বড়দিনের গল্প: যীশুর জন্ম নিয়ে ৫ দিনের পাঠনমুনা

বড়দিনের গল্প: যীশুর জন্ম নিয়ে ৫ দিনের পাঠ

DAY 1 OF 5

যীশুর জন্মের বিষয়ে ভবিষ্যতবাণী

একজন স্বর্গদূত মরিয়মকে দেখা দিলেন৷।

প্রশ্ন ১৷ এই আশ্চর্যরকম গর্ভধারণের কারণে অতি প্রকৃত ফলাফলের কতগুলি মরিয়মকে সম্মুখীন হতে হোত বলে আপনি মনে করেন?

প্রশ্ন ২৷ কি কি কারণ আপনাকে বিশ্বাস করায় যে যীশুর প্রকৃতই কুমারীর গর্ভে জন্ম হয়েছিল? এই প্রকার বিশ্বাসের জন্য কি প্রমাণ আছে?

প্রশ্ন ৩৷ আমাদের সমাজে একজন মেয়ের বিষয়ে লোকেরা কি চিন্তা করবে এবং বলবে যে বিয়ে না করেই গর্ভবতী হয়েছে বিশেষত‌ যদি সে একজন খ্রীষ্টান বলে পরিচিত হয়?

ধর্মগ্রন্থ

About this Plan

বড়দিনের গল্প: যীশুর জন্ম নিয়ে ৫ দিনের পাঠ

এই বড়দিনে , মথি এবং লুকের সুসমচারে যিশুর জন্মের গল্পটি আবার দেখুন। আপনি যেমন পড়ছেন, একটি ছোট ভিডিও ক্লিপ পরিকল্পনার প্রতিটি দিনের গল্পের অংশ দেখায়।

More

এই পরিকল্পনা প্রদান করার জন্য আমরা GNPI India কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://www.gnpi.org/tgg