঁর সার্বভৌমত্বে বিশ্রাম নিতে, তাঁর অনুগ্রহে বিশ্বাস করতে এবং তাঁর বিধানে চলতে শিখবেন। প্রতিটি দিন আপনাকে বিশ্বাসের পরিবর্তে ভয়, আত্মনির্ভরতার পরিবর্তে আত্মসমর্পণ এবং ঈশ্বরের চরিত্রের প্রতি বিশ্বাসের পরিবর্তে সন্দেহের বিনিময়ে আহ্বান জানাবে।

More

এই প্ল্যানটি প্রদানের জন্য আমরা i2 Ministries (i2ministries.org) কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে পরিদর্শন করুন: thewadi.org/videos/english