প্রান্তরের আশ্চর্যনমুনা

প্রান্তরের আশ্চর্য

DAY 1 OF 6

প্রান্তরের সম্মুখীন

প্রান্তর হল একটি সময়, যা যীশুর প্রত্যেক অনুসারীকে অন্তত একবার তাদের জীবনে অতিক্রম করতে হয়। এটি এমন একটি সময়, যা দীর্ঘ অপেক্ষা, ক্রমাগত বন্ধ দরজার মতো পরিস্থিতি এবং বহু হতাশার চিহ্নকে বহন করে। এই সময়টি শাস্তির সময় নয়, বরং যা সামনে রয়েছে তার জন্য প্রস্তুতির এক সময়। ঈশ্বর ইস্রায়েলীয়দের চল্লিশ বছরের যাত্রার মাধ্যমে প্রান্তরের পথে নিয়ে গিয়েছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল অবিশ্বাসী ও বিদ্রোহী এক প্রজন্মকে নির্মূল করা। যা মাত্র দশ দিনের যাত্রা হওয়ার কথা ছিল, তা ঈশ্বরের পরিকল্পনায় তাঁর লোকেদের জন্য চল্লিশ বছরের দীর্ঘ পথচলায় পরিণত হয়েছিল। এই প্রান্তরের যাত্রাপথে ঈশ্বর কখনো তাদের থেকে দূরে ছিলেন না; তিনি তাঁদের পাশে ও মাঝখানে ছিলেন। তিনি মোশির মাধ্যমে এবং পরে যোশুয়ার মাধ্যমে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করেছিলেন। তিনি তাঁদের দৈনন্দিন জীবনে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং তাঁর প্রতি তাঁদের অটল ভক্তির প্রতিও সমানভাবে মনোযোগী ছিলেন।

প্রান্তরের সমস্যা হলো এটি একটি কঠোর ও নিরবচ্ছিন্ন খরার মতো পরিস্থিতিকে অনন্তকালব্যাপী মনে করাতে পারে। যখন তুমি হতাশা ও নিরুৎসাহের খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকো তখন সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকতে পারে, আর্থিক অবস্থাও স্বাভাবিকের তুলনায় কঠিন বোধ হতে পারে, স্বাস্থ্য দুর্বল ও অনিশ্চিত মনে হতে পারে। তবে যদি তুমি তোমার নিজস্ব প্রান্তরের যাত্রাকে গভীরভাবে ভেবে দেখো, তবে দেখতে পাবে যে ঈশ্বর নীরবতার মাঝে অনুপস্থিত নন, তিনি তোমার পরীক্ষার কষ্টের থেকে দূরে নেই, বরং তিনি তোমার সঙ্গে থাকেন এবং যখন তুমি পরাস্ত বোধ করো, তখন তোমাকে ধরে রাখেন। তিনি তাঁর বাক্যের প্রতি সত্যনিষ্ঠ থাকেন, যখন তিনি বলেন, “আমি কখনো তোমাকে ছাড়ব না বা পরিত্যাগ করব না।”

তুমি হয়তো তোমার প্রান্তরের সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি নিশ্চিত থাকতে পারো যে যিনি জগতের আলো তিনি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে চলছেন। তোমার সবচেয়ে একাকী মুহূর্তগুলিতে তুমি তাঁর হৃদস্পন্দন অনুভব করতে পারবে। যখন চারপাশে প্রচণ্ড ঝড় ওঠে, তখন তুমি তাঁর তুলনাহীন শক্তি অনুভব করতে পারবে। তোমার সবচেয়ে বড় দুঃখ এবং হতাশার মাঝেও তুমি তাঁর দয়া দেখতে পাবে।

তাই আশা হারিও না। যখন নিজেকে প্রান্তরের মধ্যে খুঁজে পাও, তখন সর্বশক্তিমান প্রভুকে ডাকো। তিনি পাহাড়ের, উপত্যকার, প্রান্তরের এবং উদ্যানের ঈশ্বর। তিনি তোমার বর্তমান সময়কে বুঝতে সাহায্য করবেন এবং তোমাকে কোমলতা ও ভালোবাসার সঙ্গে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাবেন।

ধর্মগ্রন্থ

About this Plan

প্রান্তরের আশ্চর্য

প্রান্তর, যেখানে যীশুর প্রত্যেক অনুসারী অবশ্যম্ভাবীভাবে নিজেদের খুঁজে পায়, তা পুরোপুরি খারাপ নয়। এটি হতে পারে ঈশ্বরের সঙ্গে গভীর ঘনিষ্ঠতার একটি স্থান এবং আমাদের জীবনে তাঁর উদ্দেশ্যসমূহের বৃহত্তর স্পষ্টতার একটি ক্ষেত্র। আশা করি এই পরিকল্পনাটি তোমার প্রান্তরের সময়গুলিতে তোমার চোখ খুলে দিয়ে এর আশ্চর্যের উপলব্ধি করতে সহায়তা করবে।

More

এই প্ল্যানটি প্রদানের জন্য আমরা Christine Jayakaran কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে পরিদর্শন করুন: www.instagram.com/christinejayakaran