আপনার সবচাইতে উত্তম নিবেশ!নমুনা

আপনার সবচাইতে উত্তম নিবেশ!

DAY 3 OF 5

“বাইবেল নিয়মিতভাবে পড়ুন”

আমাদের বেশিরভাগই সহমত হবেন যে বাইবেল, পড়ার ক্ষেত্রে আকারে বড়- যেখানে কিছু কিছু বিষয় আমাদেরকে অভিভূত করে এবং কোনো কোনো সময়ে এটি সুস্পষ্ট হয় না৷ বাইবেল বিষয়ে এখানে কিছু তথ্য দেওয়া হল যা আপনাকে রেফারেন্স ও আরো ভালো উপলব্ধির সাথে আপনার পড়ার সময়ে সাহায্য করবে৷

প্রথম, আপনি দেখবেন যে বাইবেল দুটো বিভাগে বিভক্ত:

পুরনো নিয়ম হল জগতের সৃষ্টির কাহিনীটি থেকে আরম্ভ করে, ইস্রায়েলের লোকেদের ইতিহাস- একটি রাষ্ট্র হিসেবে তাদের পরাজয়, পরিণামে তাদের শত্রুদের দ্বারা বন্দিদশা, এবং অবশেষে প্রভু খ্রীষ্টের জন্মের কয়েকশত বছর পূর্বে পুনরায় যিরূশালেম দখল করতে তাদের ফিরে আসার বিষয়গুলোর লিখিত একটি সংগ্রহ৷ এছাড়া পুরনো নিয়মটি হল ইস্রায়েলের লোকেদের প্রতি ঈশ্বরের ব্যবস্থা৷

নতুন নিয়ম হল প্রভু যীশুর জন্মের ঠিক পূর্বের থেকে আরম্ভ করে, তার জীবন ও সেবাকার্য, আমাদের উদ্ধারকর্তা রূপে তার মৃত্যু ও পুনরুত্থান, এবং চূড়ান্তভাবে তার চার্চের স্থাপনা ও জগতে এর বিস্তারের বিষয়গুলোর লিখিত একটি সংগ্রহ৷ নতুন নিয়মে অনুগ্রহের দ্বারা প্রভু খ্রীষ্টে স্বাধীনতার বার্তাটিকে যেমন প্রকাশিত করা হয়েছে তেমন সেটি পুরনো নিয়মে উল্লেখিত অনুষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয়তাটিকে পূর্ণ করে এবং পরিবর্তিত করে৷

দ্বিতীয়ত, এবং সাধারণভাবে বললে, আপনি বাইবেলে সম্পূর্ণ পুরনো ও নতুন নিয়মে তিন ধরনের লেখাগুলোকে দেখবেন:

ঐতিহাসিক বিবরণ- এমন লিখিত বিষয়সমূহ যা একটি সত্য কাহিনীকে বলে এবং লোকেদের ও গুরুত্বপূর্ণ ঘটনাবলীর একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দৃষ্টিকোণ প্রদান করে৷

নির্দেশমূলক লেখাসমূহ- এমন পুস্তক ও পদসমূহ যা খ্রিস্টান জীবনযাপনের বহু দিক, চার্চ প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলোর উপর নির্দিষ্টভাবে কোনো ঐতিহাসিক ঘটনা প্রদান না করেই নির্দেশনা প্রদান করে৷

অনুপ্রেরণামূলক লেখাসমূহ- লেখকের থেকে পাঠককে অনুপ্রেরিত, উচ্চাম্বিত এবং আবেগ ব্যক্ত করতে কাব্যিক, শিল্পমূলক লেখাসমূহ৷

নতুন নিয়মমূলক লেখাগুলো যা প্রভু যীশুর জীবন ও সেবাকার্যের একটি ঐতিহাসিক বিবরণ প্রদান করে তা হল মথি, মার্ক, লূক এবং যোহন৷ এই চারটি পুস্তককে সুসমাচার রূপেও উল্লেখ করা হয়েছে৷ প্রেরিতদের কার্য হল নতুন নিয়মের অন্য একটি ঐতিহাসিক পুস্তক যা প্রভু যীশুর মৃত্যু ও পুনরুত্থানের পর খ্রিস্টান চার্চের স্থাপনা ও বিস্তারের একটি কালক্রমিক বিবরণ প্রদান করে৷

নতুন নিয়মের পুস্তকসমূহ যা নির্দেশনামূলক লেখাগুলোকে প্রতিনিধিত্ব করে তাহল রোমীয় থেকে যিহূদার পত্র পর্যন্ত৷ এগুলো হল চার্চ নেতাদের লিখিত পত্রাদী যা অন্য খ্রিস্টান ও বিশ্বজনীন চার্চগুলোকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করে৷

পুরনো নিয়মের গীতসংহিতা পুস্তকটি হল অনুপ্রেরণামূলক লেখার একটি মহান উদাহরণ৷ নিম্নে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য গীতসংহিতা থেকে দেওয়া হল যা আমাদেরকে আশির্বাদ প্রাপ্তের আশ্বাসনটিকে প্রদান করে যেটিকে ঈশ্বর তাকে প্রদান করেন যে ব্যক্তি তার জীবনটিকে নিয়মিতভাবে ঈশ্বরের বাক্যে নিবেশ করে৷

কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে,

তাঁহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে।

সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে,

যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না;

আর সে যাহা কিছু করে, তাহাতেই কৃতকার্য্য হয়। গীতসংহিতা ১:২-৩

আমাদের জীবনে ঈশ্বরের বাক্যের বীজগুলোকে বপণ করতে, আমাদেরকে বাইবেল পড়াটাকে আমাদের দৈনিক জীবনের একটি অংশ করতে হবে৷ যেমন যেমন ঈশ্বরের বাক্যের বীজটি অঙ্কুরিত হবে, তার আশির্বাদগুলো আরো স্পষ্ট হয়ে পড়বে৷ নিজেকে সুস্থির করতে আপনি তার বাক্য থেকে ক্ষমতা প্রাপ্ত করবেন, এমনকি শুষ্কতা ও কষ্টের ঋতুগুলোর মধ্যেও৷

ধর্মগ্রন্থ

About this Plan

আপনার সবচাইতে উত্তম নিবেশ!

একটি আশির্বাদ প্রাপ্ত এবং প্রচুর ফেরৎ পাওয়াটা আরম্ভ হয় সঠিক নিবেশ করার সাথে৷ যদি আপনি একজন নতুন খ্রিস্টান হন, তাহলে ঈশ্বরের বাক্য নিয়মিত নেওয়ার থেকে আপনার বিশ্বাসে নিবেশ করার মত মহান আর কিছু নেউ৷ এখানে আরম্ভ করাটা আপনাকে পড়তে, উপলব্ধি করতে এবং এটিকে দৈনন্দিন জীবনে প্রভাবশালীভাবে প্রয়োগ করতে সাহায্যকারী হবে৷ ডেভিড জে. সয়্যান্ডট দ্বারা লিখিত পুস্তক “আউট অফ দিজ ওয়ার্ল্ড: এ ক্রিস্টিয়ান’স গাইড টু গ্রোথ এবং পারপাস” থেকে নেওয়া হয়েছে৷

More

এই পরিকল্পনা প্রদান করার জন্য আমরা Twenty20 Faith, Inc. কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://twenty20faith.org/devotion1?lang=bn